সকলে কেমন আছেন,

আশা রাখি সকলেই ভালো আছেন,

আমাদের এই পৃথিবী খুবই সুন্দর ও রহস্যময় ঘেরা। আর এই রহস্যময় পৃথিবীতে (প্রাকৃতিক বা অ-প্রাকৃতিক) রহস্যের কোন সীমা নেই।

এর মধ্যে আবার কিছু স্থান বা বিষয় রয়েছে যা অতি-প্রাকৃতিক। আর এ কারনেই এগুলো যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা।

তবে আধুনিক বিজ্ঞানের উৎকর্ষতাও এ রহস্যের সঠিক কোনো কারণ বর্ননা করতে পারেনি। তাই বিজ্ঞানীরা এই সব স্থান গুলোকে অতি-প্রাকৃতিক স্থান বলে অভিহিত করেছেন।

এমন কিছু ভয়ানক স্থান রয়েছে যেখানে ঘুরে আসার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে।

আর সেই সকল স্থানের কথা জানার জন্য আপনাকে সার্চ করতে হবে গুগলে, এবং গুগলের সার্চ ফলাফলের লিংকে গিয়ে তার পরে জানা যাবে সেই সব বিষয় সম্পর্কে। এই পদ্ধতিতে আপনার অনেক ডেটা ও সময় দুইটাই নষ্ট হবে।

তবে আজ এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো যাতে আপনি ছবি সহ সম্পূর্ন অফলাইনে অ্যাপটি ব্যবহার করে সেই সব বিয়ষ সম্পর্কে জানতে পারবেন।

তাহলে চলুন ঘুরে আশা যাক পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানি গুলো থেকে,

অ্যাপটির নাম: রহস্যময় স্থান

অ্যাপটির সাইজ মাত্র: 4MB

ডাউনলোড

অ্যাপটি ডাউনলোড করে ওপেন করলেই আপনার চোঁখে পরবে চমৎকার সুন্দর একটি ইন্টারফেস।

এরপরে “রহস্যময় স্থানে” ক্লিক করলেই দেখতে পাবেন ১১টি ক্যাটাগরিতে রাখা হয়েছে ভিন্ন ভিন্ন পর্ব। প্রতিটি পর্বে ছবি সহ সিরিয়াল করে লিখা রয়েছে বিস্তারিত।

প্রতিটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি থেকে নিচে কিছু স্কিনসর্ট দেওয়া হলো:-

এই অ্যাপটিতে নানা রকম রহস্যঘন মূহুর্তের ছবি সহ বিস্তারিত বর্ণনা করা হয়েছে,যা আপনাকে সেই স্থানসম্পর্কিত সব ধরনের অভিজ্ঞতা তৈরিরে সহায্য প্রদানের উপযোগি।

আশা রাখি অ্যাপটি ব্যবহার করে একদম ভিন্ন রকম একটি অভিজ্ঞতা তৈরি হবে সকলের।

ধন্যবাদ পোষ্টি পড়ার জন্য।

12 thoughts on "ছবি সহ যেনে নিন পৃথিবীর সবচেয়ে রহস্যঘেরা স্থান সম্পর্কে বিস্তারিত!!"

  1. Mr ßlàck Author says:
    thank you for your post
    1. SajibDas Author Post Creator says:
      Wlc Bro ♥
  2. MD Mizanur Author says:
    ভালো পোষ্ট
    1. SajibDas Author Post Creator says:
      🙁
  3. 2017 সালে এপটা ডাউনলোড করেছিলাম
    1. SajibDas Author Post Creator says:
      Thanks Bro
    1. SajibDas Author Post Creator says:
      Thanks bro
    1. SajibDas Author Post Creator says:
      Thanks Bro

Leave a Reply