আশাকরি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
আর ভালো থাকবেন নাই বা কেন?
কারন Trickbd এর সাথে থাকলে সবাই ভালো ই থাকে।

তো বন্ধুরা টপিক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে চিরদিনের জন্য আপনার গুরুত্বপূর্ণ তথ্য, ফাইল (contact Audio,video, photo, record), এছাড়াও বিশেষ করে গুরুত্বপূর্ণ notes সংরক্ষণ করবেন।
So বন্ধুরা আমরা ৯০ শতাংশ মানুষ প্রায় সবাই google এর সাথে পরিচিত।

তাই আমরা অনেকেই google drive,Docs, sheets এ তথ্য সংরক্ষণ করে রাখি।
আজ আমরা খুব সহজেই এসকল কিছু ই
আবার একটি app এর মাধ্যমে সংরক্ষণ করব।
এ app টি আবার google এর।
এ app এর বিশেষ গুন হলো কোনো রকমের uploading চার্জ লাগে না।
নিমিষেই আপলোড করে রাখা যায়।

আর তাই সহজেই gmail এর মাধ্যমে সমস্ত , Contact ,file , documents সংরক্ষণ করতে পারবেন তাতে আবার সময় ও সেট করতে পারবেন।

যদি আপনার ফোন হাড়িয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবুও আপনি gmail এর মাধ্যমে সমস্ত Contact,file ফিরে আনতে পারবেন।

তো কিভাবে কোনটেক নং ,ফটো,ফাইল যুক্ত করবেন এর সমস্ত প্রসেস আমি নিচে দেখাচ্ছি।
প্রথমে google playstore থেকে Gnotes
app ডাউনলোড করুন।৪ মেগাবাইট

অথবা নিচে directly playstore লিঙ্ক দেওয়া হয়েছে।

Download Here

ডাউনলোড করা হয়ে গেলে অপেন করুন।

এখন Sign up,sign in অথবা gmail sign up করুন।



ব্যাস আমাদের app প্রসেস এর কাজ শেষ।
এখন ব্যবহার করার জন্য কি করব তা জানব।
এখন + চিহ্নিত স্থানে ক্লিক করুন।
ক্লিক করে আপনার তথ্য ,বা ফাইল যুক্ত করুন।

নিচের দেখানো ছবির মতো।

তথ্য গুলো আপনার মতো করে লিখুন।


সময় সেট করুন যদি ইচ্ছা করে।


যেকোনো ফাইল যুক্ত করতে এটাচ করুন।

ফাইল কিসের ওপর তা নির্বাচন করুন।

আর হ্যাঁ Contact যুক্ত করার সময় দেশ কোড সহ তুলবেন। তাহলে সহজেই সেখান থেকে কল এসএমএস করতে পারবেন।


এতে আপনার সিম বা মোবাইল ফোন যদি হাড়িয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবুও আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট এর মাধ্যমে সমস্ত তথ্য ফিরে আনতে পারবেন।
আমার গুলো দেখুন।


আর হ্যাঁ কেন আপনি app টি ব্যাবহার করবেন।

ধরুন আপনার ২-৩ টি , ফেইসবুক,payza, Skrill,Perfect Money,coinbase account আছে।
আর একাউন্ট গুলো কিন্ত খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আর তাই আপনি এর মেইল, পাসওয়ার্ড, এছাড়াও user এর address,member id ,mobile pin ইত্যাদি খাতায় লিখে রাখেন।
আর সব সময় তো আপনি খাতা বা নোটবুক সাথে নিয়ে থাকেন না।
তো তখন কি করবেন?
আর সে জন্যই এ Gnotes এ আপনি এগুর সমস্ত তথ্য সংরক্ষণ করে রাখতে পারেন। এবং drive এর মাধ্যমে pdf আকারে নিতে পারবেন।

আর ফোন নং তো হাড়ালে তো আমাদের নিজেদের খুব বিপদে পড়তে হয়।
আর এই contactনং সহজেই notes করে রাখলে আর হারানোর ভয় নেই।

তো বন্ধুরা আজ আমরা যাই আলোচনা করলাম তা নিশ্চয় বুঝতে পেরেছেন।
আর মানুষ মাত্রই ভুল করি যদি ভুল হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর সমস্ত ক্রেডিট Trickbd কে দিবেন।

22 thoughts on "Contact Documents,File ইত্যাদির আর হারানোর ভয় নেই।এখন ফোন, সিম নষ্ট হলেও সমস্ত Contact,File ফিরে আনতে পারবেন। (বিস্তারিত ভেতরে)"

    1. Online Tipser Contributor Post Creator says:
      ? thanks
  1. Junayed.hasan Contributor says:
    wow …. Drive ar moto ..Tai na.?,,,,,,,,, Osthirr post bro. ..ALL thE bEsT
    1. Online Tipser Contributor Post Creator says:
      Thanks for your important complement.
      U R most welcome
  2. Junayed.hasan Contributor says:
    Apnake abar O Thanks brO ?
    1. Online Tipser Contributor Post Creator says:
      আপনাকেও
  3. কাব্য Author says:
    valo mato kaj kore na
    1. Online Tipser Contributor Post Creator says:
      Thanks your comments.
      ভাইয়া Desktop mode করে করুন অবশ্যই হবে
    2. কাব্য Author says:
      Desktop mode on করবো কোথা থেকে
    3. Online Tipser Contributor Post Creator says:
      দুঃখিত ভাইয়া।
      অন্য পোস্ট এর রিপ্লাই দিয়ে দিয়েছি।
      আপনার ভালো কাজ এর জন্য app এর ওপর ! চিহ্নটি তে ক্লিক করুন
    4. কাব্য Author says:
      আমারও একই হয়েছে ভাই
      comment করবো এক পোস্ট এ করে ফেলেছি এক পোস্ট এ
      sorry
    5. My_idiea Contributor says:
      ?????
  4. Online Tipser Contributor Post Creator says:
    তাহলে ঠিক আছে? আমরা দুজনে sorry
  5. IMDAD SHUVRO Author says:
    নাইস পোস্ট
    1. Online Tipser Contributor Post Creator says:
      Thanks vaia
    1. Online Tipser Contributor Post Creator says:
      ?
  6. My_idiea Contributor says:
    good post bro
    1. Online Tipser Contributor Post Creator says:
      Thanks vaia
  7. Md.Abid Perves Author says:
    ভাই আপনি দেখছি আমার gif কপি করছেন।????
    1. Online Tipser Contributor Post Creator says:
      Vaia apnake dhonnobad
  8. Online Tipser Contributor Post Creator says:
    Thanks for everything

Leave a Reply