বন্ধুরা সবাইকে আসসালামুয়ালাইকুম আশা করি সকলেই ভালো আছেন।
বন্ধুরা আপনারা আমার মূল্যবান ডাটা অথবা privacy হয়তো আমাদের কাছে মূল্যবান না কিন্তু অন্য আরেকজনের কাছে সেটার মূল্য অনেক বেশি।
কারণ বর্তমান অনলাইন জগতে যে সকল কোম্পানির কাছে আপনার-আমার মত মানুষের কাছে যত বেশি আছে।
সেসব কোম্পানি অনেক বেশি powerful এবং অনেক বেশি ধোনির পর্যায়ে পরে।
যেমন ধরুন ফেসবুক অথবা গুগল এসব কোম্পানির কাছে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডেটা আছে বিধায় এসব কোম্পানি এত বেশি powerful।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্য কিছু কোম্পানি আবার গুগল facebook কে ব্যবহার করে আপনার আমার ডাটা চুরি করে নিয়ে যায়।
সেগুলি অনেকগুলি আমাদের জানার মধ্যে এবং অনেকগুলি আমাদের অজান্তেই।
তো আজকের পোস্টে আপনারা দেখতে যাচ্ছেন গুগল ফেসবুক কে ব্যবহার করে আর অন্য কোন কোন কোম্পানি আপনার-আমার ডাটা নিয়ে যায় যেটা আমাদের অনেকেরই জানা আছে বা অনেকেরই অজান্তেই।
তো পড়তে থাকুন পোস্টটি আপনাদের সাথে আছি আমি ইমরান চলুন শুরু করা যাক।
প্রথমেই আমরা যাব ফেসবুকে কারণ ফেসবুকে ইদানিং ডাটা চুরির হিসু বেশি হয়ে দাঁড়িয়েছে এবং দেখে নিবো আমরা কোন কোন অ্যাপ্লিকেশন বা কোন কোন কোম্পানি আমাদের জানা মতে আমাদের ডাটা শেয়ার করে নিয়ে যাচ্ছে অথবা আমাদের অজান্তে ডাটা নিয়ে যাচ্ছে।
তো ফেসবুক থেকে ডাটা শেয়ার দেখার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে আপনি জাস্ট ফেসবুকে চলে যাবেন তারপর মেনুতে ক্লিক করবেন তারপর সোজা setting এ চলে যাবেন।
এবার প্রথমে এ অ্যাকাউন্ট সেটিং এ চলে যান।
তো এবার আসুন আমরা গুগল থেকে দেখে নিব কোন কোন কোম্পানি বা কোন কোন অ্যাপ্লিকেশন আমাদের গুগল ডাটা নিয়ে যাচ্ছে।
তো গুগল থেকে ডাটা শেয়ার দেখার জন্য স্ক্রিনশটগুলো ফলো করুন।
পোস্টটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।
আর আপনি চাইলে আপনার বন্ধুকেও পোস্টটি শেয়ার করে দিতে পারেন।
আশা করছি পরবর্তী পোস্ট ভাল কিছু নেই দেখা হচ্ছে।
সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন সেই শুভ কামনায় আজকের মত আল্লাহ হাফেজ।
ওয়েবসাইট তৈরি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন বিস্তারিত এখানে পড়ুন।
16 thoughts on "ফোন থেকে মূল্যবান ডাটা কে চুরি করছে তা খুব সহজেই দেখুন এবং বন্ধ করে দিন।"