আজকের বিষয়
আজকের বিষয়: “[Tune] যেভাবে আপনার জাভা ফোনে Zip ফাইল Extract করবেন খুব সহজেই_With_Sshot”. আশা করছি আপনারা সম্পুর্ণ পোস্ট ভালোভাবে পড়বেন।
টপিক বিষয়ক কিছু কথা
আমি জানি আপনারা অনেক ভদ্র ও অনেক জ্ঞানি। মানুষ বলতেই ভুল হয় তাই আমার পোস্টে কোথাও ভুল দেখলে ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন। আর মনে রাখবেন ব্যবহার ই কিন্তু বংশের পরিচয়।
চলুন এখন আমরা কাজে চলে যাই
আমাকে ফেসবুকে অনেকে Request করেছিলেন যে জাভাতে কিভাবে Zip ফাইল Extract বা Unzip করবেন। তাই আজকে আপনাদের সকলের কথা ভেবে আজকে Sshot সহ Tutorial টা নিয়ে হাজির হলাম।
এই কাজ করতে যা যা লাগবে:
১. প্রথমে আপনারা Windows 8 By Mr Perfect.jar এই এপস টা Download করে Install করে নিন। [Uc দিয়ে Download দেওয়ার চেষ্টা করবেন]
৩. একটু মনোযোগ আর কিছু ধৈর্য হলেই চলবে।
এখন আপনারা নিচের মতো দেখে কাজ করুন:
প্রথমে Windows 8 এপস টা Open করুন। তারপর ভাষা Select করুন। এখন Memory তে যান। আপনার Zip ফাইল টা Open করুন। তারপর আপনি * চেপে যে যে File Extract করবেন সেগুলো Select করুন তারপর Menu তে ক্লিক করুন। তারপর প্রথমটা Select করুন। এখন আপনি যে ফোল্ডারে Extract করবেন সে Folder এ যান। এখন Menu তে যান। তারপর Extract Here এ ক্লিক করুন। দেখুন Extract এ হচ্ছে। ব্যস Extract হয়ে গেছে
এখন Sshot গুলো দেখুন ব্যস কাজ শেষ।
পরবর্তিতে আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে হাজির হব। আর আপনারা কি বিষয়ে Post চান Just কমেন্ট করুন। আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব।
বিশেষ একটা কথা
আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরও যদি কোথাও না বুঝে থাকেন। অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব।
ধনবাদ বার্তা
আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আর ট্রিকবিডির সাথেই থাকবেন।
20 thoughts on "[Tune] যেভাবে আপনার জাভা ফোনে Zip ফাইল Extract বা Unzip করবেন খুব সহজেই_With_Sshot"