এসইও টাইটেল ট্যাগ খুবই গুরত্বপূর্ন প্রতিটি ওয়েব পেজের জন্য। যা প্রত্যক ইউজারকে এবং একই সাথে সার্চ ইঞ্জিন উভয়কে নির্দেশ করে বা বলে দেয় যে ঐ পেজের মধ্যে কি আছে অর্থ্যাৎ একটা টাইটেল একটা পেজের সরাংশ অথবা এর বিষয়বস্তু। আপনার পেজের টাইটেল ট্যাগ হতে সম্পূর্ণ আলাদা অন্য ওয়েবসাইট থেকে। এটা হবে এমনভাবে হবে এই টাইটেল ট্যাগটি অন্য আপনার সাইটের আর অন্য কোন সাইট অথবা পেজের টাইটেলের সাথে যাহাতে কোনভাবেই মিলে না যায় সেই দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অর্থ্যাৎ এই ট্যাগটি হবে সম্পূর্ণ ইউনিক এবং এবং অবশ্যই নির্ভূল।
এসইও টাইটেল ট্যাগ টিউটোরিয়াল
কোন ব্যবহারকারী অথবা ইউজার যখন যে কিওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করবে এবং সেই নির্দিষ্ট কিওয়ার্ডটি দিয়ে যদি সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে বোল্ড আঁকারে দেখায় তাও যদি আবার পেইজের সম্পূর্ণ টাইটেলটি তাহলে আপনি সহজেই ভেবে নিতে পারেন আপনার সাইটের ট্রাফিক বহুগুন বেড়ে যাবে। পেইজের টাইটেল ট্যাগ সবসময় এমনভাবে দিতে হবে যেটার সাথে পেজের আপনার কনটেন্টের অনেকটা মিল রয়েছে। বেশী লম্বা টাইটেল ট্যাগ দেওয়া মোটেও উচিৎ নয় এবং এতে অনেক অপ্রয়োজনীয় শব্দ টাইটেলে চলে আসে আর তা অনেক বড় টাইটেল হলে সার্চ ইঞ্ঝিন গুগল এর সম্পূর্ন দেখায় না বরং তার কিছু অংশ সার্চ রেজাল্টে দেখায়। বেশী ভালো আপনার পেইজ টাইটেল হবে ছোট প্রাসঙ্গিক এবং তথ্যবহুল।
meta tag হবে ৫০-৬০ Characters এবং meta description হবে ১৫০-১৫৬ Characters এর মধ্য
মেটা () ট্যাগ এবং “meta description” এ পেইজে কি আছে তার সম্পর্কে সবসময় সংক্ষেপে লিখতে হবে। এই ট্যাগের মাধ্যমে যেকোন সার্চ ইঞ্জিন খুব সহজেই বুঝতে পারবে আপনার পেইজটি কিসের এবং এটাতে কি আছে। এই বর্ণনা খুব বেশী বড় না করে ১/২ লাইনের মধ্য তা সীমাবদ্ধ রাখাই ভালো। নিচের ছবিটি শেয়ার করলাম যাহাতে সবার বুঝতে সুবিধা হয়ঃ
Plz Visit My Site>>>KingPost.Tk<<<