আসসালামুআলাইকুম
অনেক দিন পর ট্রিকবিডি তে লিখতে বসলাম।
আজকে একটি খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখছি। আমরা অনেকেই আছি ডিজিটাল এই যুগে সময় কোন দিক দিয়ে যাচ্ছে তার কোন হিসেব পাই না।
অনেক সময় দেখা যায় মনঃস্থির করে রাখি আজকের দিন টা অনেক কিছু শিখবো, ভালো ভাবে কাজে লাগাবো… দিন শেষে দেখা যায় কাজের কাজ কিছুই হয় নাই… কিন্তু সময় ঠিক ই চলে গিয়েছে… কিন্তু আমাদের মূল্যবান সময় টা কোনদিকে দিচ্ছি সেটাই ভেবে পাই না…
এইভাবে আমরা প্রতিনিয়তই নষ্ট করছি মূল্যবান সময়…
বর্তমানে আমাদের সময় এর বেশীর ভাগ ই কাটে স্মার্টফোনে, দেখা যায় কাজে অকাজে আমরা স্মার্ট ফোন টা হাতে নিয়ে আছি… হয়তো কাজের কাজ কিছুই করছি না তবুও ফোন টা অন্যমনস্ক ভাবে হাতে নিয়েই স্ক্রুল করে যাচ্ছি ফেসবুকের হোম পেইজ টা… এ যেন এক অদৃশ্য দায়বদ্ধতা যেটা আমাদের কে ফোন হাতে নিয়ে সময় নষ্ট করতে বাধ্য করছে… কিন্তু এই সময় টা যদি আমরা নতুন কিছু শিখতে ব্যয় করতাম, নিজের স্কিল বারাতে চেষ্টা করতাম তাহলে সেটা আমাদের জন্য উপকার ই বয়ে আনতো… তাছাড়া অত্যাধিক স্মার্ট ফোন ব্যবহারে আমাদের সমাজে দেখা দিচ্ছে বাবা-মা এবং সন্তান এর মাঝে দূরত্ব বৃদ্ধি , পারিবারিক যোগাযোগে অনীহা সহ আরো অনেক ধরনের মারাত্তক সমস্যা, যেটা আমাদের ঘোটা সমাজকেই হুমকির মুখে ফেলছে।
আজকে আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি নিজের অজান্তেই কত্তো মূল্যবান সময় নষ্ট করছেন আপনার স্মার্টফোন নামক যন্ত্র টি দিয়ে।
অ্যাপটির নাম ~ App Usage
Playstore download link ~ App Usage – Manage/Track Usage
এই অ্যাপটি খুব ই উপকারী আপনার প্রতিদিনের ফোন ব্যবহার টার ট্র্যাক রাখার জন্য… আপনি বুঝতে পারবেন আপনার সময় এর কতটুকো অংশ আপনি স্মার্টফোন ব্যবহারে ব্যয় করছেন , কোন কোন অ্যাপ ব্যবহার করে আপনার সময় যাচ্ছে… আপনি কি আসলেই স্মার্ট ফোন টির মাধ্যমে কাজের কাজ কিছু করছেন না আজাইড়া টাইপ অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র সময় টাই নষ্ট করছেন এই সব কিছুর উত্তর ই পাবেন অ্যাপ টি ব্যবহারের মাধ্যমে…
প্রতিদিনের ফোন ব্যবহারের সার সংক্ষেপ ও চলে আসবে এক ক্লিকেই, দিনের কোন কোন সময়টা আপনি ফোনে দিচ্ছেন , কোন কোন অ্যাপে দিচ্ছেন সেটা ও বুঝতে পারবেন।
কিছু স্ক্রিনশুটঃ
কীভাবে ব্যবহার করবেন?
অ্যাপ টা চালু করার পর প্রথম বার কিছু পারমিশন চাব, সেগুলো ঠিক মতো দিয়ে দিন। তারপর আপনি নিজেই বুঝে নিতে পারবেন কীভাবে এটি কাজ করে। 😀
আশা করি অ্যাপ টা ব্যবহারে আপনার স্মার্টফোন এর উপর নিজের কন্ট্রোল আরো বাড়িয়ে দিবে এবং আপনার সময়কে ভালো ভাবে ব্যবহার করতে সাহায্য করবে।
সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন 😀
পোষ্ট টি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
can u,,plz,,,make,me,,,tume,
so that I can gift trickbd something new.
Now,I am a ssc candidate,,
That’s why I haven’t huge time,,for writing something new.
plzz make me tuner.
আর যেহেতু ট্রিকবিডিতে Rules and Regulations রয়েছে,,তাই তোমাকে Author হতে গেলে 3 টা মানসম্মত পোস্ট করতে হবে,,,,
I will try,,nxt tym.
After finishing my
SSC XM✌
আমাদের পোস্টগুলো কি রিভিউ হয?
না সুপারিশ ছাড়া হবেনা।কালের গর্ভে হারাবে।
✌
plssss Review My post…..and plssss author me…
প্লিজ রানা ভাই এটা একটু দেখবেন
আমরা বিষয়টি ভেবে দেখবো 😀
Ami 3 ti valo post koresi please review korennn
valo lagle amake Tuner Korben
Ami jototuku jani ar pari tototuku trickbd te diye jabo.
তিনটি কপিমুক্ত পোস্ট করার পর গতকাল Trainer Request দিয়েছি।
এখন কতদিন পর আমি Notice পাব?
একটা ফেইসবুক ট্রিক
আরেকটা গেম রিভিউ
আরেকটা এন্ড্রয়েড ট্রিক
কিন্ত ট্রেইনার রিকুয়েস্ট আপ্রুভ হয় নাই?
উপরে দেখলাম একজন ৩টা পোস্ট দিয়া অথর!! যার পোস্ট গুলা আমার পোস্ট এর মানের ধারে কাছেও যায় না।
তাই রাগে আমার পোস্ট গুলা ট্রাস করে দিসি।
আবারও ধন্যবাদ।
ট্রিকবিডিতে এখন আর এড শো করে না, বিষয়টি ভাববার মত। তাই এখন সাইটকে দাড় করাতে একটু পরিশ্রম করতে হবে। সাইটের ডেকোরেশন, মডারেশন, নতুন সিস্টেম, নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে।
তবে আমার আর টিউনার হওয়ার ইচ্ছা নেই।
আশা করি এইভাবে অন্য ট্রেইনার দের পোষ্টেও অনুপ্ররন মূলক মন্তব্য করবেন, যেটা সবাইকে সুন্দর পোষ্ট করতে অনুপ্রাণিত করবে ??
তিনটি কপিমুক্ত পোস্ট করার পর ২-৩ দিন আগে
Trainer Request দিয়েছি। প্লিজ দেখেুন।।।
প্লিজ পোস্ট গুলা রিভিউ করুন।
।
ট্রেইনার রিকুয়েস্ট ও করেছি।।
।
প্লিজ ভাই।।। আমার পোস্ট গুলা রিভিউ করুন।।
ভাইয়া … আমি চায় আমার পোস্ট গুলো দেখে বিচার করেন ট্রেইনার হতে পারব কি..??
ধন্যবাদ ভাইয়া.