কেমন আছেন বন্ধুরা ? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছেন । আমিও ভালোই আছি । আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসম্ভব কল্পকথার অসাধারণ রোমাঞ্চকর কিশোর ক্লাসিক একটি গল্পের বই । এই বইটি আপনাদের ভালো লাগতে বাধ্য । |
বিস্তারিত তথ্য |
বইয়ের নাম | অদৃশ্য মানব |
লেখক | এইচ.জি.ওয়েলস |
অনুবাদক | আসাদুজ্জামান |
প্রথম প্রকাশ | মার্চ,১৯৮৪ |
প্রকাশনী | সেবা প্রকাশনী |
সাইজ | ৬.৪৪ মেগাবাইট |
পৃষ্ঠা সংখ্যা | ২৬৫ পৃষ্ঠা |
সাসেক্সের শান্ত নিরিবিলি গ্রাম আইপিংয়ে হঠাৎ কোত্থেকে উদয় হল অদ্ভুত দর্শন এক অতিথি । কনকনে বাতাস আর তুষারের ব্যাপক মাতামাতির মধ্যেই রেলওয়ে ষ্টেশনের ঢালু পথ ধরে নেমে আসে লোকটি । পা থেকে মাথা পর্যন্ত সমস্ত দেহ কাপড়ে মোড়া । শুধুমাত্র নাকের চকচকে ডগা ছাড়া লোকটির সম্পূর্ণ মুখ ঢাকা । “কোচ এন্ড হর্সেস” সরাইখানায় দর কষাকষি ছাড়াই আশ্রয় নিল সে । বের হয় না খুব একটা । তার ঘর থেকে ওষুধের শিশির ঠুংঠাং আর গোঙানির আওয়াজ পাওয়া যায় প্রায়ই । সরাইখানার বদ্ধ পারলারে সারাদিন কি নিয়ে মগ্ন থাকে সে ??? |
মি. বানটিং এর বাড়িতে চুর ঢুকে । কিন্তু কে চোর , দেখা যায় না কাউকে । টাকা-পয়সা আপনা-আপনি শূণ্যে ভেসে চলে যায় , যেন হাত পা গজিয়ে গেছে । কি হচ্ছে আইপিং-এ ??? চারিদিকে জল্পনা কল্পনা , চাপা উত্তেজনা । তারপর একদিন গ্রাম জুড়ে ছড়িয়ে পড়লো ত্রাস , মহা আতঙ্ক । ধীরে ধীরে উন্মোচিত হলো অত্যাশ্চর্য চমকপ্রদ এক কাহিনী । মানুষ জানতে পারলো “অদৃশ্য মানব” এর কথা । অসীম তার শক্তি, অনেক তার ক্ষমতা । সে তার ইচ্ছামত যা খুশি করে বেড়ায়। তাকে ধরার কোনো উপায় নেই । সে অদৃশ্য। |
সে কাহিনী যেমন বিচিত্র, তেমনই করুণ । পাঠকদের হাতে নিশ্চিন্তে তুলে দেয়ার মত ক্লাসিক । অসংক্ষেপিত, আসাদুজ্জামানের দক্ষ হাতের চমৎকার ঝরঝরে সার্থক অনুবাদ । দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন অসাধারণ কিশোর ক্লাসিক এই বইটি । |
পোষ্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন এবং TrickBD এর সঙ্গেই থাকুন। |
গুগলসার্চ করে খুঁজে পাওয়া যাবেনা এখন।
(!!!!!!!!!!!)
এই সিস্টেমে পোষ্ট করলে সার্চ করলে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
সকলের উপকারের জন্যই তো পোষ্ট করছেন।
তাই না?
তাহলে সকলে যেনো খুঁজে পায়,সেভাবে কেনো নয়?
কিন্তু আপনার মন্তব্যটা ঠিকমতো বুঝতে পারছি না। আগে যেভাবে করেছিলাম বলতে আপনি আসলে কোন পোষ্টের মতো বুঝাতে চেয়েছেন??? লিঙ্ক দিলে ভালো হতো।
যদি না থাকে,সমস্যা নেই। আমাকে PDF REVIEW এর একটা ভালো পোষ্টের লিঙ্ক দিবেন দয়া করে, আমি চেষ্টা করবো Follow করতে।
ভালো PDF REVIEW এর একটা লিঙ্ক দিন, না দিলে বুঝবো কিভাবে???
হাবিজাবি কোড ব্যবহার বন্ধ করুন।
নোটিশ পোষ্ট ভালোভাবে পড়লে আর এসব আজাইরা প্রশ্ন করার দরকার হতো না।
লাস্ট রিপ্লাই এটা।
ব্যস্ত আছি খুব।
রিভিউটা কোড ছাড়াই থাকা চাই।
সাদাকালো।
Posta osadharon hoise thank you
আসলে আমাদের কারোরই উচিত নয় অন্যের জিনিস বিনা অনুমতিতে ব্যবহার করা
কমেন্টের ব্যাকগ্রাউন্ড কি পরিবর্তন করা যা by coding
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
তবে দুয়েকবছর আগেই পড়েছি।
আপনিও তো অনেক বড় বইপোকা। কিছু বই আপনিও শেয়ার করুন ভাই ।
ধন্যবাদ।
এটা টেক সাইট।
তাই শুধু টেকনোলোজি বিষয়েই পোষ্ট করছি।
Ami already “la measurable” er review lekha shuru kore diyechi… bakiguluO dibo smy kore…
Onk Dhonnobad…..
kono Fb Expert thakle shara din,,
amar fb id name change korte request send korcilam,, tarpor amar id name verification Lock hoye gece,,, id submit korlam,, taO thik hocce na,, tarpor new id khullam,, 1 din por photo verify caice dilam,, but hoynai disabled hoy gece , ar ekta khullam taO photo verify caice,, ekono thik hoynai, ki kora jai
R post onujayi cmnt krar jnno onurOdh krchi…
Dhonnobad…
janon,,,kibabe nijer id– block / photo verify / disnable tekhe sara jiboner jonno dur korben…
Step.1 apnar browser temprty ba onno kono problem er karone egulo gotte… But aponak ja korte hobe ta holo login approbal.. Eti korle apponar login er jonno phone e code patano hobe. And code sara kaw aponar id log in korte parbena … Ar appne jodi kono block and photo verify hoy tokon ..apnar phone sms code patabe ar code ta dele apnar block ,photo verify kule jabe fb pere paben.. Photo selet korte hobena ,,code e kaz sesh …ayita ak bar hole code diye khulle ar kono din hobe na tar por appne login approbal decative korle problem nai .. Ki babe korbe go to settting and security . And goto security login ..tarpor tow facctor authencation setup koron kaz ses
or free http://free.facebook.com/feat.mizan
sob number pass diya id khula hoye gece,, tai ekon ar new id khular namber nai,,
khulle apnake knock korbo, tnx
do something
Apnar somossaTa bujhiye bolun arekTu….
অনেক দিন ধরে এই বইটি খুঁজছিলাম।
khusi hobo, tnx