আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। কারণ ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকে। এবং আপনাদের দোয়ায় আমিও বেশ ভাল আছি।
❏কিছু কথা:- আমি ট্রিকবিডিতে নতুন।এবং এই পোস্টটি হল আমার প্রথম পোস্ট তাই কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই পোস্টটি আমি নিজে থেকে লিখেছি। আশা করি এই রকম কোনো পোস্ট ট্রিকবিডিতে এখনও করা হইনি।
>>মূলবিষয়:-
===========
->টাইটেল দেখে হইতো সবাই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি নিয়ে পোস্ট করতে বসেছি। কেননা আমরা সবাই জানি, যে আমরা গুগলে যা লিখে সার্চ করি তাই বের হইয়ে আসে। যেমন, Anonymous/Joker লিখে সার্চ করলে। Anonymous/jokerএর যত ছবি আছে সকল ছবি বের হইয়ে আসে।
তোহ এতদিন আমরা নামের মাধ্যমে গুগল থেকে ছবি বের করেছি। তাই আজকে আমরা নতুন কিছু শিখব। সেটা হল ছবি দিয়ে ছবি সার্চ করা। তোহ কেমন হবে যদি ছবি দিয়ে ছবি সার্চ করা হয়? কি মনে হচ্ছে যে অসম্ভব? না এটা আসলেই সম্ভব।
তোহ চলুন শুরু করা যাক।
❐যা যা লাগবে:
============
১)একটি এন্ড্রোয়েড ফোন।
২)ডেক্সটপ মোড করা যাবে এমন একটি ব্রাউজার।(এক্ষেত্রে আপনি Chrome. বা Puffin ব্রাউজার ব্যবহার করতে পারেন।
৩)ইন্টারনেট কানকশন।
৪)আর একটু ধৈর্য্য।
বিঃদ্রঃ আমার ফোনের কিছু সমস্যার জন্য আমি দুঃখিত যে স্ক্রিনশট দিতে পারলাম না।
❏যা যা করতে হবে:-
===============
১)প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করে নিন এবং আপনার ফোনের Auto Rotation অপশনটা চালু করে নিন।
২)তারপর, আপনি আপনার ব্রাউজারটি ওপেন করুন।
৩)তারপর, গুগলে প্রবেশ করুন। এবং Imageঅর্থাৎ(ছবি)অপশনটিতে ক্লিক করুন।
৪)তারপর, পেইজটিকে ডেক্সটপ মোড করে নিন।(Puffin ব্রাউজার হলে যেভাবে করবেন ☞উপরে দেখবেন ৩টা ডট ডট আইকন আছে ওইটাই ক্লিক করার পর নিচে গিয়ে দেখুন
Request Desktop Site অপশনটি রয়েছে। তারপর এটিতে টিক দিয়ে ডেক্সটপ মোড করে নিন।)
৫)তারপর, দেখবেন সার্চ বক্সে কিছু আইকন রয়েছে। ওখান থেকে ক্যামেরা আইকন টাতে ক্লিক করুন।
৬)তারপর, নিচে দেখবেন দুটা অপশন আছে। ওখানে থেকে আপনি upload an image এ অপশনে ক্লিক করবেন তারপর Choose File অপশনটিতে ক্লিক করুন।
৭)তারপর, আবার দেখবেন কিছু অপশন রয়েছে, এখন আপনি Documentsএ ক্লিক করুন।ও উপরে দেখবেন মেনু আছে ওইটাই
ক্লিক করলে একদম নিচে গ্যালারি অপশন পাবেন ওইটাই প্রবেশ করুন।
৮)তারপর, আপনি যে ছবিটি সার্চ করতে চান। সেই ছবিটি সিলেক্ট করুন।
৯)তারপর, সিলেক্ট করা হইয়ে গেলে। কিছুক্ষন সময় নিবে আপলোড হতে। অপেক্ষা করুন।
১০)তারপর, নিচে এসে দেখবেন Visit similar Picture এই অপশনটাই ক্লিক করুন আর দেখুন কত গুলো ছবি এসেছে।
আশা করি কারো বুঝতে কোনো অশুবিধা হয়নি। আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্টস করে অবশ্যই বলবেন বুঝাতে যথা সাধ্য চেষ্টা করব।_তোহ আশা করি সবার কাছে ভাল লেগেছে। আর সত্যিই যদি ভাল লেগে থাকে তাহলে কমেন্টস বক্সে ধন্যবাদ জানাতে ভুলবেন না। তোহ আবার দেখা হবে পরবর্তি কোনো পোস্টে ততক্ষন পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ।
আর স্ক্রিনশট অ্যাড করেন
আর যারা জানেনা তাদের জন্য এই পোস্ট..ধন্যবাদ
ধন্যবাদ…………
আর আপনার এই পোষ্টটার উপস্থাপনা ভাল কিন্তু স্ক্রিনশট ছাড়া আপনার এই পোষ্ট অর্থহীন !! 🙁
Tobuo tnk u….
?