হাই বন্ধুরা,,,,,,
কেমন আছেন সবাই,
আসা করি সবাই ভালো আছেন,
আজ আমি আপনাদের সামনে অনেক গুরুপ্তপুর্ন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি,
এমন একটা সমস্যা যা সবাইকেই এই সমস্যায় পরতে হয়,
সবাই গুগল রি-ক্যাপচার এর নাম হয়ত শুনেছে, অনেক ওয়েব সাইট আছে, যেখানে কাজ/ডাউনলোড বা যে কোন কাজ করতে গেলে গুগল রি-ক্যাপচার করতে হয়,
অনেক এই এটা পুরন করতে পারে না, ফলে তারা ওই সাইটা থেকে আর যাওয়া জায় না,
অনেক সময় দেখা যায় যে আপনি যে গুগল রি-ক্যাপচার টা পুরন করবেন সেই পিক এ ক্লিক করলে অই পিক টা উধাও হয়ে অন্য পিক আসে,
আজ আমি শিখাব কিভবে গুগল রি-ক্যাপচার সম্পূর্ণ করবেন,
গুগল রি-ক্যাপচার সম্পূর্ণ করার জন্য নিচের ধাপ গুলো দেখুন,
১। প্রথমে গুগল রি-ক্যাপচার টি ওপেন করুন,
২। তার পর যেই পিক টা সিলেক্ট করতে বলবে অই পিক টায় ক্লিক করুন, তার পর অই পিক টা উধাও হয়ে যাবে,
৩। ধরুন আপনাকে গাড়ি সিলেক্ট করতে বলচে, তখন আপনি অই গাড়ির পিক গুলো তে ক্লিক করে গাড়ি গুলো উধাও করে দিন,
যখন সব গাড়ি গুলো উধাও হবে তখন ভেরিফাই এ ক্লিক করুন, এবার দেখুন ভেরিফাই সম্পূর্ণ হয়ে গেছে,
পোষ্ট টি ভালো লাগলে কমেন্ট এ ধন্যবাদ জানাতে ভুলবেন না,
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি,