আস্সালামু অালাইকুম


সবাই কেমন অাছেন, অাসা করি সবাই ভালো অাছেন কেননা Trickbd এর সাথে থাকলে সবাই ভালোই থাকে।

যাই হোক কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি, বুঝতেই পারতেছেন অাজ কি নিয়ে অালোচনা করবো।

তবুও বলছি…
.
অাজকের বিষয় টা হলো কি ভাবে গুন অংক করবো, ম্যজিক স্টাইলে, যেমনঃ ৪০x৫০=গুন করলে ২০০০ হবে। কিন্তু এভাবে অামরা করবো না। অামরা করবো ম্যাজিক সিস্টেমে যেমমঃ অাচ্ছা যেমন টা খাতা কলম নিয়ে এবং screenshot দিয়ে দিয়ে বুঝি দিচ্ছি তো যার যার টেবিলে বসে জান।
,
অামি টেবিলে বসে পড়েছি

.

Screenshot গুলো ভালো ভাবে ফলো করুন…



.
অামরা উপরে দুইটি করে সংখ্যা নিয়েছি অাপনারা যে যার মতো নিয়ে নিন, সংখ্যা ৫ টাও নিতে পারেন, ১০ টাও নিতে পারেন, অাবার অামার মতো ২ টা করেও নিতে পারেন।
.

উপরে দেখতে পাচ্ছেন অামি ২ টা সজা করে দাগ দিয়েছি ২টা দাগ দেওয়ার কারন হলো প্রথমে দেখুন দুই অাছে তাই অামরা দুইটা দাগ দিয়েছি
যদি ২এর জায়গায় ৫ থাকতো তাহলে অামরা ৫টা দাগ দিতাম।


উপরের নিওমে ২ এর পড়ে দেখুন ৩ অাছে তাই অামরা তিনটা দাগ দিয়েছি একটা বিষয় লক্ষ করুন দুইটা দাগ দেবার পর কিন্তু অামি একটু ফাকা রেখে তার পড় তিনটা দাগ দিয়েছি।

.
উপরের নিওমে দেখুন ৩ অাছে তাই অামি তিনটা দাগ দিয়েছি এবং তার পরে ২ অাছে তাই অামরা ২টা দাগ দিয়েছি।

এখন একটু খেয়াল করুন প্রথম ঘড়ে অাছে ৬ টা কানি এবং ২য় অাছে ৪ টা কানি ও ৩য় ঘড়ে অাছে ৯টা কানি এবং ৪র্থ ঘড়ে অাছে ৬টা কানি।

উপরের পিকটা দেখুন, ১ম ঘড়ের টা ১ম ই + করুন এবং ২য় ঘড়েরটা ৩য় ঘড়ের সাথে + করুন এবং ৪র্থ ঘড়ের টা ৪র্থই + করুন

.এবং যোগ করে যা হয় তা লেখুন যেমন ৪র্থ ঘরে +করে ৬ হয় তাই ৬লেখছি

এবার ৩য় অার ২য় +করুন ৩য় ঘরে ৯ হবে অামি ভুল করে ৬ দিয়েছি  সুতরাং ৯+৪=১৩
.
.তাহলে যে ঘড়ে যা অসবে সে ঘড়ে তা বসান
.

এবার মুল কাজ সবার Last থেকে শুড়ু করুন লেখা। ৪র্থ ঘড় থেকে শুরু করুন লেখা



৪র্থ ঘড়ে অাছে ৬ তাই অামরা ৬ লেখলাম



এবার ৩য় ঘড়ে অাছে ১৩ লেখবো তিন কারনঃ হলো ১০ এর উপরে যদি কনো সংখ্যা হয় তাহলে ডান এরটা লিখবো এবং বাম এ যে সংখ্যা থাকবে সেটা তার বামের সংখার সাথে যোগ হবে সুতরাং অামাদের ৩য় ঘড়ে অাছে ১৩ অামরা ৩ লিখবো এবং ১ নিয়ে তার বামের সংখ্যার সাথে যোগ করবো


তার মানে ১ম ঘড়ে ৬ অাছে তার সাথে অামাদের ১ যোগ করতে হবে তাহলে ৬+১=৭ তার মানে উত্তর হলোঃ ৭৩৬।

এবার কেলকুলেটর দিয়ে হিসাব করে দেখুন মিলে কিনা অামি একটা করে দেখাইলাম অাপনারা বুঝতে পারলে হাজার হাজার করতে পারবেন।

ধন্যবাদ

2 thoughts on "অাজ একটি ম্যাজিক অংক শিখবো, এবং এ ম্যাজিক শিখলে যত বড় গুন অংক হোক না কেন, অাপনি তা করতে পারবেন ৩০ সেকেন্ডে বিস্তারিত পোস্টে"

  1. Gangster Contributor says:
    Pohela boisak neya akta post koren please
    1. Md Parvez Hasan Contributor Post Creator says:
      Pohela boisak bujlam kinto kon bisoyer opor post korbo…???

Leave a Reply