কিছু কথাঃ
অনেক দিন থেকেই ভাবছিলাম আপনাদের, মানে আপনারা যারা মোবাইলে রুট করতে চান
তাদের এই Root করার বিষয়টি জানাতে চাচ্ছিলাম। কিন্তু Author হতে না পারায় জানাতে পারছিলাম না।
যাইহোক আজ আমি অনেক খুশি। কারন গতকাল আমি ট্রেইনার পদ পেয়েছি।
শুধু কি তাই? না, সাথে পেলাম ট্রিকবিডিতে পোস্ট করে দু’আনা ইনকামের সুযোগ।
তার জন্য এডমিন প্যানেলের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সেইসাথে ট্রিকবিডির সকলকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।
এবার কাজের কথায় আসি।
কেনো Kingroot দিয়ে মোবাইল Root করবেন না?
আমি নিজের থেকে মানা করবো কারনঃ আমি Kingroot দিয়ে আমার Walton primo e4+ এ Root করেছিলাম।
বেচারা ফোনটি এখন Dead হয়ে আছে।
এখন আমার কাছে যে মোবাইলটি আছে এটি দিয়ে কোনো ক্ষতিকর App ইন্সটল করতে চাইলে, সেই App টি কি কারনে ক্ষতিকর তা দেখায়।
Kingroot সম্পর্কিত কিছু কথাঃ
×অ্যাপ্লিকেশনটি আপনার ডিভাইস ক্ষতি করতে পারে।
*গোপন চার্জ যোগ করতে পারে।
* আপনার মোবাইল বিলি, বা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
*এমনকি যদি আপনি এই অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন ডেভেলপার এর কথা শুনে থাকেন তবুও এটি অবিশ্বাস্য।
*এই অ্যাপ্লিকেশন ইনস্টল করা খুবই বিপজ্জনক।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। তবুও কেউ না বুঝলে কমেন্ট করুন।
পরিশেষেঃ আমি ট্রিকবিডিতে পোস্ট করে সেই পোস্টের উপর ভিডিও তৈরি করে দেখানোর জন্য একটি চ্যানেল খুলেছি। আর আমার প্রোফাইল এ দেখুন চারটি নতুন পোস্ট করা আছে। Contributor ছিলাম তাই কেউ দেখতে পারেননি। আর সেখানকার একটি পোস্টে আমার প্রথম আপলোড করা ভিডিও Embed আকারে দিয়েছি। পারলে চ্যানেলটি Subscribe করবেন।
reboot device
এইটা ট্রাই করে দেখতে পারেন
খুব সহযে-ই রুট করে এইটা,,।
আমার কয়েকজন ফ্রেন্ডকে এটা দিয়ে রুট করে দিছি।
রুট করার আগে Setting==>Developer Option টা On করে নিবেন
but I think root korar jonno KingRoot er ceye Strong app ar nai,,
Kingroot,,kingoroot,towel root ,kno kichui kaj kre na
Plzzz helpp
Walton primo c4 a
dead hoya gecilo
but 7 hour por calu hoicee try koren 0n hobee ..
on hoilee sdcard formet mairen r problem hobee na
thanks
hobee
memory ta onno phone a cayna phone a dhukay formatt maren
আমার শ্লোগান একটাই—
لا اله الله محمد رسول الله
emnitei kisu kisu messege ase {it can damage your divise } but kisui hoina
আমি এটা গত ২বছর যাবত ব্যবহার করেতেছি কোনো সমস্যা ছাড়াই।
আমি শুধুমাত্র পারমিশন চেক করে পুস্ট দিয়ে দিয়েছেন। আসল কাহিনী কি কিছু নেই এতে।
আমার ফোনে আগে কোনো সমস্যা ছিলোনা। কিংরুট ব্যবহার করার পরই সকল সমস্যার শুরু। তাই সেয়ার করলাম। যে মানার মানবে আর যে না মানবে নাই। সব নিজেদের ব্যাপার।
আপনার পুস্টে কোনো তথ্য ফেলাম না যে, কেন কিংরোট ব্যবহার করা ভালা না। যাস্ট কিছু আপ-পার্মিশন চ্যাকিং করে পুস্ট দিয়ে ফেলেছেন। এবিষয়ে কোনো যুক্তিসংগত কারণ উপস্থাপন করতে পারেন নি।
aga kingtoot use kortam akhon kori na.
Ami 1st a use koreshi valoi cholchilo but 1 ti problem er jonno amar phone ta flash dite hoichilo than kingroot diye root korar por Google support dey ni and phone er modde o notification Ashe (kingroot is damage your device)
But Ami ekon kingroot k SuperSU te replace kore niyechi.
তাই আমি আপনার কথা বিশ্বাস করলাম না।
আর তথ্য চুরি প্রাই সবাই করে। uc করে। এমনকি গুগলের উপরেও তথ্য চুরির অভিযোগ এসেছে। তাই বলে কি আপনি গুগলের সমস্থ প্রডাক্ট বাদ দিবেন (এন্ডয়েড ও গুগলের)?
Plz Answer me.
আর নোটিশ পোষ্ট পড়ুন।
তাহলেই বুঝতে পারবেন।
আগে পোষ্টে সবকিছু বুঝিয়ে লিখতে হবে।
তারপর ভিডিও দেয়া যাবে।
আপনার এই পোষ্টের আগামাথা কিছুই নেই।
এরকম হলে ট্রেইনার পদ বাতিল করা হবে।
কিন্তু মোবাইল ব্যাপারে কম বুঝে