প্রথমে আমার সালাম নিবেন। আশা করি সবাই ভালোই আছেন।
আজকের পোষ্টটি হচ্ছে কিভাবে Facebook এ নীল কালারে পোষ্ট করতে হয়।
Facebook এ নীল কালারে পোষ্ট করতে তেমন কিছুই লাগবে না। এই ট্রিক এ # ব্যাবহার করতে হবে না। শুধু একটি কোড ব্যাবহার করতে হবে।
আমি opera mini দিয়ে এই ট্রিকটি ব্যবহার করেছি তাই অন্য brouser এ এই ট্রিক কাজ করবে কিনা তা সঠিকভাবে বলতে পারলাম না।
শুরু করা যাক আজের টিউনটি………
প্রথমে opera mini তে Facebook Id লগিন না থাকলে লগিন করে নিন। তারপর profile এ যান।
প্রোফাইল পিক এ ক্লিক করুন
এড্রেস বারের লিংক থেকে Id code টা কপি করুন। এড্রেস বারের লিংক এর Fb id code এর পরের কোডটি হলো Id code
Id code টা অনেকটা এরকম 10008537…….
এখন পোষ্ট করার পালা
এখন প্রোফাইল এ গিয়ে পোষ্ট বক্সে নিচের কোড টি লিখুন
@@[0:[id code:1:Your post]]
@[id code:0]
Id code এর জায়গায় আপনার প্রোফাইল Id code টি বসিয়ে দিন আর Your post এর জায়গায় যা পোষ্ট করতে চান তা লিখুন। এর পর পোষ্ট করুন। দেখবেন নীল কালারে পোষ্ট হয়ে গেছে।
কিছ অসুবিধাঃ এই ভাবে পোষ্ট করলে পোষ্ট এ লাইন ব্রেক দিলে তা কাজ করবে না। আর পোষ্ট এর শেষে আপনার Facebook Id এর নাম Show করবে।
আজ এ পর্যন্তই। কোথাও সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। আর পোষ্টটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট এ মতামত জানাবেন এবং কোথাও ভুল হলে ক্ষমা করবেন।
Thanks for comment……
Thanks for comment……
+ta kete diben
এখানে [ এইটার পরিবরতে < এইটা টিক উল্টো অইটা + কেটে দিবেন
Thank you for sharing