প্রথমেই সবাইকে আমার সালাম ।
আসসালামু আলাইকুম ।
আজকে আমি অ্যাপ এর Screen Size বড় করার একটা ট্রিক্স দেখাবো,,
Example⤵
তো চলুন শুরু করা যাক,,
এর জন্য একটি অ্যাপ এর প্রয়োজন হবে,,
App Cloner Download করে নিন and ইন্সটল করে নিন।।
?এবার ওপেন করুন,,
?এবার যেই অ্যাপটা Edit করবেন (Lite) সিলেক্ট করুন
?এবার নিছে স্ক্রল করে Display Option এ ক্লিক করুন।।
?এবার Display Size এ ক্লিক করুন,,
?এবার এটা 100 থেকে কমিয়ে দিন, 75 করে দিন,,
?[যত কম করবেন তত টেক্সট ছটো হবে, আর Screen বড় মনে হবে]
?এবার “✅” এখানে ক্লিক কর,,
?এবার OK ক্লিক করুন,,
?এবার ইন্সটল করে নিন,,
??ব্যাস কাজ সেস,, এবার ওপেন করে দেখুন,,
বুজতে অসুবিধা হলে কমেন্ট করুন,,
কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,,
try kore dekhun
https://goo.gl/e9VrZo
ভুল ধরাই দেওয়ার জন্য
শুধুমাত্র প্রো ভার্শন দিয়েই এডিট করা যায়।
প্রো ভার্শন ছাড়া কোন কিছুই এডিট করা যায়না।
উনি শুধু শুধু প্লে স্টোরের লিংক দিয়ে হয়রানি করলো ক্যানো?
যদি প্রো ভার্শনের লিংক বা দিতে পারতেন, তাহলে না দিতেন। তবে খামাখা প্লে স্টোরের লিংক দিয়ে হয়রানি করে কী লাভ হলো?
এটা কোন ধরণের অথর বুঝলামনা।
so try korun,,
আপনিকি পোস্টে উল্লেখ করেছেন এই ভার্শন লাগবে?
আপনিতো সরাসরি প্লে স্টোরের লিংক দিয়া দিছেন।
মানুষকে হয়রানি করা বাদ দেন
পোস্টে লিংক দিছেন প্লেস্টোরের।
পরে যখন বলছি এটা কাজ করেনা, তখন বললেন আমারটা ১.৪.০ ভার্শনের।
আবার যখন বললাম এই ভার্শনের কথা পোস্টে উল্লেখ করেননি।
তখন বললেন “আমার কাছে প্লে স্টোরেরটাই আছে”
যদি প্লে স্টোরের এপ থাকে, তাহলে প্রিমিয়াম এক্সেস করলেন কেমনে?
একেকবার একেকটা বলেন!
মাথা কি নষ্ট?