আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
অসংখ্য সাপোর্ট টিম কে আমাকে অথর করার জন্য।আল্লাহ যেন তাদের ভালো করেন এবং ট্রিকবিডিকে বাংলাদেশের ১ নং টেক ওয়েব সাইট বানার তৌফিক দান করেন।আমিন।
পোস্টের বিষয়ঃ
জাভা ফোনে যেকোন facebook অ্যাপ দিয়ে ফ্রিতে চালাতে পারবেন(ছবিসহ)।আর হ্যাঁ এটা সব সিমেই চলবে।আমি ৮-৯ জন এর জাভা মোবাইলে চালানোর পর পোস্টটা করছি।যাতে কেউ বিপথগামী না হয়।কাজটি আপনাদের অবশ্যই ধৈর্য ধরে করতে হবে।প্রথম বার ঢুকার সময় ৪-৫ মিনিট সময় নিতে পারে।এসময় ধৈ্য ধরতে না পারলে কিছু করার নেই।প্রথমবার লগইন এ শুধু এ সময় লাগবে পরবর্তীতে লাগবেনা।
প্রথম ধাপঃ
এজন্য আপনাদের নিচের দেওয়া অ্যাপ টা Download করে নিন।
Direct ডাউনলোড লিংঙ্ক——-(Google Drive)
Direct নয়——-
এই অ্যাপ না কাজ হলে যেকোন Fb lite.jar লিখে সার্চ দিয়ে নামিয়ে নিবেন।www.phonkey.com/java software লিখে সার্চ দিয়ে আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী নামিয়ে নিবেন।এককথায় জাভা যেকোনো Facebook. jar অ্যাপ দিয়েই কাজটি করা যাবে।শুধুমাএ ব্রাউজারে করা যাবে না।
তারপর স্কিনসর্ট অনুযায়ী কাজ করুন
এবার আপনার ইমেল/মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে Log in করুন।
Log in হবে না এইরকম আসবে
এবার কেটে দিন।মানে সম্পূর্ণ বেরিয়ে যান।দিয়ে আবার ওই অ্যাপে প্রবেশ করুন।এবার এই রকম আসবে।Find Friends এ ক্লিক করুন।
এরপর এই রকম আসবে
Read user data চাইবে। ok করবেন।কিন্তু কাজ হবে না।তাই পুনরায় সম্পূর্ণ ভাবে কেটে দিন।আবার ঐই অ্যাপে প্রবেশ করুন।দেখুন চলে এসেছে।এখন direct লগইন হবে।দেখুন ছবি দেখা যাচ্ছে। তো চালাই তে থাকুন।
মাঝে মাঝে Reconnect হতে পারে।তাই আবার কেটে দিয়ে পুনরায় প্রবেশ করুন।
দেখুন আমার MB নাই।
যেকোন সিমেই চলবে
তো আজ এ পযন্তই।
১ম পোস্ট তাই ভুল ভ্রান্তি হতে পারে।তাই সকলে ক্ষমা করে দিবেন।আর কয়েকদিন পর hsc পরীক্ষা তাই হয়ত কিছুদিনের জন্য আসতে পারবোনা।ভালো পোস্ট পেলে আপনাদের কাছে অবশ্যই নিয়ে হাজির হব।
আল্লাহ হাফেজ
শুধু তো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সুবিধা নিবে তাই তো তো নয়।তাদের তো অনেক শখ আছে।
Nice Post! 🙂
এই অ্যাপ এর সাহায্যে পারবেন।
তবে জাভা অ্যাপ গুলো টাচস্কিন সাপোর্টেড হতে হবে।
এটা play store এ পাবেন না।Google এ সার্চ দেন।
Kaj korbe naki?
Thanks for your comment.
ur fb id?