আবারো এসে গেলাম সবার মাজে নতুন একটি পোস্ট নিয়ে।আজকের পোস্ট টির বিষয় হলো কিভাবে আপনার মোবাইল ক্যামেরা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর কাজ করবেন।
যা যা লাগবে:-
১.একটি এন্ড্রয়েড ফোন।
২.ফোনের ক্যামেরা 5mp+ যতো বেশি ততো ভালো হয়।
৩.একটি এপ। এপটির নাম ICE Unlock
উপরের লিনক থেকে এপস টি ডাউনলোড করে নিন..
এপটি ওপেন করুন।
একটি পিন দিন যা আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করলে মোবাইল আনলক করতে সাহায্য করবে।
পিনটি পুনরায় দিয়ে কনফার্ম করুন। Ok তে ক্লিক করুন।
স্ক্রল করুন।
টিক দিয়ে দিন।ONYX এ ক্লিক করুন।
কোন আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট এ ব্যবহার করবেন তা সিলেক্ট করুন।আমি বাম হাতের তর্জনি সিলেক্ট করলাম।
নিচে দেখানো ছবির মতো আঙ্গুল সঠিক স্থানে ধরে রাখুন।অটোমেটিকলি পর পর ৭ বার স্ক্যানিং হবে এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে।
ফিঙ্গারপ্রিন্ট নেওয়া শেষ হয়ে গেলে এই পেজটি চলে আসবে।যদি এটি অন না থাকে অন করে দিন।কোনো প্রকার লক পারমিশন চাইলে পারমিশন টি ভালোভাবে পরে Always এবং Dont show me again এ টিক দিয়ে দিবেন।
ব্যাস হয়ে গেলো।
আজ এই পর্যন্তই।
আমি এর আগে পোস্ট টি করেছি।
পাবলিশ এ দেরী হয়েছে।
আমি এর আগে পোস্ট টি করেছি।
পাবলিশ এ দেরী হয়েছে।
পোস্ট এ লিনক দেওয়া আছে।
ভাইয়া আমি একজন কন্ট্রিবিউটর।
পোস্ট টি আগে থেকে করা কি না জানিনা যদি করা থাকে তো রিপোর্ট দিন ট্রিকবিডি পোস্ট টি কেটে দেবে।
ভাইয়া আমি একজন কন্ট্রিবিউটর। এডমিন প্যানেল পোস্ট টি পাবলিশ করেছে।
আমি ১ মাস আগে পোস্ট টি করেছিলাম দেরিতে পাবলিশ হয়েছে।
পোস্ট টির লিনক দিলে উপকৃত হবো।
বেয়াদবি মার্জনা করবেন।
এই পোস্ট টির হাস্যকর বিষয় টি বললে উপকৃত হবো।
দুঃখিত।
বুজিয়ে বলেন।
Trickbd team কে বলছি
আমি আশা Trickbd team আমার রি- ট্রেইনার রিকুয়েস্ট টা রিভিউ করবে আমি ১৪ দিন আগে আবেদন করচি।
আমি কপি মুক্ত নিজের ভাষায় এবং ভালো মানের ৫ টা পোস্ট করচি।
এপটি দিয়ে অনেক কাজ করা যায়।
আমি এপটি আমার মোবাইল কে 4G করতে ব্যবহার করেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
এই এপটির সাইজ অনেক বেশি আর অন্ধকারে একটু সমস্যা হয়। আর এরকম করতে ঝামেলা। এর থেকে আমি একটি FACE LOCK নিয়ে পোষ্ট করেছিলাম। ঐটা ভালো মনে হয়। সাইজে ছোট। তাও আবার Security অনেক।
তবুও যারা ফিঙ্গারপ্রিন্ট লাগাতে ইচ্ছুক তারা এটি ব্যবহার করতে পারবেন।
(15) Holo 2015 shaler model..
(16) thakle 2016 shaler…..
সাপোর্ট করে।
তবে এই পোস্ট গুলার আগে আমি পোস্ট টি করেছি।
পাবলিশ এ দেরী হয়েছে।
তবে এই পোস্ট গুলার আগে আমি পোস্ট টি করেছি।
পাবলিশ এ দেরী হয়েছে।।
তবে এই পোস্ট গুলার আগে আমি পোস্ট টি করেছি।
পাবলিশ এ দেরী হয়েছে।
বুজিয়ে বলেন?
ক্যামেরা ছাড়া হবে না।