Game Review


গেইমটি অসাধারণ। খেলে খুবই মজা পেয়েছি।
গেইমটি আমাকে পুরাতন নকিয়ার বাউন্স গেইমটির কথা মনে
করিয়ে দেই।

এই গেইম টিতে ৭৫ টি লেভেল আছে। এবং প্রত্যক ১৫ লেভেল পরপর একটি করে বস আসে এবং গেইম এর লেভেল চেইঞ্জ হয়। গেইমটি মোট ৫ টি অংশে বিভক্ত। প্রত্যক, অংশে ১৫ টি লেভেল। গেইমটি কন্ট্রোল করা একদমই সোজা। যারা খেলেননি তারা খেলে দেখুন আপনার এম্বি নষ্ট হবে না।

Download+Details


১. প্লে স্টোরে একদম ফ্রীতে পাবেন গেইম তাই লিনক দিলাম না।
২. গেইম টি খেলতে রেম/সিপিউ/জিপিউ নিয়ে কোন চিন্তা করতে হবে না।
৩. গেইমটি সকল ফোন/রেম এ চলবে।
৪. অনেক জায়গায় এর মোড ভারশন আছে, আমি সাজেস্ট করব তা না খেলতে।

Play Store 60 MB

HACK


গেইম টি চালু করলে আপনাকে ৫ টি লাইফ দেয়া হবে।
অর্থাৎ আপনি ৪ বার হারলে আরো ১ বার খেলতে পারবেন।
এবং যদি ৫ বারে লেবেল কম্পলিট করতে না পারুন তাহলে আপনাকে ২০ মিনিটের বিরতি নিতে হবে। কারণ এই ২০ মিনিটে আপনার লাইফ রিস্টোর হবে। যা খুবই বিরক্তিকর। তবে আপনি চাইলে টাকা খরছ করে অ্যাড ফ্রি এবং আনলিমিটেড লাইফ করতে পারেন। এতে গেইম এর মজা নষ্ট হয়।
লাইফ এর চিন্তায় গেইম খেল্লে গেইম অনেক মজা নিয়ে খেলা যায় এবং অনেক দিন খেলা যায়। তবে যদি অতিরিক্ত মজায় পড়ে যান তাহলে লাইফ এর চিন্তা না করে নিচের মত হ্যক করে খেলুন।

১. মোবাইল ডাটা/ ওয়াইফাই অফ রাখুন।
২. গেইম খেলা অবস্থায় লাইফ শেষ হলে গেইম মিনিমাইজ করুন।
৩. সেটিং এ গিয়ে মোবাইলের টাইম ২০ মিনিট বাড়িয়ে দিন অথবা ডেইট ১ দিন বাড়িয়ে দিন।
৪. রিসেন্ট থেকে গেইম এ ঢুকে দেখুন লাইফ রিস্টোর হয়ে গেছে।



উপদেশ


গেইম হ্যক করতে যাবেন না।

YASIR-YCS


পোস্ট তারাতারি করার কারণে ভুল হতে পারে অনেক। তাই কোনো ভুল থাকলে নিচে কমেন্ট করুন।

17 thoughts on "[Red Ball 4] অসাধারণ গেইম আপনার এম্বি নষ্ট হবে না, খেলে দেখুন। [গেইম রিভিউ+ ডাউনলোড লিনক]"

    1. YASIR-YCS Author Post Creator says:
      হুম
  1. hmjasim Contributor says:
    Vai ei games ta koto mb ?
  2. Ashikur Contributor says:
    ai game 2 bosor age khele ses korsi..
    1. YASIR-YCS Author Post Creator says:
      তখন লেবেল কিছু কম ছিল হয়ত।
  3. shrabon1122 Contributor says:
    aponar mobile nname ki and version and model.koto plz bolen plz plz bolen
    1. YASIR-YCS Author Post Creator says:
      Nokia Six
    2. YASIR-YCS Author Post Creator says:
      Android Oreo
    1. YASIR-YCS Author Post Creator says:
      Hmm
    1. YASIR-YCS Author Post Creator says:
  4. Md Fazla Rabby Contributor says:
    shotting game den
    1. YASIR-YCS Author Post Creator says:
      দেখি…..
  5. rsbablu Contributor says:
    Ato game kn vai apnar phn a??
    ki phn apnr?
    1. YASIR-YCS Author Post Creator says:
      Nokia?

Leave a Reply