HSC সকল অধ্যায় ভালভাবে পড়লেও ছোটখাট অনেক কিছু পড়া সম্ভব হয় না। এই কারণে বোর্ড পরীক্ষা অনুযায়ী ভালভাবে প্রিপারেশন নেয়া দরকার যাতে করে ভালভাবে পরীক্ষায় আনসার করা যায়। তার জন্য খুঁটিনাটি সকল বিষয় জানা প্রয়োজন।কোনো ভাল নোট থাকলে পরীক্ষার আগে সহজেই রিভিশন দেওয়া যায়। তাই আজকে আমার জিবনে দেখা সেরা নোট শেয়ার করছি আপনাদের সাথে।
[HSC Physics] ১ম পত্র এর অধ্যায় ১-৭ এর অসাধারণ নোট নিয়ে নিন, পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।[পিডিএফ]
জৈবযৌগ এর নামকরণ নিয়ে আর কোনো ভয় নেই এবার ১০০ পার্সেন্ট শেখা হবে নামকরণ তাও খেলতে খেলতে। Hsc 2020 পরীক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয়।
[HSC] Physics, Chemistry, Higher Math সকল পত্রের সকল সূত্র নিয়ে নিন একসাথে, পরীক্ষার্থিদের জন্য খুবই প্রয়োজনীয়।[PDF=54MB]
ট্রিকবিডিতে অর্জনকৃত জ্ঞানের বাস্তব প্রয়োগ এবং HSC 2019 All board Questions.[PDF=27.9MB]
একাদশ-দ্বাদশ শ্রেণীর যারা আছেন তারা পোষ্ট টি পড়ে দেখুন। আপনাদের কাজে লাগতে পারে।
[HSC Chemistry ] ১ম পত্র এর অধ্যায় ১-৩ এর অসাধারণ নোট নিয়ে নিন সাথে আরো কিছু বোনাস, পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।[পিডিএফ]
HSC বিজ্ঞান বিভাগে ১ম বর্ষে যারা আছে বা যারা পরীক্ষার্থি তাদের অনেকেরই হইত এই বইগুলো কাজে লাগতে পারে। তাই আমার একাধিক কালেকশন শেয়ার করলাম আপনাদের সাথে। প্রথমেই বলে রাখি এই বইগোলোর (PDF) জন্য কোনো ক্রেডিট আমি পাব না/ নিব না। সব ক্রেডিট তার যিনি এগোলো কষ্ট করে ইন্টারনেটে আপ্লোড দিয়েছেন। বইগোলো নেট থেকে নেয়া তাই আসল মালিক কে জানি না তবে এতটুকু জানি ( Tnvircox ) ভাইটির হাত রয়েছে, তিনিই হয়ত স্কেন করে বইগোলো আপলোড দিয়েছেন।
ট্রিকবিডিতে এর আগেও কিছু বই নিয়ে পোস্ট হয়েছে। যেমন: Riadrox আইসিটি বই নিয়ে করেছেন। আরো অনেকেই করেছেন।
কিন্তু তারপরেও আমি করার কারণ আমি এখানে ১ টি বা ২ টি বই নিয়ে পোস্ট করছি না। আর এখানে সবগোলো মূল বই নয়। এখানে বেশ কিছু Question bank/ Solution / Basics / Technique / Shortcut এই জাতীয় বই রয়েছে।আমার কালেকশনে টোটাল বই রয়েছে ২০ টি। এই বইগোলোর মধ্য কয়েকটি পুরনো বই যা হয়ত এখনকার সিলেবাসে নেই কিন্তু তবুও দিলাম যদি কারো কাজে লেগে থাকে। সব বই জিপ এ দিয়েছি এবং ফাইল্টির সাইজ ১৫০ এম্বি +.
কালেকশনে যা যা আছে—–
এতগোলো বই এর নাম দেয়া আমার পক্ষে সম্ভব হচ্ছেনা তাই আমি স্ক্রিনশট তুলে দিলাম। তা দেখলে বুজা যাবে ভেতরে কি কি আছে।
Quality :——
বই গোলোর কোয়ালিটি অসাধারণ। পড়তে কোনো অসুবিধা হবে না। নিচের কয়েকটি স্ক্রিনশট দেখলে বুজতে পারবেন।
আমার পোস্ট যদি কপি/রিপিট হয়েছে বলে মনে হয় আমাকে কমেন্টে প্রমাণ সহ জানান। আমি চায় এডমিনরা কিছু বলার আগে আমি ভুল সংশোধন করি।
সংশোধন
আমি যেহেতু বিজ্ঞান বিভাগের ছাত্র তাই এই সকল বই আমার কালেকশনে আছে এবং এই কারণেই সকল বই বিজ্ঞান বিভাগের এবং বাংলা+ইংলিশ যা কিনা সকল বিভাগেই রয়েছে। কমেন্টে আপনাদের মন্তব্যর জন্য ধন্যবাদ।
@Yasir_YCS
মোবাইলে যারা পড়াশুনা করতে চায়!!,বই কেনা থাকতেও,,,,,,,,এটা ফুললি Impossible,,,,এই অভ্যাস বাদ দেওয়া ভালো,,,এগুলো রাখবেন আত্নীয় বাড়ি বেড়াতে গেলে তখন,,,,নইলে চোখ তো যাবেই,তারপর সময় যাবে,,মনের ভেতর উসখুস করবে যায় একটু নেট চালায়????
Please….
Thanks…
আপনার হয়ত আরও বেশি আছে এই কারণে সাইজ বেশি হতে পারে। আমার প্রত্যক ফাইলের পাশে/নিচে সাইজ আছে দেখে নিতে পারেন। আর কপ্রেস এর ফলে সাইজ ৫০-৬০ এম্বি কমে গেছে।
Ar Ager Holeo Short Technique Er Download System Ace Ki Akn ?