• এই ওয়েবসাইট সমপর্কে ধারণা পেয়েছি Riadrox থেকে
    ইউটিউব কী তা আপনাদের নতুন করে বলার প্রয়োজন নেই. এখন অনেকেই ইউটিউবের মাধ্যমে আয় করে থাকেন।অনেক ইউটিউবার আছেন যারা বিভিন্য জায়গায় থেকে মজাদার ভিডিও কালেক্ট করে ইউটিউবে আপলোড দেয়। অনেক ইউটিউবার আবার মুভি আপলোড করে সরাসরি। অনেক ইউটিউবার নাটক, গেমিং, রিভিউ ইত্যাদি বিডিও করে।এখন অনেকেই আছে যারা কোনো সার্ভার থেকে ভিডিও ডাউনলোড করার পর তা ইউটিউবে আপলোড দেয়। আমি অনেককে দেখেছি যারা আরেক ইউটিউবারের চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড ( নাটক,মুভি ) করে নিজের চ্যানেলে আপলোড দেয়। এতে কোনো সমস্যা নেই।

    এখন যদি আপনাকে বলি আপনি কোনো সার্ভার থেকে ভিডিও ডাউনলোড না করে অই সার্ভার থেকে সরাসরি ভিডিও
    ইউটিউবে আপলোড দিতে পারবেব, তাহলে?।

    ইউটিউবে খুব সহজেই ভিডিও আপলোড দিতে পারবেন অন্য সার্ভার থেকে। কিন্তু যারা রিভিউ, গেমিং, অর্থাৎ নিজেদের ভিডিও বানায় তাদের এই পদ্ধতি সম্ভব হবে না। কারণ তাদের
    ভিডিও কোনো সার্ভারে থাকবেনা। তাদের নিজেদের ভিডিও নিজেদের আপলোড দিতে হবে। কিন্তু যারা অন্য কোনো জায়গা থেকে কালেক্ট করে তারপরে আপলোড দেন তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন।

    কার্যপদ্ধতি

    • প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন
    • তারপরে ইউটিউব আইকনে ক্লিক করুন।
    • আপনার ইউটিউব/জিমেইল একাউন্ট অ্যাড করুন। আইডি হ্যাক হওয়ার ভয় নেই। তবে যারা বড় ইউটিউবার তারা এমন করতে যাবেন না।
    • তারপর ড্রপডাউন বক্স থেকে ইউটিউব সিলেক্ট করুন।
    • তারপর স্ক্রিনশট এর মত ১ নাম্বারে গিয়ে আপনার লিংক টি কপি করে পেস্ট করুন। এখানে অই লিনক টি দিবেন যে লিনক
      এ ক্লিক করলে সরাসরি ভিডিও ডাউনলোড হবে। আমি Genyoutube থেকে একটি ভিডিও এর লিনক নিয়ে তারপরে পেস্ট করলাম।তারপর ২ নাম্বারে গিয়ে ক্যাপচা পূরণ করুন। ৩ নাম্বার টি Optional.এখানে আপনি যে ভিডিও টি আপলোড করতে যাচ্ছেন তা চাইলে এখান থেকেই Rename করতে পারবেন। অনেকে ভিডিও আপলোড এর পর রিনেইম, ইডিট ইত্যাদি করে। তা এখান থেকেই করতে পারবেন।

    • এবার সব কাজ শেষ হলে আপলোড এ ক্লিক করুন। আর দেখুন ঝরের গতিতে ভিডিও আপলোড হচ্ছে। স্পিড ৩০-৪০ এম্বি করে পার সেকেন্ডে।

    সুবিধা

    • একটি ক্লিক এর মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবেন।
    • কোনো প্রকার এমবি খরছ হবে না। পেইজ লোড ছাড়া।
    • ঝর,আলো যাই বলেন না কেন চরম স্পিডে ভিডিও আপলোড/ট্রান্সফার হবে
    • ভিডিও আপলোড এর আগেই Cancel এর ঝামেলা নেই।
    • ভিডিও রিনেইম করতে পারবেন এখান থেকেই।

    • ভিডিও আপলোড এর সাথে সাথে আপনাকে মেইল করবে (জিমেইলে). এর কারণে ভিডিও আপলোড হয়েছে কি হয়নি তার চিন্তা করতে হবে না।
    • একবার আপলোড এ ক্লিক করার পর পেইজ কেটে দিন বা ছিড়ে ফেলুন, ব্রাউজার আনইন্সটল করে দিন বা মোবাইল পানিতে ডুবিয়ে রাখুন আপলোড বন্ধ হবে না। তবে যদি জরুরি কাজে আপলোড বন্ধ করতে হয় তবে এর পাশে থাকা ছোট Cross(×) চিহ্ন টি ক্লিক করেন। কাজ হয়ে যাবে।
    • মাত্র ২০ সেকেন্ডের মত সময়ে ১ জিবির মত ফাইল আপলোড করতে পারবেন

