♥♥আসসালামু আলাইকুম♥♥
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছাঃ
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।রমজান মাসে আপনাদের সামনে অস্থির একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি।ফোনের গোপন ৫ টি ফোন আনলক করার ট্রিক্স।অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না।যারা জানে না তাদের জন্য করা আজকের পোস্ট।আজকের যে ৫ টি লক আনলক করার ট্রিক্স নিয়ে আলোচনা করব অসাধারণ ফোন লক এবং আনলক করার সিস্টেম। চলুন বেশি কথা না বলে কাজে আসা যাক
যে পাঁচটি লক নিয়ে আলোচনা করা হবেঃ
▪On-body detection
▪Trusted places
▪Trusted devices
▪Trusted face
▪Voice match
?প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যান।তারপর Security তে প্রবেশ করুন।
?তারপরSmart lock এ ক্লিক করে প্রবেশ করুন।
?তারপর একটা পেজ আসবে সেখানে আপনার pattern বা পাসওয়ার্ড দিন।আপনি বর্তমানে ফোন লক করার জন্য যে pattern ব্যবহার করেন সেটাই দিবেন এখানে।
?এখন দেখুন যে পাচটি লকের কথা বলা হয়েছে সেগুলা শো করবে।
লক আনলক গুলার বিস্তারিত কিছু আলোচনাঃ
➡(1)On-body detection:
?এর ওপর ক্লিক করুন দেখুন On body detection লেখার নিচে এই লেখাটি keep your device unlocked while it’s on you:আছে যার অর্থঃআপনার ডিভাইসটি আনলক করে রাখলে এটি আপনার উপর থাকবে।অথাৎ এটি ওন করে দিয়ে আপনার শরিরের যে কোন ওপশন সেটিংস করে রাখলে।সেই জায়গায় লাগলেই ফোন আনলক হয়ে যাবে লক থেকে।
?সেটিংস করবেন যেভাবে On-body detection এর ওপর ক্লিক করুন।তারপর নিচের মত পেজ আসবে সেখানে নিচের দেখানো মত জায়গায় ক্লিক করে ওন করে দিন।
➡(2)Trusted places:
?Trusted places হলো Add location where device Should be unlocked:যার অর্থঃডিভাইস আনলক করা উচিত যেখানে অবস্থান যোগ করুন।অর্থাৎ এটি ব্যবহার করতে চাইলে এমন একটি প্লেস ঠিক করুন যে প্লেস বা অবস্থানে থাকলে আপনার ফোনটি আনলক হয়ে যাবে।তাছাড়া আনলক হবে না সহজেই।এই অবস্থানটি আপনার→অফিস,স্কুল,কলেজ,বাসা যেকোনো জায়গা হতে পারে।
?Trusted places লকটি ইউজ করতে চাইলে তার ওপর ক্লিক করুন।তারপর একটা পেজ আসবে সেখানে Add Trusted places এ ক্লিক করে আপনার নির্দিষ্ট অবস্থানটি সিলেক্ট করে দিন।
➡(3)Trusted devices:
?Trusted device লকটি হলো add device to keep this one unlocked when it’s nearby:যার অর্থ হলোঃ
এটির কাছাকাছি থাকা অবস্থায় এটি এক আনলক রাখার জন্য ডিভাইস যুক্ত করুন।অর্থাৎ বাড়ির বা অফিসের যে কোন ডিভাইসকে কে আপনি আপনার লক খোলার সিস্টেম করতে পারেন।
?Trusted device লকটি সেটিংস করতে চাইলে প্রথমে তারওপর ক্লিক করুন।তারপর একটা পেজ আসবে নিচের মত সেখানে নিচের দেখানো জায়গায় ক্লিক করি নির্দিষ্ট ডিভাইস দিয়ে সেটিংস করুন।
➡(4)Trusted face:
?Trusted face হলোঃset up facial recognition যার অর্থ হলোঃমুখের স্বীকৃতি সেট আপ।অর্থাৎ এটা দিয়ে আপনি আপনার মুখের ফেস দিয়ে ফোন আনলক করতে পারবেন।এটি সেটিংস করতে চাইলে প্রথমে তার ওপর ক্লিক করুন।তারপর একটা পেজ আসবে সেখানে Set up এ ক্লিক করুন।
?তারপর একটা পেজ আসবে সেখানে Next এ ক্লিক করে দিন।
?তারপর একটা পেজ আসবে সেখানে নিচের মত গোল চিহ্ন সহ ক্যামেরা অপেন হবে।ক্যামেরাটা আপনার মুখের সামনে ধরুন সেই চিহ্নের ভিতরে।
?তারপর ফেসটা ওঠে গেলে নিচের মত আসবে সেখানে Next এ ক্লিক করুন।
?তারপর একটা পেজ আসবে সেখানে Done এ ক্লিক করুন।কাজ শেষ এখন মুখের ফেস দিয়ে ফোন আনলক করতে পারবেন।
➡(5)Voice match:
?Voice match: এটি হলো set up voice match:ভয়েস ম্যাচ সেট আপ।আপনি আপনার ভয়েস দিয়ে ফোন আনলক করতে পারবেন।
?Voice match দিয়ে ফোন আনলক করতে চাইলে তারওপর ক্লিক করুন।এবং নিচের দুইটা ওপশন ওন করে দিন নিচের ওপশন থেকে ভয়েস দিয়ে সেটিংস করে নিন।
বি:দ্রঃপোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।
♥♥♥আল্লাহ হাফেজ
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
not working all phone
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
ak ta 2 ter nam apnay bolen to daki !!