আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই?? আশা করি ভাল-ই আছেন। আজ আপনাদের কাছে নতুন একটা ট্রিক্স নিয়ে হাজির হলাম। 
অনেকে হোস্টিং এ একটা একটা সমস্যা দেখা দেয় নিচের মত
height=
মানে কোন বড় ফাইল আপ্লোড দিতে গেলে সমস্যা দেখা দেয়। আজ আমি দেখাব কিভাবে এই প্রব্লেম সলভ করবেন। 

১)প্রথমে আপনার হোস্টিং এ লগিন করুন। 

height=
২)তারপর Cpanel থেকে Select PHP Version এ ক্লিক করুন। 
height=
৩)তারপর Select PHp Option এ ক্লিক করুন।height=
৪)এবার নিচের স্কিনশট এর মত কাজ করুন।
height=
১নাম্বার অপশন থেকে আপনার পছন্দ মত Value সেট করুন। এবার Save করে বের হয়ে আসুন। 

ব্যাস কাজ শেষ এবার আপনার ফাইল আপ্লোড করে দেখুন।যদি তাও সমস্যা হয় তবে Php Version চেঞ্জ করে দিন।আশা করি কাজ করবে।

তো আজ এটুকুই। আশা করি সবাই ভালভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।ট্রিকবিডির সাথেই থাকুন।

বুঝতে না পারলে কমেন্ট করুন।

Posted from: Trickbd Android App

7 thoughts on "যাদের Hosting এ ২এম্বি কিংবা বড় সাইজের ফাইল আপ্লোড দেয়া যায়না অথবা Over Quota প্রব্লেম হয় এই পোষ্টটি তাদের জন্য।"

  1. SHAHIRAJ AHMED Contributor says:
    পিএইচপি ফুল টিউটোরিয়াল দেন .
  2. Inan Ahammad Contributor says:
    ekta bhalo mobile theme kew dite parben.Pc er jonno newspaper 8.7 use korci but theme ta mobile er hik suit korche nah.
  3. Nayon islam Contributor says:
    vai free hosting site aica thaka dan
  4. এই কয়টি পোষ্ট করে নিজেকে মহান ভাবতেছেন ।আমি কপি পোষ্ট করি মাঝে মাঝে কিন্তু আমি ট্রিকবিডির পোষ্ট কপি করি না।
    1. Bunty Tricks Author Post Creator says:
      লল, অন্য সাইট থেকে কপি করা কি ট্রিকবিডিও রুলস এ আছে? আমি যেই পোষ্ট করছি সেটার ধারে কাছেও যাইতে পারবেন না। আজাইরা আলাপ বাদ দিয়া কিছু করেন। আর কিছু বললাম না,মনে মনে বললাম।
  5. ট্রিকবিডিতে আপনার মতো পাগলের ই অভাব ছিলো

Leave a Reply