• জিপি ইজিনেট সার্ভার ফ্রী ইন্টারনেট
বন্ধ হওয়ার পর অনেকেই দেখলাম ফ্রী
ইন্টারনেট বের করার প্রক্রিয়া জানতে
চেয়ে কৌতুহলী হয়ে উঠেছেন,,
আজকের লেখাটা মূলত তাদেরকে নিয়েই।।
তো, অনেকভাবে ফ্রী ইন্টারনেট
ব্যবহার করা যায়, বিভিন্ন আ্যপের সাহায্যে।
এগুলো হচ্ছে মূলত
Vpn (Virtual private network) আ্যপ।
এসব আ্যপের কাজ হচ্ছে সেগুলো বিভিন্ন
প্রক্রিয়ায় লোকাল আইএসপি (ইন্টারনেট
সার্ভিস প্রোভাইডার) এর ফায়ারওয়াল ফাঁকি
দিয়ে সরাসরি সার্ভারের সাথে নেট কানেকশন
দিয়ে দেয়, যার কারনেই মূলত আমরা ফ্রী
ইন্টারনেট ব্যাবহার করতে পারি।।
.
• বর্তমানে ফ্রী ইন্টারনেট ব্যবহারের
অন্যতম একটি পদ্ধতি হচ্ছে বাগ হোস্ট
ব্যাবহার করে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করা।
এ বাগ হোস্ট গুলো কিভাবে খুঁজে বের করবেন
এবং হোস্টের বাগ আ্যক্টিভ আছে কি নেই,
সেগুলো চেক করার খুঁটিনাটি
বিষয় নিয়েই আজকের টিউন।।
.
• কোনো সিম অপারেটর এর বাগ হোস্ট
খুঁজে বের করতে হলে আপনাকে আগে
ওই সিমের বিভিন্ন সার্ভারের ঠিকানা
জানতে হবে/খুঁজে বের করতে হবে।।
ধরুন আমাদের দেশের ৫ টি সিম অপারেটর
রয়েছে তারা গ্রাহকদের বিভিন্ন সুযোগ সুবিধা
দেওয়ার জন্য অনেক ওয়েবসাইট খুলে থাকে।
তে এই সাইটের সার্ভারগুলো খুঁজে বের
করবেন কিভাবে??
.
• সব সিমের ই একটা অফিশিয়াল
ওয়েবসাইট থাকে যেমন জিপি
সিমের ক্ষেত্রে www.grameenphone.com
রবির robi.com.bd
এভাবে সব সিমের অফিশিয়াল
ওয়েবসাইট আপনাকে জানতে হবে।।।
.
• ধরুন আপনি জিপি সিমের বাগ হোস্ট/আ্যক্টিভ
সার্ভার খুঁজে বের করবেন এক্ষেত্রে আপনাকে
এই ওয়েবসাইট টিতে যেতে হবে…
এখানে যাওয়ার পর
নিচের ছবির মতো দেখতে পাবেন।।।
সার্চ বক্সের লেখাটা কেটে দিয়ে কাঙ্খিত
সিমের অফিশিয়াল ওয়েবসাইটের
আ্যড্রেসটি দিবেন।।
নীচে ক্যাপচা আসবে ক্যাপচার
সংখ্যাটি সঠিকভাবে টাইপ করবেন
ক্যাপচা চাপার পর Check এ ক্লীক
করবেন।।।
এর পর নিচের ছবির মতো আসবে।।।
• এখান থেকে সবগুলো সার্ভার কপি করে
কোনো নোট আ্যপ এ সেভ করে রাখবেন।
.
এখন এখান থেকে আপনাকে খুঁজে বের
করতে হবে কোন আ্যড্রেস টিতে ফ্রীতে
ব্রাউজ করা যায় অর্থাৎ কোনো রকম
ব্যালেন্স কিংবা ডাটা চার্জ ছাড়া ফ্রীতে
প্রবেশ করা যায়।।
.
• সেই সাইট টিকে আলাদা করে রাখুন
এবার প্লেস্টোর থেকে Http Injector
নামের আ্যপটি ইন্সটল করুন।।
এরপর নিচের ছবির মতো
Tools এ ক্লীক করুন।
এরপর Host checker এ ক্লীক করুন,
ফাঁকাস্থানে ফ্রীতে
ব্রাউজ করা সেই আ্যড্রেসটি লিখুন।
Direct এ মার্ক করুন।।
.
এরপর আ্যড্রেসটি বসিয়ে চেক ক্লীক করুন
উদাহরনস্বরুপ এখানে আমি আপনাদের
www.grameenphone.com
বসিয়ে দেখাচ্ছি।।
যদি নিচের ছবির মতো আসে..
HTTP/ 1.1 301 Moved permanentlyConnection : Close
দেখায় তাহলে এ সার্ভার দিয়ে
ফ্রী নেট চলবে না।
আর যদি নিচের ছবির মতো..
