এই অসাধারণ গেইম যারা খেলেননি তারা খেলে দেখুন।
দারুন এডভেঞ্চার পূর্ণ গেইম এটি। এই গেইম টি ২০১২ তে Windows এর জন্য বানানো হয় পরে তা Ios এবং Android এ পোর্ট করা হয়। গেইম টি এক কথায় দারুণ। গেইম টির গ্রাফিক্স আমাকে মুগ্ধ করে। গেইমটিতে সিপিউ/জিপিউ এর ঝামেলা নেই। সব ডিভাইসে চলবে। আর মজার কথা প্লে স্টোরে এটি পেইড হলেও ফ্রী তে ডাউনলোড করে আপনি এটি গুগল প্লে এর সাথে কানেক্ট করতে পারবেন।



Details+Link


১. প্লে স্টোর থেকে নিলে টাকা দিয়ে নিতে হবে।
২. যেকোনো সিপিউ ডিভাইসে খেলতে পারবেন।
৩. রেম মিনিমাম ১ জিবি হতে হবে। তাহলে কোনো প্রকার লেগ হবে না।
৪. সিপিউ/জিপিউ ঝামেলা নেই।
৫. লাইসেন্স ভেরিফিকেশন এর ঝামেলা নেই।
৬. সাইজ (apk+obb) 567 এম্বি।


Apk 19 Mb
Data 548 Mb
Play Store
সাইজ বড় হোয়ার কারণে নিজে আপ্লোড করে দিতে পারিনি। তাই Revdl এর পেজ থেকে লিনক কপি করে দিলাম। আশা করি ডাউনলোড এ কোনো প্রকার সমস্যা হবে না।

HACK


গেইম টি শুরু থেকে অনেক কঠিন।
তবে মজার। আপনি চাইলে ১ দিনেই গেইম ওভার দিতে পারবেন। গেইম খেলতে খেলতে যদি কোনো জায়গায় আটকে যান তাহলে ইউটিউবে গিয়ে Botanicula Walkthrough লিখে সার্চ দিন। পেয়ে যাবেন আপনার সলিউশন।
এই গেইম এ কোনো প্রকার কয়েন/জেমস ইত্যাদি নেই। যার ফলে হ্যক এর প্রয়োজন নেই।

YASIR-YCS


পোস্ট তারাতারি করার কারণে ভুল হতে পারে অনেক। তাই কোনো ভুল থাকলে নিচে কমেন্ট করুন।

7 thoughts on "[Botanicula Apk+ Data] এনড্রইড এ খেলুন। অসাধারণ গ্রাফিক্স সব ডিভাইসে চলবে।[Version 1.0.62]"

  1. Anik Contributor says:
    vai apnar phone e to game er jam lagce ?
    1. YASIR-YCS Author Post Creator says:
      হুম?
  2. Anik Contributor says:
    screenshot aro besi kore dile valo hoto
    1. YASIR-YCS Author Post Creator says:
      স্ক্রিনশট আগে তুলা ছিল পোস্ট করব বলে। এখন গেইম ওভার দিয়ে ডিলেট মারসি?
    2. Anik Contributor says:
      oh accha
  3. saronjit Contributor says:
    vai castle clans game ta ki online na offline
    1. YASIR-YCS Author Post Creator says:
      অনলাইন

Leave a Reply