    অসুবিধা

    • আইডি তে কোনো সমস্যা হলেও হতে পারে।তবে আমার কোনো সমস্যা হয়নি এখনো। অনেক দিন ধরে কপি পেস্ট চালিয়ে যাচ্ছি ইউটিউবে?। তবে কপিরাইট ছাড়া আর কোনো সমস্যা হয়নি।
    • এই ওয়েবসাইটে এই ফিচার টি নতুন এসেছে।
    • মাঝে মাঝে সাইট কাজে ব্যাস্ত থাকে, এই কারণে আপলোড/ট্রান্সফার বন্ধ থাকে। মাঝে মাঝে তা ঠিক হতে ১-২ দিন লেগে যায়।
    • এছাড়া আর কোনো সমস্যা নেই।

    অন্যান্য


    এই সাইটে শুধু মাত্র ইউটিউব নয়। অন্যান্য ক্লাউড সার্ভার গোলোতেও খুব সহজে আপলোড দিতে পারবেন।গুগল ড্রাউভে আপলোড দিয়ে খুব সহজেই ফুল স্পিডে ডাউনলোড করতে পারবেন। ওয়াইফাই ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নিয়ে পোস্ট করা আছে।

    • Youtube
    • Google Drive
    • P Cloud
    • Dropbox
    • Box ইত্যাদি

    প্রমাণ


    এখন আমার আপলোড করা ভিডিও যে আপলোড হল তার প্রমাণ নিচের স্ক্রিনশট দেখলেই বুজবেন। দেখেন আপলোড কম্পলিট এবং প্রসেসিং এ আছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিছুক্ষণ এর মধ্যই তা ইউটিউবে দেখা যাবে। এই ভাবে আমি ৫০+ মুভি আপলোড দিয়েছি এক চ্যানেলে। ফলাফল হিসেবে কপিরাইট স্ট্রাইক এসে চ্যানেল শেষ। তবে অন্য কিছু ৩-৫-৮ ছোটখাট ভিডিও আপলোড দিলে জীবনেও তা স্ট্রাইক খাবে না।


    এই পর্যন্তই, এই পোস্ট আগে কোথাও করা হয় নি। কারণ ওয়েবসাইটে এই অপশন টি যুক্ত হয়েছে বেশিদিন হবে না।
    পোস্ট কপি করলে মাইর খাবেন। বাই বাই।

  • 16 thoughts on "[Savetodrive]ইউটিউবে ঝরের গতিতে ভিডিও আপলোড করুন মাত্র একটি ক্লিক করার মাধ্যমে।[Youtube]"

      1. YASIR-YCS Author Post Creator says:
        ঠিক করছি ওয়েট
      2. YASIR-YCS Author Post Creator says:
        Done
    1. Contributor says:
      অসাধারণ পোস্ট 🙂
      1. YASIR-YCS Author Post Creator says:
        ?
    2. ādilxvя Author says:
      Hmmm.. valo post…. Ami praysomoy ei website ta use Kori…
      1. YASIR-YCS Author Post Creator says:
        ?
    3. S.m Tariqul Islam Anny Author says:
      আপনার এটাও বলা দরকার এটা শুধু ডাইরেক্ট লিঙ্কের জন্য। আজকাল অনকে সাইট ডাইরেক্ট লিঙ্ক প্রভাইড করে না। সে গুলো আইপি নির্ভর ডাইরেক্ট লিঙ্ক হয়ে থাকে বা সিকিউরিটি নির্ভর হয়ে থাকে। আপনাকে যে লিঙ্ক দেওয়া হবে সেটা আপনার আইপির উপর নির্ভর করে দিবে। কিন্তু সেইভটু ড্রাইব তাদের আইপি আপনার সাথে মিলবে না। তাই অনেক ডাইরেক্ট লিঙ্ক ও দেখা যাবে আপলোড নেয় না। তবে আস্তে আস্তে ডাইরেক্ট লিঙ্কের প্রতা বন্ধ হয়ে যাবে। কারণ সাইটের সিকিউরিটি জন্য অনেক সাইট,ক্লাউড,হোস্ট ডাইরেক্ট লিঙ্ক দেয় না। সে গুলো আইপি নির্ভর করে দেয়।
      1. YASIR-YCS Author Post Creator says:
        ওও?
    4. Oliur Rahman Miraz Author says:
      ব্রো, আপনি কপি পেস্ট ইউটিউবার?? মাই গড। কথাটা বিলিভ করতে পারলামনা। আপনি তো একজন ভালো অথর।
      আপনার মাঝে যেটা আছে সেটা সবার মাঝে তুলে ধরুন। Be A content creator. ?
      1. YASIR-YCS Author Post Creator says:
        ??ইউটিবিং করার ইচ্ছে নেই আমার। তাই একটা একাউন্ট আছে সেখানে মুভি আপলোড দেয়। এক চ্যানেল থেকে ডাউনলোড দেই আর আমার চ্যানেলে আপলোড দেয়।??
    5. nrbarek Author says:
      jekonu website er direct dlod link dile hobe?
      1. YASIR-YCS Author Post Creator says:
        হুম

    Leave a Reply