HTTP/1.1 200 OkConnection: Keep Alive
দেখায় তাহলে সে সার্ভার দিয়ে
.
• তবে আপনাকে আগে অবশ্যই নিশ্চিত
করতে হবে সে সাইট ফ্রীতে ব্রাউজ হয় কিনা।
যদি কোনো সার্ভার দিয়ে কিছুদিন ফ্রী
নেট চালানোর পর কম্পানি সেটা ধরে
ফেলে এবং হোস্টের বাগ সারিয়ে ফেলে
তাহলে সে সার্ভার দিয়ে পুনরায় আর ফ্রী
নেট চালাতে পারবেন না।
.
• যাইহোক সার্ভার বের করার পর
এবার ফ্রী নেট চলে কিনা সেটা বের
করার পালা।।
এর জন্য আপনাকে প্লেস্টোর থেকে
WebTunnel Vpn আ্যপটি ইন্সটল করতে হবে।
সেটিং করে কানেক্ট করলে যদি কানেক্ট হয়
তাহলে আপনাকে কনগ্রাচুলেশন্স।।
• আপনি একজন ফ্রী নেট সার্ভার আবিষ্কারক।
• সার্ভার বের করার পর আপনি সে সার্ভার
বিভিন্ন Vpn আ্যপ যেমনঃ Kpn Tunnel,
Http injector, E- Proxy,E-Vpro, WebTunnel, Psiphon Handler ইত্যাদি বিভিন্ন Vpn দিয়ে
ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।।
• এটা হচ্ছে হোস্ট খুঁজে বের করার একদম
বেসিক টিপস, পরবর্তীতে সময় সুযোগ পেলে
এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার
চেষ্টা করবো।
• এই পোস্ট টি সম্পূর্ণ
শিক্ষামূলক
উদ্দ্যেশ্যে করা, অনুগ্রহ করে কেউ
নেগেটিভলি নিবেন না।
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
☞ যদি বুঝতে অসুবিধে হয় তাহলে নিচের
ভিডিওটি দেখতে পারেন আশা করি ভালো
লাগবে।
• সবাই সুস্থ্য থাকুন ভালো থাকুন
আল্লাহ্ হাফেজ।
আপনাকে অনেক ধন্যবাদ।
আর মোডেরেটর ভাইকে বলছি পোস্ট টি ডিলিট করবেন না প্লিজ।
আশা করি পোস্ট থেকে অনেকেই ভালো কিছু শিখতে পারবে।
প্রতারনা শুরু করে দিয়েছে…
ধোঁকাবাজদের থেকে বাঁচার জন্য সবার
বেসিক নলেজটুকু জেনে রাখা উচিত,
এমনটা ভেবেই পোস্ট টা করা।।
কাইন্ডলি যদি একটু বলতেন?
জিপিইজিনেট ব্যবহার এর সময় একটা সমস্যা ছিলো সেটা ভাই বলেনা।
mobile network setting এ বাংলালিংক রেজিস্টার করলে, আইপি ঠিক হতো।
আর হ্যা ভিপিএন আইপি এড্রেস এর কারনে কানেক্ট হচ্ছেনা।
ভাই আপনি যদি ফ্রিনেট এক্সপার্ট হন, তাহলে ফেসবুক দিয়ে দেখেনন কিছু করতে পারেন কিনা যেহেতু ফেসবুক ফ্রি চলছে।
ফ্রী নেট টার উপর ভিত্তি করে লিখেছি…
ইজিনেট এর সমস্যা টা একটু অন্যরকম
ভেবেছিলাম ওগুলো নিয়েও কথা বলবো।
পোস্ট বড় হয়ে যাবে, মেম্বার রা বিরক্তবোধ
করতে পারেন তাই অনেক কিছু স্কিপ করতে
হয়েছে।।
বত্ত্ব মন্তব্যের জন্য ধন্যবাদ।
দেখতে পারেন, অথবা চাইলে আমার ইউটিউব
চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।।
HasibNahar লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।
Go ahead …
Aro Advance kicu thakle share koren…
Sobai shikte parbe…
ধন্যবাদ মন্তব্যের জন্য।
বিস্তারিত বলেন।
but aj apnar post ta dakha sotti e valo laglo.
bcz process ta janar khub issa silo.
r apnak inspiration dayar jonno comment ta koro.. keep it up bro.???
নাহয় নীচে ভিডিও টিউটোরিয়াল আছে
দেখুন।।
tnx for the post…
তারা যদি কোনো ফ্রী সাইট দেয়,
আর সে সাইটে যদি কোনো বাগ থাকে তো…!!
d.facebook.com
x.facebook.com
ফ্রী চলে দেখেন তো কিছু করা যায় কি না?