আশা করি সবাই ভালো আছেন।
আপনারা যানেন বর্তমানে বাংলালিংক সিমে কোনো ফ্রি নেট নেই…।তাই আপনাদের জন্য আজকে এই ফ্রি নেট নিয়ে হাজির হলামঃ~
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে
বাংলালিংক সিমে ফ্রি নেট ইওজ করবেন||স্পিড ৩০-১০০কেবি+||
—-সবার হবে—-
এবারে কাজ শুরু করিঃ-
প্রথমে নিচের এপ্স দুটি ডাওনলোড করুন.…।
- Speed Vpn Mod
এবার স্ক্রিনশুট গুলো অনুসরণ করুনঃ-
নিচের মত দেখালে আপনার ফ্রি নেট চলবেঃ
নোটঃ১ম বার,২ য় বার ও তৃতীয় বারেও কানেক্ট না হতে পাড়ে…।কানেক্ট হবেই বার বার চেষ্টা করুন…।
প্রুফঃ
স্পিড ততোটা ভালো না সর্বোচ্ছ ৩০-১০০ কেবি+ যদি ভালো লাগে তাহোলে চেষ্টা করবেন…।নতুবা চেষ্টার দরকার নেই…।
For any support:-[email protected]
এই সিস্টেমে নাকি ফ্রি নেট চলে,,,, ১ mb
স্পিড,,, আমি নতুন বেশি বুজি না,,,আপনারা
দেখেন তো,,,আমাকে dhaka এর এক ফেন্ড
দিছে ভিডিও,,,,
বারবার একই লিংক শেয়ার করছেন।
আরেকবার দেখলে নোটিশ ছাড়াই ব্যান করা হবে।
আমি সকল নিয়ম মেনে এবং কপি/পেস্ট ছাড়া আমি ৩ টি Post করেছি। Trainer Request ও দিয়েছি। আমার Post গুলো একবার হলেও দেখুন এবং আমার Post গুলো যদি মানসম্মত হয়। তাহলেই আমাকে Author বানিয়েন।
বারবার একই নোটিশ সবাইকে দিতে হয় কেনো?
বিনা নোটিশে ব্যান করতে হবে নাকি!
Onake balchi…।
স্ক্রিনশট দিয়ে আশা করি ব্যাখ্যা করতে হবেনা।
বেয়াদব তাদেরই বলে,যারা আপত্তিকর কাজ করে।
সুতরাং আপনাকে বেয়াদব বলাতে তো আর ভাবার কিছু নেই।
যদি ভালো হয়ে যান,সেটি ভিন্ন কথা।
কিন্তু অতীতকে তো আর মুছে ফেলতে পারবেন না।
আর আমাদের নিয়ম মানেনা এরকম কাউকেই দরকার নেই।
আমরা থাকার জন্য কাউকেই টাকা দিচ্ছিনা।
যার ভালো মন আছে,সে এমনিতেই থাকবে।
আর তারাই একসময় সফল হবে,প্রতিদান পাবে।
কিন্তু আমরা সাপোর্ট টিম।
আমাদের প্রয়োজনে কঠোর হতে হয়।
নিয়মের বাইরে কেউ গেলে ভদ্র ভাষায় কটু কথা শোনাতে হয়।
কিছুই করার নেই।
আগে নিজে শোধরান।
অন্যকারো দিকে আঙুল তোলার আগে নিজের দিকে একবার ভাববেন।
আমি আপনাকে কোনো খারাপ কথা বলিনি,কিন্তু আপনার যেভাবে গায়ে লেগেছে…….!
এখন বুঝুন,এডমিনদের অশ্লীল ভাষায় গালিগালাজ করায় তাদের কেমন লেগেছে!
আশা করি ভবিষ্যতে আর কখনো এরকম করবেন না।
সেটাই সবার জন্য ভালো হবে।
WelCome.
এডমিনকে বলে লাভ নেই।
নিয়মের বাইরে কেউই না।
এডমিনও না।
আমি সকল নিয়ম মেনে ৩ টি Post করেছি।আমার Post গুলো দেখুন এবং মানসম্মত হলেই
আমাকে Author বানিয়েন। আমার Post গুলো যদি মানসম্মত না হয়, Reply Diben plz….
কমেন্ট করতে থাকুন।
নিয়মের বাইরে কিছুই হবেনা।
যতক্ষণ না আপনার আইডি ট্রেইনার রিকুয়েস্ট লিস্টে সামনে না আসে,ততক্ষণ অপেক্ষা করতে হবে।
সবার অধিকার সমান।
রিপোর্ট করে সহযোগিতা করতে বললে তো কেউই করেননা!
