কেমন আছেন সবাই, আশা করি ভালোই আছেন।
কোন কথা না,
আজ Gravity box নিয়ে আলোচনা করব।
অনেকেই এটা নিয়ে পোষ্ট করেছে, তাও আমি আবার করছি।
কারন সকল টিপস গুলো একেবারে শেয়ার করব।
যারা এখনো xposed install পারো নি তারা, রুট ক্যাটাগরি দেখে নাও। তাও যদি সমস্যা হয় আমাকে বলো পোষ্ট করে দিব। সহজ উপায়ে xposed install করা।
তো প্রথমেই যাদের Root and xposed আছে তারা xposed download module বা google থেকে ভার্শন অনুযায়ি ডাউনলোড করে ইস্টল দাও।
Android 4 to Android 7, No problem to install.
আগে থেকে থাকলে দরকার নাই।
তো শুরু করা যাক::
Go to Gravity box >> status bar tweaks>>signal cluster
* অনেক ফোনে 3G signal থাকে তো H+ Indicator দিয়ে H+ show করাতে পারবেন
* LET সিস্টেম ও একই 4G/LeT দেখাতে পারবে যদি থাকে।
* Disanle No sim icon দিয়ে যেটাতে সিম নাই সেটা হাইড করতে পারবেন।
GoTo Gravity box>>status bar tweak>>Statusbar color
* Enable status bar icon mark করে টাইম, নেটওয়ার্ক, ব্যাটারি কালার ও স্টাইল চেঞ্জ করতে পারবেন।
Goto Gravity box>>Status bar tweaks>> Notification drawer style
* Notification drawer background – custom image দিবেন।
তারপর set patriot image এ গিয়ে ফটো দিবেন।
Goto Gravity box>> statusbar tweak>> bettery style
* এটা দারা Bettery ইনফিকেটর style কেমন দিবেন টেক্সট সাইজ, ব্যাটারি বার সিলেক্ট করবেন। বিস্তারিত আপনি একাই বুঝবেন।
Goto Gravitybox>> statusbar tweak>> Clock setting
* Hide clock টাইম হাইড করে clock center এ নিতে center clock, second show করাতে show second
* Day format দারা দিন মাস কিভাবে দেখাবেন সেটা, আপনার পছন্দ মতো দিবেন।
* কত সপ্তাহ দেখাতে show day of week. দিবেন
* সাইজ ইচ্ছা মত দিবেন।
NB: আমার সেটিং অনুযায়ি করতে পারেন, স্ক্রিনশট এ আমার স্টাটাস বার দেখেন।
Goto Gravity box>> statusbar tweak>> Data monitor
* নেট স্পিড শো করাবেন, Data trafiq monitor style যেটা ভাল লাগে সেটা দিন। Mobile data unmark ই থাকবে, আপনি পজিশিন ও সাইজ ইচ্ছা মতো চেঞ্জ করে নিন।
Goto Gravity box>> Power twaks>>
* Disable power button on lockscreen ওটা যেমন আছে তেমন ই থাক,,,
screen shot in power menu এটা মার্ক করতে পারেন, পাওয়ার বাটন দিয়ে স্ক্রিনশট নেয়া যাবে।
* Low bettry sound, Charging sound, Plug out and in sound আপনার ভালো লাগ্লে দিতে পারেন।
* ব্যাটারি সেভার চালু হলে স্টাটাস বার ও লাইট জ্বলে Disable bettery saver indictor ও Disable LEd flashing দ্বারা সেটা বন্ধ করতে পারবেন।
Goto Gravitybox>>Dispaly tweak>>
* Brightness ঠিক করতে পারবেন
* All rotate দ্বারা যেকোন দিকে রোটেট করতে পারবেন। কোন একদিকে শুধু নয় সব দিকেই রোটেট হবে।
Goto Gravity box>> Navigation key action>>
* এটা দিয়ে আপনার মেনু, হোম, রিসেন্ট বা ব্যাক বাটন এ কমান্ড দিতে পারবেন।
যেমন: আমাই আমার ফোনে মেন্য কিতে লং প্রেস এ স্ক্রিন ওফ দিয়েছি, হোম বাটন এ স্ক্রিনশট এবং ব্যাক বাটনে পাওয়ার মেনু।
আপনি ওয়ান ট্যাপ, লং প্রেস বা ডাবল ট্যাপ এ আপনার পছন্দের সেটিং বসাতে পারবন।
Goto Gravitybox>> Miscellancious tweaks>>
* কিবোর্ড ফুল স্ক্রিন হয়ে গেলe disable full scren দ্বারা ডিসেবল করা যায়।
* Enable screenshot delete দ্বারা স্ক্রিনশট নিলে তা ডিলেট করা যায়। ওনেক ফোনে সেটা সিটেম থেকেই দেয়া থাকে।
Goto Gravity box>> Navigation key>>
Navigation key tweak থেকে ভলিউম কি অপশন খুজে সেখানে নিচের মতো সেটিং করুন।
এটার মাধ্যমে পাওয়ার বাটন নষ্ট হলে ভলিউম বাটন দিয়ে স্ক্রিন ওন করা যাবে।
আমার প্রয়োজনীয় সকল সেটিং এর রিভিউ।
ধন্যাবাদ, সাথে থাকার জন্য।
But jananor jonno Tnx
Egula thakle onk feature and style pabe phone e, Full authority access paben
আমি মোটামুটি রকমভাবে একটা করেছিলাম এই বিষয়ে।
আমার প্রোফাইলে দেখুন।
ট্রিকবিডিতেই আছে সব।
সার্চ করলেই পাবেন।
আমিও শেষবার img ফ্ল্যাশ দিয়েছিলাম।
আপনিও ভালো করছেন।
এভাবেই চালিয়ে যান।
so You have to root must
Free basic kaj kore na