টাইটেল দেখেই আসা করি বুঝতে পেরেছে।
তাই অযথা লেখা না বাড়িয়ে মূল আলোচনায় যাচ্ছি।
যে সফটওয়্যার টি দিয়ে Wifi শেয়ার করবেন। সেটির নাম ConnectyfiHotspot. এখান থেকে ডাউনলোড করে নিন।
তারপর zip ফাইল টি এক্সট্রাক্ট করুন।
তারপর যে সফটওয়্যার টি পাবেন। সেটি ইন্সটল করুন।
ইন্সটল শেষ হয়ে গেলে কম্পিউটার রিস্টার্ট কমান্ড করবে।
Finish এ ক্লিক করবেন।
কম্পিউটার রিস্টার্ট হবে।
রিস্টার্ট হওয়ার পর নিচের ছবির মত একটা কমান্ড থাকবে। সেটা ক্লোজ করে দিন।
যদি নিচের ছবির মত আরো একটি কমান্ড ফাইল থাকে। তাহলে নিচের ছবির দেখানো যায়গাতে ক্লিক করুন।
যে সফটওয়্যার টি ইন্সটল দিলেন। তার একটা শর্টকাট তৈরি হয়েছে Desktop এ।
সেটা ওপেন করুন।
সফটওয়্যার টি ওপেন হওয়ার পরে দেখুন (প্রথমবারের মত) কিছু টিউটোরিয়াল দেখাচ্ছে। আপনি চাইলে সেগুলো না ও দেখতে পারেন।
নিচের ছবি টি তে যে অপশন টি আমি দেখাতে চেয়েছি। সেটিই হচ্ছে wifi এর নাম।
মানে আপনি ঐখানে যে নাম লিখে রাখবেন, সেটাই হবে আপনার wifi এর নাম।
এবার নিচের ছবিতে দেখানো যে Password অপশন টি দেখতে পাচ্ছেন। সেটাই আপনার wifi এর password.
Password + Name দুইটাই আপনি আপনার নিজের মত করে সেট করে নিতে পারেন।
এখন Start এ ক্লিক করুন। wifi শেয়ার শুরু হয়ে যাবে।
এবং যতক্ষণ Start থাকবে ততক্ষন এই wifi সঠিক Password দিয়ে কানেক্ট করা যাবে।
আশাকরি বুঝতে পেরেছেন।
এখন আরেকটি বিষয় জানায়।
আপনি যদি এই সফটওয়্যার এর লাইসেন্স না কেনেন।
তাহলে wifi নামের Connectify- এই টুকু মুছে অন্য কিছু লিখতে পারবেন না।
(indishare লিংক দেওয়ার জন্য দুঃখিত। আসলে এটা Activator তো। ইল্লিগাল। তাই গুগল ড্রাইভের মাধ্যমে দিতে পারলাম না। ডাউনলোড করতে পারবেন না। তাই indishare এর লিংক দিলাম)
Crack ফাইল টি ওপেন করে শুধু Active এ ক্লিক করবেন।
আর কিছু দরকার নেই।
যদি এখনো ঠিকমত বুঝতে না পারেন। তাহলে নিচের ভিডিও তে একটা ক্লিক করে মাত্র কয়েক মেগাবাইট খরচ করে এতক্ষণের আলোচনার উপর বানানো ভিডিও টি দেখুন।
সবশেষে একটা কথা বলে রাখি।
এই সফটওয়্যার টি যেহেতু আমার নিজের তৈরি করা নয়। সেহেতু আমি ছাড়াও অনেকেই অনেক জাইগাতে এই সফটওয়্যার টি নিয়ে পোস্ট করতেই পারেন। আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি। আমি কারোর দেখে পোস্ট টি লিখিনাই।
অনেক দিন আগে আমার এক ফ্রেন্ড (Arkon) আমাকে এই সফটওয়্যার টি দিয়েছিলো।
তবে কোনো ভুল হলে ক্ষমা করবেন।
apni jodi eta laptop a setting korte can. tahole adepter lagbe na. r pc te lagbe. karon, pc te adepter default vabe thake na. ja laotp a thake.
আমি তও তাই ই জানি
আমি তো তাই ই জানি