♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
?উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্চি।আজ প্রায় ৩ সপ্তাহ পর ট্রিকবিডিতে লেখতে বসলাম পরিক্ষা চলছে তাই পোস্ট করার সময় পাই না।ফেসবুকে অনেকে ম্যাসেজ করতেছেন ভাই একটা পোস্ট করেন অনেকদিন থেকে আপনার পোস্ট ট্রিকবিডিতে দেখি না।তাই আপনাদের জন্য আজকে লিখতে বসলাম।আর আজকে আপনাদের সামনে একটি অসাধারন কিবোর্ড অ্যাপ নিয়ে হাজির হয়েছি যার ফিচার গুলো দেখলে আপনারা সত্যি অবাক হবেন।এই অ্যাপে অনেক দারুন দারুন ফিচার রয়েছে যা অন্য কিবোর্ড নেই।তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।
?প্রথমেই দেখে নেয়া যাক এই পোস্ট আগে করা হইছে কি না।আমি সার্চ দিয়ে এই অ্যাপ নিয়া পোস্ট পাইনি আপনাদের কারও কাছে এই পোস্ট থাকলে বলবেন।
?তো নিচের লেখা এবং স্কিনসর্ট ফলো করুন।
?চলুন আগে আমরা অ্যাপের ফিচার গুলো দেখে নেইঃ
▪Flashlight(on.off option)
▪Emoji (messenger এর সব ইমোজি পাবেন এখানে)
▪GIF
▪Dialogues
▪chutkule(অনেক জোকস পড়তে পারবেন বা অডিও প্লে করে পড়তে পারবেন কিন্তু সব ইংরেজি ভাষা)
▪Scheduler(মনে করেন আপনার কালকে ৫ টায় জরুরি কাজ আছে কিন্তু আপনার মনে থাকে না।এই অপশনে গিয়ে টাইম আর কি কাজ লেখে সেভ করে রাখুন আপনাকে ঠিক সময়ে মনে করে দিবে।)
▪IN SHORT(অনেক বড় বড় লেখা আছে যে গুলো কাজের সময় লেখতে অনেক সময় লাগে এখানে যে কোন সর্ট লেখা দিয়ে সেভ করবেন সর্ট লেখাটা টাইপ করলেই বড় লেখা টা চলে আসবে।)
▪JYOTISHI
▪LIVE TRAFFIC
▪HOROSCOPE(আপনার রাশিফল এর প্রতিদিন এর কার্যক্রলাপ দেখতে পারবেন)
▪AUTOO
▪CALCULATOR(ক্যালকুলেটর যোগ বিয়োগ করতে পারবেন এই কিবোর্ডে)
▪NEWS(খবর পড়তে পারবেন এমবি লাগবে)
▪LIVESCORE(খেলার স্কোর দেখতে পারবেন এই কি বোর্ডে)
অ্যাপটি ভারতের তাই সব ইংরেজি দিয়ে বাংলা সাপোর্ট করে না তবে হ্যা সব অ্যাড করবে তারা আস্তে।দুই একটা ফিচার হয়তো চালায় মজা নাও পাইতে পারেন কিন্তু বাকি গুলো অসাধারণ।একটি কিবোর্ডে এত ফিচার সত্যি অবাক করা।
?প্রথমে playstore যান তারপর Ramukaka SuperApp লিখে সার্চ দিয়ে নিচে দেখানো অ্যাপটি ডাউনলোড করুন।
?তারপর অ্যাপটি ওপেন করুন অ্যাপটি ওপেন করার পর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিন।
?তারপর একটা পেজ আসবে সেখানে Active এ ক্লিক করুন।তারপর পারমিশন চাইলে দিয়ে দিবেন।
এখন অ্যাপটি ওপেন করে মজা নিন।এখন আমরা অ্যাপটির সরাসরি হালকা কিছু ফিচার দেখব।
?নিচে দেখুন যা বলা হয়েছে সব ফিচারেই আছে।
?নিচে দেখুন messenger এর সব ইমোজি এই কিবোর্ডে আছে।
?নিচে দেখুন জোকস আছে তা অডিও শুনতেছি আমি।
?নিচে দেখুন ওই ফিচার যেটা আপনাকে কোন তারিখে কি কাজ আছে আপনার।
?সব শেষ ফিচার টা দেখুন কিবোর্ডে ক্যালকুলেটর।
বি:দ্রঃআশা করি পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে।আর অ্যাপটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন কিন্তু।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।
♥♥♥আল্লাহ হাফেজ
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
আইডিয়া ভাই আপনার তো দেখি ভালোই আইডিয়া পোস্ট দেখেই বুঝছেন কার পোস্ট???
মনে নাই
কিন্তু সত্যি আপনার পোস্ট ভেবেছিলাম
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
আপনাদের মতো ভাই ট্রিকবিডিতে আছেই বলে তো ভালো কিছু দিতে মন টা চায়????
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
আপনাদের কাছে পজিটিভ রেন্সপন্স গুলো দেখলে খুবই ভালো লাগে??
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
চালিয়ে যান ভাই! ?
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
Akta post ar jonno koto point add hoi bolte paren???
কিন্তু আমি একটা পোস্ট করে ১০০ পয়েন্ট পাই।আর কেউ কমেন্ট করলে পয়েন্ট পাই।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
আপনাদের আইডিয়া খুব ভালো ভাই টাইটেল দেখেই বলে দিতে পারেন কার কোনটা পোস্ট???
সবই ভালোবাসা!
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
কিন্তু আপনার বিষয়টা বুঝি না ভাই সব পোস্টেই একই ইমোজি বেপার কি????
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
না ইমোজি ব্যবহার করতে নেট লাগবে না।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।