বেশি লেখা লেখি না করার চেষ্টা করছি. কারণ বেশি লিখলেও আপনারা পড়েন না।
পোষ্টের টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন কি নিয়ে এই পোস্ট।
আর বিস্তারিত বুঝবেন পোস্ট শেষ হলে।
চলুন শুরু করি
তবে তার আগে একটু অনুরোধ>
- পোস্টে কোনো রকম ভুল থাকলে বুঝিয়ে দেবেন। শিখে নেবো
- যাদের এই পোস্ট টি ভালো লাগবে না, তাদের কে অনুরোধ করছি এই পোস্ট টি নিরবে এড়য়ে যাওয়ার জন।
- যার কাছে এই পোস্ট টি ভালো লাগবে তাকে অনুরোধ করছি, একতা লাইক দিয়ে কম্মেন্ট বক্সে আপনার অনুভূতি টি জানিয়ে দিন।
আমরা এক বারেই অনেক অডিও গানের ছবি চেঞ্জ করবো। অডিও গান প্লে করার পরে স্ক্রিনে যে ছবিটি দেখা যায় বা যায় না। সেই ছবিটি চেঞ্জ বা সেট করবো।
তার জন্য এই সফটওয়্যার টি ডাউওনলোড করে নিন।
তারপর ইন্সটল করে নিন।
এইবার কাজ। আপনারা পারবেন জানি।
তারপরেউ একটু দেখিয়ে দেই।
সফটওয়্যার টি ওপেন করার পরে জত গুলো অডিওর ছবি চেঞ্জ বা সেট করতে চান, সব এই সফটওয়্যার টি তে আনুন।
যেভাবে একটা গান মাউস দিয়ে ধরে কোনো মিডিয়ার উপরে ছেড়ে দিতে হয়, সেভাবে এই সফটওয়্যার এ আনুন।
All Select করুন।
নিচের দেখানো ছবির যায়গাতে তে মাউস পয়েন্টার টি নিন।
Add Cover এ ক্লিক করুন।
তারপর , যে ছবিটি আপনি সেট করতে চান, সেই ছবি টি সিলেক্ট করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ছবি টি দেখুন।
দেখুন ছবি এখানে অ্যাড হয়েছে।
এইবার এই সফটওয়্যার এর উপরে>ডান দিকে>কোণায় দেখুন সেভ আইকন আছে।
সেখানে ক্লিক করুন সেখুন সেভ হচ্ছে।
মানে এই ছবি সেট হচ্ছে।
কাজ শেষ হলে আপনাকে জানিয়ে দেবে।
নিচের ছবির মত।
এইবার দেখুন সব অডিওর ছবি সেট হয়ে গেছে ।
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন।
(আমার উক্তিঃ- অনুগ্রহ করে এখানে ক্লিক করে আমার চ্যানেল টি ঘুরে আসুন। ৫৫+ ভিডিওর উপস্থিতি আপনাকে উপকৃত করবে।)
মোবাইলের জন্যেউ আছে এমন অ্যাপ।
Tnx for ur comment bro