এবার সরাসরি কাষ্টর রম নিয়ে হাজির হলাম Symphony Xplorer H60 এর জন্য।
কেননা এই ট্রিকবিডিতে এখন ইউনিক+আধুনিক পোষ্ট ছাড়া কোনো Author এর দাম নাই।

বক্করবক্কর না কইরা বলেফেলি কেম্বে কি করবেন। So নিচে যান।↓↓↓
আসলে আপনি বুঝেই গেছেন আমি আপনাদের জন্য একটি কাষ্টম রম নিয়ে হাজির হইছি।
হ্যা, এটা কাষ্টম রম।
তবে,,
※ এতে কোনও Bug নাই।
※ ইহাতে সম্পুর্ন ASUS Zenfone GO এর ইষ্টক রইয়াছে।
※ ইহা আপনার Symphony H60 রে বানাই দিব পুরাই Asus Zenfone

Features:
✓ এতে Popup Calculator আছে
✓ সবথেকে অবাক ব্যাপার হলো System App গুলাও আপডেটেবল।
✓ internal Memory ৩.৪জিবি খালি আছে।
✓ ASUS Music Player (এটা কোনো ফালতু মিউজিক প্লেয়ার নহে, এতে Mp3 এর Tag,image ইত্যাদি চেঞ্জ করা যায়।)
✓ ASUS Voice রেকর্ডার। (ভাই এখন যেই রম এ আছেন সেই রম থেকে একটা গান গাইয়া রেকর্ড করেন আবার এই রম ইনষ্টল দিয়া একটা কইরেন। পার্থক্য না পাইলে পোষ্ট ডিলিঠ করতে আমি সক্ষম)
✓Camera ভাই আর লেখতে কাইল লাগছে। Screenshot কথা বলিবে।।।

Screenshot:








How to Install:
Download Asus Zenfone Go.zip
Go to TWRP 3.0.2 Recovery
Go to Advance Wipe tab and Wipe
System
Data
Cache
Dalvik ART cache
Now Go to Install tab and install The Custom ROM.zip file.
কামশেষ।
তবে বইল্লা রাখি ভাই।

ফোনে 50+ চার্জ রাইখেন। কেননা রম ইনষ্টল হইতে ১০ মিনিট। ফোন ১ম বার চালু হইতে ১০ মিনিট। টোটাল ২৫ মিনিট লাইজ্ঞাই যায়। তাই No নিড To ভয়।
ট্রিকবিডির Rules অনুযায়ী এক্কেবারে নিচে আমি আমার একটা সাইটের লিংক দিচ্ছি।
Mysite
MyProfile
My FB Profile

update: Tuesday, Aug 28,2018 | 11:11PM
ভাই, স্ক্রিনশট পেয়েছি আমার পুরাতন একটি সাইটে। এখানে আছে
বিঃদ্রঃ ভাই এই লিংক এ প্রবেশ করিলে আমার কোনো ইনকাম হচ্ছে না।
বা Trickbd মেম্বারদের কোনো বিরক্তিকর এড ও দেখাচ্ছেনা।। So, be noticed (এর মানে আমিও বুঝিনা) ইংলিশ কম বুঝি ভাই।।

16 thoughts on "[[Bugless]][[MT-6580]][[3.10.72Lp]] এবার আপনার Symphony Xplorer H60 ফোনকে বানাই ফেলুন ASUS এর ষ্টক ফোন।"

  1. Shadin Contributor says:
    স্ক্রিনশট দেখা যায় না কেন?
    1. Fahim Author Post Creator says:
      Trickbd তে সম্ভবত এডমিনেরা ডিলিট করে দিয়েছেন ভাই।।
    2. Shadin Contributor says:
      পোস্টটা কতদিন আগে করছিলেন?
    3. Fahim Author Post Creator says:
      যখন সর্বপ্রথম Trainer Request দিছিলাম।।। ৫-৬ মাস হবে।।।
  2. James.Bond.531 Contributor says:
    Bhai amr phone kingroot dia root Kora amr ki hobe
    1. Fahim Author Post Creator says:
      Wifi কানেক্ট করে ট্রায় করে দেখেন ভাই৷
  3. Nishit1122 Contributor says:
    huawei y511 u30 এ হবে ৪.২.২
    1. Fahim Author Post Creator says:
      Google it. available thakle paben.
      Google it=Search it ?
  4. Nasimuddin872 Contributor says:
    ভাই Symphony P9+ এর জন্য কোন কাস্টম রম হবে!!!
    খুব জালায় আছি।
    আর ভালো লাকছে না।
    1. Fahim Author Post Creator says:
      Amio i90 er jonno khujchi. Pacchi nah ? mee too bro. Jalay
  5. DreamStar RoNy Contributor says:
    [REQUEST] Symphony H200 4.4.2 er jonno Marshmallow or Lollypop ROM den plzz bro… Extremely Need
  6. sorif96 Contributor says:
    itel s11 ami korbo vai
  7. sorif96 Contributor says:
    root mobile amar hoba vai
    1. Fahim Author Post Creator says:
      same model hole obosshoi hobe
  8. Muhammad Motiur Rahman Mizan Contributor says:
    ভাই, আপনার এই রম কালকে ইনস্টল দিছি। সবকিছু ঠিকঠাক ছিল। বাট, এরপর ফোনে সিমকার্ড লাগানোর উদ্দ্যেশ্যে অফ করি। ব্যাস, আর দেখতে হয়নি। ফোনটা ব্রীকড। এখন অন করলে শুধু আসুস এর লোগো দেখাচ্ছে লোড নিচ্ছে। বাট দশ মিনিটেও আর চালু হচ্ছে না। উপরন্তু, ফোন অতিরিক্ত গরম হয়ে একসময় আবার বন্ধ হয়ে যাচ্ছে।

    পারলে একটু হেল্প করুন…???

    1. SutonnyMJ Contributor says:
      সরি, আমি আসলে এই রম ইনস্টল দিয়ে রুট করছিলাম। কিন্তু রুট করলেই কেন যেন এই রম ব্রীকড হয়ে যায়।
      পরে আবার রিকভারী মোডে গিয়ে পূণরায় একই রম ইনস্টল দিছি। এখন সব ঠিকঠাক, বাট রুট করা হবে না!

Leave a Reply