Prevent Running ব্যাবহার করে আপনার রুটেড ডিভাইসে পান ২ গুণ বেশি স্পিড এবং ব্যাটারি লাইফ।
আসসালামুয়ালাইকুম। আশাকরি সবাই পরম করুণাময় দয়ালু স্ট্রোষ্টা প্রতিপালক এর দয়াতে ভাল আছেন। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের রুটেড এন্ড্রোয়েড ডিভাইস কে দ্বিগুণ ফাস্ট করবেন+ দ্বিগুন ব্যাটারি লাইফ পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন কাজে আসা যাক।
শুরুর আগে কিছু কথাঃ
১। এটি মোটামুটি এডভান্স লেভেল এর কাজ তাই অনভিজ্ঞ রা চেষ্টাও করবেন না।
২। আমি কোন ব্রিকড ডিভাইস এর দায় নিবো না।
৩। এটি সব ডিভাইস এ কাজ নাও করতে পারে। আমি ২-৩ টা ডিভাইস এ ট্রাই করেছি। বেশ ভালই চলেছে তাই শেয়ার করলাম
যা যা লাগবেঃ
১।একটি রুটেড ডিভাইস।
২। এক্সপোসড ফার্মওয়ার্ক। (কিভাবে ইন্সটল করবেন এ নিয়ে নেটে হাযারো টিউটোরিয়াল রয়েছে তাই আর লেখলাম না)
৩।Prevent Running app.
ডাউনলোডঃ
এখানে ক্লিক করে Prevent running App Download করুণ
কাজের ধারাঃ
১।প্রথমে Prevent Running app টি install করুন।
৩।Module.সেকশনে প্রবেশ করুন।
৪।মডিউল হিসাবে Prevent running.কে একটিভ করুন।
৫। বেরিয়ে আসুন।
৬।ডিভাইস রিবুট করুন।
৭।ডিভাইস অন হলে Prevent Running App টি Open করুন।
৮।এবার All apps ট্যাবে যান।
৯। এবার Select all এ মার্ক করুন।
১০।এবার আপনার যদি বিশেষ কোন প্রয়োজনীয় এপ থাকে যা কে আপনি এর আওতার বাইরে রাখতে চান তবে তা আন মার্ক করুন।
১১।স্ক্রিনের উপরের দিকে দেখবেন একটা ক্রস আইকন আছে। সেটা প্রেস করুন।
১২।এবার এপ থেকে বেরিয়ে আসুন।
##########################################
এবার রিসেন্ট থেকে সব এপ ক্লিন করে দিন।আর তফাত টা দেখুন।
বিশেষ দ্রষ্টব্যঃ
Prevent Running একটি অত্যান্ত শক্তিশালী এপ। এটি সিস্টেমের কোর এপ গুলো ছাড়া সব ফ্রিজ করে দিবে অ ব্যাবহৃত অবস্থায়। তাই কিছু সমস্যা ফেস করতে পারেন। যেমন টা আমার ও হয়েছিলো। আমার Sd card বার বার রিমুভ হয়ে যাচ্ছিলো। পরে আমি খুজে দেখলাম এটা স্টোরেজ ম্যানেজার কেও ফ্রিজ করে দিয়েছে। পরে আমি সেটা Remove করে দেওয়াতেই সব ঠিক। তাই আপনারা এমন কোন সমস্যা তে পরলে খুজে বের করুন কোনটা ফ্রিজ হবার জন্য আপনার সমস্যা হচ্ছে। যাস্ট সেটাকে আন ফ্রিজ করে দিন।
Happy Prevent Running ☺
ক্রেডিটঃ
১।তানবির আহমেদ ।
২।মুনতাসির মাহমুদ (আমি)।
ধন্যবাদ আজ এ পর্যন্তই।
তবুও ধন্যবাদ
নাকি দুইটাই রাখবো?
দুইটাই রাখলে কি কোন প্রবলেম হবে?
Blackhat world theke uploaded bot gulo kivabe dekhbo?