আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি এই পোস্ট এই নোটপ্যাড অ্যাপ বানানোর টিউটোরিয়াল টি শেষ করব। তো চলুন কথা না বলে কাজ শুরু করি।
প্রথমে গত পর্বে আপনার বানানো সেই প্রোজেক্ট টি ওপেন করুন।
তারপর logic এ ক্লিক করুন।
তারপর button1 এ ক্লিক করুন।
তারপর list এ জান এবং ছবিতে দেখানো ওইজেট টা when button1 clicked এর নিচে রাখুন।
তারপর text view থেকে edit text সিলেক্ট করুন এবং list থেকে গত পর্বে বানানো list string সিলেক্ট করুন।
তারপর button1 থেকে বেরিয়ে এসে button2 এ ক্লিক করুন। তারপর নিচের মত কাজ করুন।
তারপর বাটন৩ এ জান এবং নিচের মত কাজ করুন।
তারপর অপেন করে কিছু লিখে সেভ এ ক্লিক করুন। তারপর রিফ্রেশ এ ক্লিক করলেই দেখবেন যেখানে listview অ্যাড করেছেন সেখানে লেখা সেভ হয়ে গেছে। আজ পবিত্র শুক্রবার তাই সবাই জুম্মার নামাজ পরতে চলুন। আমিও যাচ্ছি। তো পরের পোস্ট এ আবার দেখা হবে আজ আসি।
তবে আজ জুম্মার নামাজ না কাল