রবি/এয়ারটেল Younder চলে যাওয়াতে অনেকেই শোকাহত। আমি নিজেও তা কাটিয়ে উঠতে পারিনি। তাই অনেক কষ্টে এর মতই একটি ছোটখাট অ্যাপ চালিয়ে কষ্ট দূর করার চেষ্টায় আছি। যে সকল কারণে আমার এই অ্যাপ ভাল লাগত তা নিচে বলছি।
Yonder Music
১. ফ্রীতে চালানো যায়।
২. অসংখ্য গান রয়েছে। ( প্রায় সব? )
৩. গানের কোয়ালিটি সেই।
৪. অ্যাড ফ্রী?।
৫. যেকোনো গান খুজার ঝামেলা নেই। এক ক্লিক যথেষ্ট।
৬. আরো বেশ কিছু ফিচার।
এই ধরণের কোনো অ্যাপ যদি আর না থাকে কেমন লাগে। এই অ্যাপ এর আগে ডিজার ইউস করতাম। সেখানে ফ্রী না হলেও প্রায় সব সেইম ফিচার ছিল+ Lyricks এর সুব্যবস্তা ছিল। কিন্তু অ্যাপ টি টাকা চায়। শুধু ১৫ দিন ফ্রী তে চালাতে দেয়। এর পরে Yonder পেয়ে ত আমি পুরাই পাগল। কিন্তু এখন তাও নেই। তাই গুগলে গুতাগুতি করে একটি না কয়েকটি এর ব্যাতিক্রম হিসেবে পেয়েছি।
মিউজিক অ্যাপ
2. Rocket Music Player
3. Free Music
আজকে যে অ্যাপ এর কথা বলব তা হল ফ্রী মিউজিক। এটি মূলত সাউন্ডক্লাউড থেকে গান প্লে করে। এই মিজিক প্লেয়ার টি আমি ইউস করার কারণ হল অ্যাপ টি খুবই সিম্পল। এর সাইয মাত্র ২ এমবি। অ্যাপ টি অনলাইন থেকে প্লে করার পাশাপাশি আপনার মেমোরি তে থাকা গান প্লে করতে পারে।এতে রয়েছে লাখ লাখ গান, এর মানে ইয়ন্ডার এর মত আপনি অসংখ্য গান খুব সহজেই পেয়ে যাবেন।অ্যাপ টি তে যা ভাল লাগে নি তা হল অ্যাড। তবে লাকি পেচার দিয়ে রিমুভ করে চালাতে পারেন চাইলে??।
App Review+Details
১. ফ্রিতে চালানো যায়। টাকা লাগে না কিন্তু এম্বি লাগে।
২. গানের কোয়ালিটি সেই।
৩. অ্যাড আছে।
৪. অসংখ্য গান আছে ( প্রায় সব? )
৫. যেকোনো গান খুজার ঝামেলা নেয়। এক ক্লিক যথেষ্ট।
৬. আরো বেশ কিছু ফিচার।
Play Store Link 2.56MB
অ্যাপ টি নিয়ে পোস্ট করার মানে এই নয় যে আপনি ইয়ন্ডার এর মত ফ্রীতে শুনতে পারবেন। অনলাইনে গান খুজে পাওয়ার সমস্যা থেকে মুক্তির জন্যিই এবং এর কম সাইজ দেখে পোস্ট টি করা। অ্যাপ এর সাইজ খুবই কম। তেমন কোনো ফিচার নেই গান প্লে করা ছাড়া এই কারণে অনলাইনে প্লে করা গান সেইভ করা যায় না।
আর নিজের পোষ্টে নিজে লাইক?
অ্যাপ এর নাম ফ্রী মিউজিক
আর আপনি ফ্রী তে গান শুনতে পারবেন মানে
প্লে স্টোরে অনেক অ্যাপ আছে যা তে গান শুনতে টাকা লাগে
যেমন: ডিজার
এই কারণে বললাম
আমি ইয়ন্ডার এর কথা বলসি কারণ ইয়ন্ডার ফ্রী তে চালানো যায় এই জন্য নয়। কারণ এতে লাখ লাখ গান আছে যা অনলাইনে শুনা যায়। এই ধরণের পাওয়া সহজ না। ইয়ন্ডার এর আগে অনেক কষ্ট করে গান শুনতে হত আমার। এক টা গান এর জন্য ভিবিনয সাইট ঘুরাঘুরি ত আর করা যায় না। আর এই কথা পোস্ট এ ও উল্লেখ করেছি।
আর হ্যা টাইটেল নিয়ে আমিও তেমন খুশি না?
Younder এ 20 M দাবি ছিল=২ কোটি??
ভাইয়া,
ActionTrick.TK দিয়ে আগে ফ্রী ব্রাউজিং করা যেতো এখন যাচ্চে না। কেউ Help করেন