সারাদিনের সব কাজ শেষে ক্লান্ত শরীরে আপনি বাসায় এসে একটু শান্তিতে বিশ্রাম নিবেন।

কিন্তু আপনার পাশের রুমেই কেউ লাউড ভলিউমে টিভি দেখছে। কিংবা পাশের বাসায় কেউ ফুল ভলিউমে গান বাজাচ্ছে।

এমন পরিস্থিতিতে আপনার মন চাচ্ছে যদি বাসা ছেড়ে দূরে কোলাহল মুক্ত কোনো সমুদ্রের ধারে একা একা গিয়ে শুয়ে থাকতে পারতাম তাহলে!!

কিংবা কোথাও চুপচাপ জানলার ধারে বসে বৃষ্টির শব্দ শুনতে পারতাম তাহলে!!

আর আপনার এই চাহিদা পূরণ করে আপনাকে রিল্যাক্স করতে আছে অ্যাটমস্ফিয়ার নামের চমৎকার একটি অ্যাপ।

অ্যাপটি শুধু ওপেন করে আপনার পছন্দের জায়গা সিলেক্ট করুন। আর চোখ দুটো বুজে কানে ইয়ারফোন লাগিয়ে বসে পড়ুন। আপনি চলে যাবেন আপনার পছন্দের রাজ্যে।

এই অ্যাপটিতে রয়েছে চমৎকার কিছু স্থানের সাউন্ড এবং সুন্দর সব ফিচার।

কিছু স্কিনসট:-

সমুদ্র সৈকত, বন, ব্যস্ত শহর, পাখি ডাকা গ্রামের পরিবেশ সহ অ্যাপটিতে আপনি পাবেন মোট আটটি পরিবেশ এবং ৮০টির বেশি সাউন্ড।

৮০টির ও বেশি সাউন্ড এর মধ্যে রয়েছে সমুদ্রের ঢেউ এর সাউন্ড, কেম্প ফায়ার এর সাউন্ড, বোট এর সাউন্ড, বৃষ্টির সাউন্ড, ব্যাঙ এর সাউন্ড,ঝর্ণার সাউন্ড এর মতো চমৎকার সব সাউন্ড।

প্রতিটি পরিবেশের সাউন্ড গুলো পরিবেশের সাথে সাদৃশ্যপূর্ণ। যা আপনাকে প্রতিটা পরিবেশের ভিন্ন ভিন্ন অনুভূতি প্রদান করবে।

এছাড়াও রয়েছে ভিন্ন ভিন্ন বাইনরাল বিটস যা আপনার ব্রেন ওয়েভ কন্ট্রোল করে আপনাকে দ্রুত রিল্যাক্স হতে কিংবা ঘুমিয়ে পড়তে সাহায্য করবে।

তাই এই ব্যাস্তময় জীবন থেকে কিছুটা হলেও মুক্তি পেতে চোখ বুজে ঝুম বৃষ্টি, নিঝুম বন কিংবা একাকী সমুদ্র সৈকতে হারিয়ে যেতে চাইলে এখনই অ্যাপটি ওপেন করে ব্যবহার করতে শুরু করুন।

ডাউনলোড

ধন্যবাদ সকলকে

33 thoughts on "সারাদিনের সব কাজ শেষে আপনার ক্লান্ত শরীরকে রিল্যাক্স করবে চমৎকার একটি অ্যাপ!!"

    1. SajibDas Author Post Creator says:
      Thanks
    1. SajibDas Author Post Creator says:
    1. SajibDas Author Post Creator says:
      ♥♥
    1. SajibDas Author Post Creator says:
      Thanks
  1. Skp2 Contributor says:
    ???✌✌✌✌
    1. SajibDas Author Post Creator says:
      😉 😉 ♥
  2. IMDAD SHUVRO Author says:
    কয় এমবি,,??
    1. SajibDas Author Post Creator says:
      53 mb bro
    1. SajibDas Author Post Creator says:
      Thanks
  3. Akhtarujjaman77 Contributor says:
    টিনের চালে বৃষ্টির মত সাউন্ড+ ফিলিং আর কিছুই হতে পারে না,
    1. Skp2 Contributor says:
      আর যখন শিল পড়ে,,,তখন ফিলিং টা ট্রাজেডিতে পরিণত হয়।??
    2. SajibDas Author Post Creator says:
      😉 😉 😛
    3. মামুন Author says:
      Correct তখন জবরদস্ত একটা ঘুম হয়
    4. SajibDas Author Post Creator says:
      সকলে তো আর টিনের চালের ঘরে থাকে না।
  4. Raazz Contributor says:
    অফলাইন?
    1. SajibDas Author Post Creator says:
      হুমম
    2. Raazz Contributor says:
      good app bro…thank u
  5. SH-IMRAN Contributor says:
    Nice app review
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ ব্রো।
  6. Gangster Contributor says:
    খুবই সুন্দর পোস্ট।?
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।
  7. Faisal Huxxain AlBin Author says:
    apptar naam ki google search diye download korbi bhai
  8. Junayed.hasan Contributor says:
    ঠাস ঠাস ????
    1. SajibDas Author Post Creator says:
      yea 😛
    1. SajibDas Author Post Creator says:
      🙂

Leave a Reply