Hello
ফ্রেন্ডস সবাই কেমন আছেন আসা করি ভালোই আছেন আমিও ভালো ই আছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক!!
আজকের Topic
মোবাইল ক্যামেরার লেন্স পরিষ্কারের সহজ উপায়
সারা দিন আমাদের হাতে না হয় পকেটে যে জিনিসটি না রাখলে চলেই না সেটা হল মোবাইল। আর তাই মোবাইল পরিষ্কারের দিকেও আমাদের দেওয়া উচিত যথেষ্ট নজর। বিশেষ করে সেটি যদি মোবাইল ক্যামেরার লেন্স হয় তাহলে তো কোনো কথাই নেই। চলুন, জেনে নিই মোবাইল ক্যামেরার লেন্স পরিষ্কারের সহজ উপায়।
১। আঙুলে সামান্য টুথপেস্ট নিয়ে ক্যামেরার লেন্সে লাগিয়ে দিন। তারপর এক টুকরা পরিষ্কার কাপড়ের টুকরা দিয়ে ক্লকওয়াইজ ঘুরিয়ে কয়েক বার মুছে নিন। তারপর আঙুলে এক ফোঁটা পানি লাগিয়ে লেন্সের উপর ঘষে দিন। ব্যাস, দেখবেন লেন্স একেবারে সাফ হয়ে গেছে।
২। একটি নতুন পেনসিল ইরেজার নিয়ে মোবাইলের ক্যামেরার লেন্সে আলতো করে কয়েক বার বুলিয়ে দিন। খেয়াল রাখবেন, ইরেজারটিকে একটি নির্দিষ্ট দিকেই (ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে) বোলাবেন। তা হলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে লেন্স।
৩। আঙুলের ডগায় সামান্য ভেসলিন নিয়ে ক্যামেরার লেন্সে লাগান। তারপর মাইক্রোফাইবার ক্লথ দিয়ে কয়েকবার ঘষে নিলেই একেবারে নতুনের মতো হয়ে যাবে লেন্সটি।
৪। বাজারে স্ক্র্যাচ রিমুভার কিনতে পাওয়া যায়। যে কোন একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডের স্ক্র্যাচ রিমুভার নিয়ে এসে তাতে তুলো ভিজিয়ে আলতো করে বুলিয়ে নিন ক্যামেরার লেন্সে। একেবারে সাফ হয়ে যাবে লেন্সটি।
এভাবে আপনার মোবাইলের লেন্স পরিস্কার করে নিন।
ধন্যবাদ।
.
.
.
.
.
28 thoughts on "আজকের টিপস অ্যান্ড ট্রিক্স!!! মোবাইল ক্যামেরার লেন্স পরিষ্কারের সহজ উপায়!!!"
Leave a Reply
You must be logged in to post a comment.
Thanks.