আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি সবাই অনেক ভাল আছেন।
আর আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
বরাবরের মতো আজকেও দারুন কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে হাজির হয়ে গেছি।
এই পোস্টে আপনাদের কয়েকটি গুগলের তৈরি করা অ্যান্ড্রয়েড অ্যাপের কথা বলব।
যে অ্যাপগুলো অজানা বললেই চলে হয়তো ঐ অ্যাপ গুলা কি এবং এর কাজ কি তা হয়তো আপনারা আজও জানতে পারেননি।
তাহলে চলুন শুরু করা যাক।
১ নাম্বারে যেই অ্যাপটির কথা বলবো তার নাম PhotoScan।
এখন বলা যাক এই অ্যাপটির কি কাজ।
ছবির প্রিন্ট থেকে ডিজিটাল কপি করতে পারে এই অ্যাপ।
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আড়াল করা যায় ফ্লেয়ার ।
এছাড়াও নিজের মতো এডিত করতে পাআরবেন ফটোস্ক্যানের মাধ্যমে।
আপনার যদি এই অ্যাপটি কোন কাজে আসে তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
২ নাম্বারে যে অ্যাপটির কথা বলবো তার নাম Arts and Culture।
এখন দেখা যাক এই অ্যাপটির কাজ কি।
শিল্পীদের জন্য আশীর্বাদ এই অ্যাপ।
এই অ্যাপে আপনি নিয়ে নিতে পারবেন ভার্চুয়াল ট্যুর।
এছাড়াও এই অ্যাপে দেখে নিতে পারবেন কাছের শিল্পকর্ম।
অ্যাপটি আপনার যদি কোন কাজে আসে তাহলে ডাউনলোড করে নিন।
৩ নম্বরে এ যে অ্যাপটির কথা বলবো তার নাম Google Classroom।
দেখা যাক অ্যাপটির কাজ গুলা।
এই সার্ভিস শিক্ষক ও ছাত্রদের মধ্যে যোগসূত্র স্থাপন করার কাজ করে। নিজেদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আপডেট করা যায় এই অ্যাপে।
ফলে যাতায়াতের পথেও সসেরে নেওয়া যায় হোমওয়ার্কের কাজ।
৪ নম্বরে এ যে অ্যাপটির কথা বলবো তার নাম Wallpapers।
এই অ্যাপটির কাজ গুলো দেখা যাক।
অ্যানড্রয়েডের অন্যতম প্রধান আকর্ষন অবশ্যই ওয়ালপেপার আর লঞ্চার সেট করার ক্ষমতা।
এই অ্যাপে রয়েছে অসংখ্য হাই কোয়ালিটি ওয়ালপেপার।
এছাড়াও রোজ ওয়ালপেপার শাফল করা যায় এই অ্যাপের মাধ্যমে।
অ্যাপটি আপনার যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করে নিন।
৫ নম্বরে এ যে অ্যাপটির কথা বলবো তার নাম Datally।
এই অ্যাপটির কাজ গুলো দেখা যাক।
যদি আপনার ফোনে ডাটা ফুরিয়ে যাওয়ার চিন্তা থাকে তবে এই অ্যাপে আপনি মনিটার করতে পারবেন আপনার ফোনের ডাটা ইউসেজ।
অ্যাপটি আপনার যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করে নিন।
৬ নম্বরে এ যে অ্যাপটির কথা বলবো তার নাম Google Keep।
এই অ্যাপটির কাজ গুলো দেখা যাক।
সংক্ষেপে এটি একটি মেমো অ্যাপ। এক অ্যাপে একই সাথে আপনি সেভ করতে পারবেন নোট, রিমাইন্ডার বা লিস্ট।
অ্যাপটি আপনার যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করে নিন।
৭ নম্বরে এ যে অ্যাপটির কথা বলবো তার নাম Files Go।
এই অ্যাপটির কাজ গুলো দেখা যাক।
এটি একটি খুব সাধারন ফাইল ম্যানেজার।
এই অ্যাপ আপনাকে ফোনের মেমোরি ক্লিন রাখনে সাহায্য করে।
অ্যাপটি আপনার যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করে নিন।
৮ নম্বরে এ যে অ্যাপটির কথা বলবো তার নাম Opinion Rewards।
এই অ্যাপটির কাজ গুলো দেখা যাক।
এই অ্যাপ দিয়ে আপনি নিজের ফোন থেকে রোজগার করতে পারবেন।
লোকাল গাইড হয়ে, বা সার্ভের উত্তর দিয়ে আপনি টাকা রোজগার করতে পারবেন।
এই টাকা আপনি কগরচ করতে পারবেন গুগুল প্লে স্টোর, বা প্লে মুভি বা গুগুলের অন্য যে কোন সার্ভিসে।
৯ নম্বরে এ যে অ্যাপটির কথা বলবো তার নাম Google Fit।
এই অ্যাপটির কাজ গুলো দেখা যাক।
অনেকেই হয়তো শুনেছেন এই অ্যাপের কথা।
এই অ্যাপ আপনার সব মুভমেন্ট ট্র্যাক করে।
দেখে নিতে পারবেন আপনি কতটা হেঁটেছেন বা কতটা সাইকেল চালিয়েছেন।
এছাড়াও ওয়ারেবেল ডিভাইসের সাথে লিঙ্ক করা যায় এই ডিভাইস।
অ্যাপটি আপনার যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করে নিন।
সর্বশেষ যে অ্যাপটির নাম বলব তার নাম Google Trips।
এই অ্যাপটির কাজ গুলো দেখা যাক।
আপনার ঘুরতে আওয়ার সব তথ্য এবার সেভ করে রাখা যাবে অফলাইনে। এছাড়াও এই অ্যাপ আপনাকে সাজেস্ট করবে আপনার আর কোথায় ঘুরতে যাওয়া উচিৎ।
অ্যাপটি আপনার যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করে নিন।
বন্ধুরা এটাই ছিল আজকের পোস্ট আশাকরি আপনাদের পোস্ট টি অনেক ভালো লেগেছে।
তো আজ এপর্যন্তই দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে ততক্ষণ ভাল থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই।
নিজের নামে ওয়েবসাইট তৈরি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন | বিস্তারিত এখানে পড়ুন।
Visit wWw.MastyBD.Mobi
Very Very Good Apps
এগুলোর কথা কম বশি সবাই জানে, তাই লুকিয়ে থাকা অজানা এপ এর কিছু নাই।
আর Opinion Rewards এপ বাংলাদেশে ইউজেবল না।