আর সাইটের ভিজিটর নিয়ে আমাদের টেনশন নেই।
ভিজিটর একজন হলেও সমস্যা না।
কারণ আমাদের উদ্দেশ্য আপনাদের মত ইনকামের না।
ইনকামের জন্য পোষ্ট করে বারবার নোটিশ পেয়ে শেষপর্যন্ত ব্যান হয়ে আবার বলছেন কোনো কারণ ছাড়া!
আমাদের দরকার,ভালো মানের কন্টেন্ট।
যারা দিতে পারবে,তাদের নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে।
তাই স্বার্থান্বেষীদের ছাঁটাই করা হচ্ছে।
আর আমরা সাইটের জন্য ক্ষতিকর হলে সেটা এডমিন দেখবে।
আমাদের কাজ হলো অনিয়ম দেখলেই নোটিশ,ডিমোট বা ব্যান দেয়া।
যারা উৎসাহ দেয়,সেরকম একজনকেও ব্যান করা হয়েছে,পারলে দেখান।
আর এডমিনের কাছে প্রমাণসহ রিপোর্ট করুন।
আপনাদের মত (রাসেল) বেয়াদবদের ব্যান করা হয়।
যারা কথায় কথায় স্ল্যাং ইউজ করে।
সুতরাং আগে নিজের চরকায় তেল দিন।
আপন ভালো তো জগত ভালো।
কানা মামার দরকার নেই।
ভালো মামা হলে থাকবে,না হলে নাই।
ভালোদের জন্য আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে।
সুতরাং,কানার দরকার নেই।
আমরা ভালোদের বাচাই করছি।
এটা সিক্রেট বিষয় ছিলো।
কিন্তু আপনাদের এরকম কমেন্ট দেখে বলতে হলো।
সোজা হয়ে থাকতে পারলে থাকুন,না হলে যান।
আমরা কাউকেই জোর করিনা।
আর আমাদের কোনোকিছু ভালো না লাগলে এডমিনের কাছে রিপোর্ট করুন।
আমি এক্স-ট্রেইনার ফর্ম পাঠাতে পাড়ছি না…From filed….এটা আসে…প্লিজ আমার পোষ্ট গুলো দেখে ট্রেইনার করে দিন>>>>><<<<
ডিমোট করা হলে প্রমোশন পেতে ঝামেলা হয়।
সেটি তো জানেনই।
এখন রি-ট্রেইনার রিকুয়েস্ট ফর্ম পূরণ করা ছাড়া আর কোনো উপায় নেই।
এটাই নিয়ম।
বারবার সতর্ক করা হয়েছিলো আপনাকে।
মানেননি।
তাই এই সমস্যায় পড়েছেন।
https://trickbd.com/author/srtrifat
Then Demote/Ban.
আমি এক্স-ট্রেইনার ফর্ম পাঠাতে পাড়ছি না…From filed….এটা আসে…প্লিজ আমার পোষ্ট গুলো দেখে ট্রেইনার করে দিন>>>>
আমি এক্স-ট্রেইনার ফর্ম পাঠাতে পাড়ছি না…From filed….এটা আসে…প্লিজ আমার পোষ্ট গুলো দেখে ট্রেইনার করে দিন>>>>><<<<
ভাষা সংযত রাখুন।
ট্রিক কাজ না করলে বলুন।
ডিলিট করা হবে।
আমি এক্স-ট্রেইনার ফর্ম পাঠাতে পাড়ছি না…From filed….এটা আসে…প্লিজ আমার পোষ্ট গুলো দেখে ট্রেইনার করে দিন>>>>><<<<)
আমি এক্স-ট্রেইনার ফর্ম পাঠাতে পাড়ছি না…From filed….এটা আসে…প্লিজ আমার পোষ্ট গুলো দেখে ট্রেইনার করে দিন…।
পোস্ট করে আমার নিজের
হাতে লিখে ট্রেইনার
রিকুয়েস্ট করলাম এখন ও ট্রেইনার
হতে পারলাম না কেন। আমার
পোস্টগুলো চেক করে আমাকে
ট্রেইনার বানান পোসট গুলা ১ বার হলেও দেখুন
takle bolun, onekei mone koren amar site visitor newar jonno link diye takhi, ashole amar niyot kintu erokom na 🙁