ফোনে SHAREit থাকাকালীন যেন শান্তি নেই,
বন্ধুরা সারাদিন বলে এটা দে, ওটা দে।
সারদিন জ্বালিয়এ মারে।
এর সমাধান নিয়ে এসেছি আজ আপনাদের কাছে।
SHAREit এপসটি ওপন করতে গেলেই লেখা আসবে Unfortunately SHAREit has stopped!
অর্থাৎ আপনার বন্ধরা ভাববে, আপনার ফোনে shareit App কাজ করছে না।
শুধু সেয়ারইট নয়, যেকোন এপসেই আপনি এই পদ্ধতি কাজে লাগাতে পারবেন।
যাযা লাগবে
প্রথমে প্লে স্টোরে গিয়ে AppLock – Fingerprint লিখে সার্চ করুন, প্রথম যেটা পাবেন, সেটাই ইনস্টল করে নিন।
এর পর নিচের মত কাজ করুন।
প্রথমে + আইকনে ক্লিক করুন।
এবার Fake লেখাটিতে ক্লিক করুন।
এবার SHAREit এ ডুকে দেখুন।
দেখলেন তো?
এখন ok লেখায় ক্লিক করলে এপস থেকে বেরিয়ে আসবে ?
এবার দেখুন কিভাবে এপস এ ডুকবেন।
এ্যাপ এ ডুকতে গেলে নিচের মত আসবে,
এবার
এবার ok লেখায় ক্লিক করে ধরে রাখুন।
দেখবেন এ্যাপসের ভেতর ডুকতে পারবেন।
এই এ্যাপসটি আপনারা নিজেদের প্রাইভেসির জন্য ব্যবহার করতে পারবেন।
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
oi app a time set kora jai 24 gonta eer moddhe
oi locked app a jawa jai na….
plzzzz kew bolun TrickBD te akta post hoycili
kintu ani oi post pacci na???
r post update koresi
তবে App টার আইকন বা লিংকটা দেয়া উচিত ছিলো, খুজে পাচ্ছি না।