আসসালামুআলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।
যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য আজ নিয়ে এসেছি দারুন একটা ক্যামেরা এপ এবং কনো বস্তু ফোকাস করার জন্য একটি সাধারণ ট্রিক!
আমাদের অনেকেরই ফটোগ্রাফি করার শখ,
যদিও ফটোগ্রাফি করতে dslr এর তুলনা হয়না!তারপরও আমার মতো যাদের dslr কেনার মতো সামর্থ্য নেই তারা কি করবে?
তাই আজ আমি দেখাবো কিভাবে আপনার ফোন দিয়েই অনেক সুন্দর সুন্দর ফটো ফোকাস করবেন এবং হয়ে উঠবেন একজন মিনি ফটোগ্রাফার।???
ক্যামেরা এপটির জন্য কিছু শর্তঃ
- আপনার ফোনের ক্যামেরা মোটামুটি ভালো হতে হবে। মানে ৫ মেগাপিক্সেলের উপরে হলে ভালো হয়।
- ক্যামেরায় অটো ফোকাস না থাকলেও সাধারণ ফোকাস থাকতে হবে।
- এপটি দিয়ে ভালো ফোকাস করতে চাইলে পর্যাপ্ত আলোতে চেষ্টা করবেন।নতুবা আশানুরূপ ছবি তুলতে পারবেন না।
আর কথা বাড়াবোনা।
চলুন সরাসরি কাজে নেমে পড়ি।
প্রথমে নিচের লিংক থেকে ক্যামেরা এপটি ডাউনলোড করে নিন।
App Nameঃ
Camera Fv 5
App Sizeঃ
5.1 Mb
ডাউনলোড হয়ে গেলে এপ টি ইন্সটল করুন।
তারপর ওপেন করুন।
ক্যামেরা ওপেন করার পর প্রথমত একটু ঘোলাটে দেখতে পাবেন।
তারপর যে বস্তুটি আপনি ফোকাস করতে চান ক্যামেটা সেই বস্তুটির সামনে নিয়ে যান।
তারপর আপনার ফোনের স্ক্রিন এর একেবারে মাঝখানে আলতো ভাবে টাচ করুন।
যদি ফোকাস হয় তো ভালো, আর না হলে একটু টেকনিক খাটাতে হবে।
আমারটা দেখুন ফোকাস হয়নি।
এখন হবে আসল কাজঃ
প্রথমে আপনার একটি হাত মুষ্টি বাঁধুন।
তারপর তা ক্যামেরার পেছনে ৮-১০ ইঞ্চি দূরত্বে ধরুন।
নিচের মতো করে।
এবার আপনার ফোনের স্ক্রিন এর উপর আবারো আলতো করে টাচ করুন।
এবার দেখবেন খুব সহজেই আপনার হাতটিকে ফোকাস করে নেবে!
হাত তো ফোকাস করা হয়ে গেল!
এখন হয়ত আপনি ভাবছেন যে শুধু হাত ফোকাস করে আমি কি করবো তাই তো???
চিন্তা করবেন না!
আমরা কেবল হাতিয়ার তৈরি করে নিলাম।
এবার সেটা কাজে লাগাবো।
তার আগে ক্যামেরার পেছন থেকে হাতটা সরিয়ে নিন, তারপর যে দূরত্বে আপনি আপনার হাতটা ধরেছিলেন সে দূরত্বে আপনার আগের বস্তুটি ধরুন যেটি আপনি ফোকাস করতে চান।
এবার দেখুন মজা!
ক্যামেরা অটোমেটিক বস্তুটি ফোকাস করে নিয়েছে!
এবার ক্যাপচার আইকোনে ক্লিক করে ছবিটি তুলে নিন!
নিচে দেখুন ফলাফল।
কি! কেমন লাগলো ক্যামেরাটি এবং আমার এই ছোট্ট টেকনিকটি???
এভাবে আপনি একই অবস্থায় একই দূরত্বে যে বস্তুই ধরুন না কেন, সেটি অটোমেটিক ফোকাস করে নেবে।
এই ক্যামেরা দিয়ে আমার তোলা কয়েকটি ছবি এবার আপনাদের দেখাই তাহলে!
হাতে সিগারেট নিয়ে আছি বলে আবার ভাববেন না যে, এই বেটা অথর মনে হয় সিগারেট খায়!
জি না ভাই, আমি সেরকম না। সিগারেট অন্যজনের, আমি শুধুমাত্র ছবি তুলেছি!
ব্যাস! আর কি?
এবার নিজের ইচ্ছেমত ফটোগ্রাফি করতে থাকুন!
তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।
যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।
কারণ ২,৩ এবং ৬ নম্বর স্ক্রিনশট এর ইমেজ আইডি ঠিকঠাক বসানোর পরও সেগুলো শো করছেনা!
তাই moderateor ভাইদের কাছে অনুরোধ, আপনারা দোয়াকরে বিষয়টি দেখবেন।
আর এখানে focus মানে বঝানো হয়েছে কনো নির্দিষ্ট বস্তুকে কেন্দ্র করে ছবি তোলা।
আপনি পোষ্টে দেওয়া ছবিগুলো দেখুন,তাহলেই বুঝতে পারবেন।
নিচের লিখাটা দেখলেন না??????
শেষে খোদা হাফেজ বাদ দিয়ে
লিখবেন আল্লাহ্ হাফেজ
ar Auto Focus Orginal camera app diyey hoy,,
amr camera 5 mp,
but Auto focuse ace,
khub valo,,
আপনি ট্রাই করে দেখতে পারেন।
ভাই, প্রশ্ন করলাম বলে ভাববেন না,যে কন্ট্রিবিউটর হয়ে সিগারেট খায়!☺
Ai site a post korar jonno sobaike onurod korsi
এবার বিষয়টি সবাইকে জানানোর জন্য আপনাকে থন্যবাদ।
এবার বিষয়টি সবাইকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
camra 16 mg tarporeo apnar deya ciragareter moto hoy nah. app ta link then like play sote
তাও না পারলে আমাকে ইনবক্সে নক দিন।
r apni jodi download a na korte paren taile ami ki korbo bolen?