আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।
টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।
যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।
এখন কাজের কথায় আসি।
কিছু কথা:
**** আমরা যারা পিসিতে nox app player দিয়ে এ্যান্ড্রোয়েড এর সকল কাজ করে থাকি,কিন্তু আমরা অনেকেই জানিনা যে এ্যান্ড্রোয়েড এর সকল রুটেড এ্যাপ্স গুলো কিভাবে nox app player এর মাধ্যমে কম্পিউটার এ ব্যাবহার করে কাজ করা যায়।
**এর জন্যই nox app player নিয়ে এই পোষ্ট টি
করা।
**আর nox app player সম্পর্কে জানতে রাফি ভাইয়ের Nox app player এর এই পোষ্ট টি দেখে নিবেন।
***তো কথা না বারিয়ে কাজের কথায় যাই।
এখানে আমি পর্যাপ্ত পরিমান স্ক্রিনশট দিয়েছি।
তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।
আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।
আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।
আপনি pc থেকে nox app player এ প্রবেশ করুন।
এই রকম আসলে
একটু অপেক্ষা করুন।
তারপর নিচের ছবির মত আসলে,
ছবিতে দেখানো যায়গায় গিয়ে
একটি রুটেড Android app ইন্সটল করবো।
তারপর এ্যাপ্স টিতে প্রবেশ করি।
তারপর এই রকম আসলে একটু অপেক্ষা করি
এই রকম আসলে
accept করে দেই।
কিন্তু দেখুন নিচের ছবিতে কি লেখা আসলো।
*****দু:খের বিষয় এই যে nox app player টি রুট না থাকার কারনে রুটেড এ্যাপ্স টি চালু হোলো না।
এখন আমরা ওকে করে nox app player এর উপরের ডানপাশে ছবিতে দেখানো setting আইকোনে যাবো।
তারপর এই রকম আসলে
launch on startup ও Root অপশনে টিক দিয়ে
নিচে save setting এ ক্লিক করলে
এই রকম আসলে
restart now এ ক্লিক করলে nox app player টি কেটে যাবে।
তারপর,পুনরায় আমরা repetitouch pro টিতে প্রবেশ করে ওই রুটেড এ্যাপ্স টি আবার চালু করলে
এই রকম আসলে
ছবিতে দেখানো যায়গায় ক্লিক করলে ৩ টি অপশন দেখাবে।
এখান থেকে মার্ক করা ২ টার যে কোনটা সিলেক্ট করে দিয়ে
Allow করে দিন।
তারপর এই রকম আসলে
কিছুক্ষণ অপেক্ষা করুন।
অপেক্ষা করার পর দেখুন রুটেড এ্যাপ্স টি চালু হয়েছে।
[বি:দ্র:=এই কাজে যখন কোন অনলাইন এ্যাপ্স এর কাজ করবেন তখন নেট কানেকশন অন রাখতে হবে।
আর অফলাইন এ্যাপ্স গুলো সরাসরিই চালাতে পারবেন।]
এই ভাবে আপনারা কাজটি করবেন।
আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।
ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।
আর ট্রিকবিডি এর মোবাইল ভার্শন পেতে এখানে ক্লিক করুন]
You must be logged in to post a comment.
টাইটেলটা সুন্দর করে দিলে ভালো হতো। আর “(সাথে ট্রিকবিডির মোবাইল ভার্সন)” এটা দেওয়ায় আপনার পোষ্টেরই সুন্দর্য নষ্ট হচ্ছে। আর ট্রিকবিডিতে মোবাইল ভার্সনে যাওয়ার নিয়ম নিয়ে একটা পোষ্ট করা হয়েছে। এখানে এই পোষ্টের সাথে অন্য টপিক পোষ্টের মান নষ্ট করছে।
আপনি Riad ভাইয়ের SEO বিষয়ক পোষ্টটা পড়ে নিবেন, যদি না পড়ে থাকেন।
ধন্যবাদ ভাই আপনাকে।
আমার ভুল দেখিয়ে দেওয়ার জন্য।
✌
thnx
আপনি ই ফেইসবুকে আমাকে মেসেজ করেছিলেন?ট্রিকবিডি থীম নিয়ে?পিসি ভার্সন আসছে কেন আপনার তাই পোস্ট করতে পারছিলেন না তা ত?
জি ভাই।
আর আমার পোষ্টের নিচে আপনার দেওয়া লিংক টা দিয়ে দিয়েছি।যাতে আমি সহ আরো যারা জানেনা তারা যেনো ওই লিংক এ গিয়ে মোবাইল ভার্শন দেখতে পারে।
ব্রো! মোবাইল ভার্সনে কিভাবে যাওয়া যায়, এই বিষয়ে আমি এর আগে পোস্ট করেছি। হয়তো আপনি দেখেন নাই। ঐ পোস্টটি আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন।
জানা ছিলোনা তাই ইয়াসিন ভাইয়ের সাহায্য নিয়েছি।
amr nox app player e problem kore.. kisu kisu open e hoy na.. unfortunately app not open dekai. jmn fb lite open hoy na.. e problem er somadhan ki,, janen???
আমি এই রকম সমস্যায় কওন সময় পরিনাই।তবে আপনি আপনার এ্যান্ড্রোয়েড এ্যাপ্সগুলো আপডেট করে দেখতে পারেন।
sob app e update version.. tobu o kaj hoy na
তাহলে আপনি pc টা windows করে দেখেন।
WiFi hack korar kono way ace ai app diye?
ওয়াইফাই হ্যাক খুব কঠিন ব্যাপার।যে ওয়াইয়াই প্রথম অবস্থায় ডিফল্ট পাসওয়ার্ড ব্যাবহার করে,শুধু তার টাই হ্যাক হয়।লং বা হার্ড পাসওয়ার্ড দিলে ওয়াইফাই হ্যাক হয়না বললেই চলে।
এইটার মাধ্যমে wps wpa test বা wibr+ এ্যাপ্স দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।
পোস্টটি সুন্দর হইছে।
ধন্যবাদ ভাই
nice post
thnx bro
Good Post
thnx bro