অনেকেই সঠিক নিয়োমে Windows আপডেট বন্ধ করতে পারেন।

যারা পারেন, তারা দয়া করে এই পোস্ট টি এড়িয়ে যান।


এখনো পর্যন্ত অনেকেই সঠিক নিয়োমে Windows আপডেট বন্ধ করতে পারেন না।

যারা পারেন না, তারা এই পোস্ট টি লক্ষ করতে থাকুন।


আপনার কম্পিউটারের My Computer অথবা This PC এর উপরে মাউস রেখে, মাউসের ডান দিকে একটা ক্লিক দিন। তারপর নিচের ছবির দেখানো জায়গাতে অর্থাৎ Manage এ ক্লিক করুন।

 

 

তারপর Services and Applications এ ডাবল ক্লিক দিন।

তারপর Services এ ক্লিক করুন।

 

এখন Windows Update অপশন টি খুঁজে বের করুন।

এবং সেখানে ডাবল ক্লিক দিন।

 

নিচের ছবিতে দেখানো অপশন টা তে Disable সিলেক্ট করে নিন।

তারপর Stop এ ক্লিক করুন।

খেয়াল করুন। অল্প একটু সময় লাগছে।

এখন Apply তে ক্লিক দিন।

তারপর OK তে ক্লিক দিন।

কাজ শেষ।

Windows Update বন্ধ হয়ে গেছে।


পোস্ট থেকে বুঝতে কোনো প্রকার সমস্যা মনে হলে নিচের ভিডিও টি দেখুন।

 

 



ভুলত্রুটি মার্জনা করবেন।


পোস্ট টা সবার ভালো না ও লাগতে পারে।

  • যদি ভালো না লাগে তাহলে কোনো বাজে কম্মেন্ট না করে পোস্ট টি এড়িয়ে যান।
  • আর ভালো লাগলে কষ্ট করে পোস্ট টি তে লাইক দিয়ে আপনার মন্তব্য টা জানিয়ে দিবেন প্লিজ।

 

প্রায় ৬৫+ ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল *এখানে*

ফেইসবুকে আমি

আল্লাহ হাফেজ

10 thoughts on "যে কোনো Windows আপডেট বন্ধ করার সঠিক নিয়ম।"

  1. Create Contributor says:
    screenshot গুলো এতো clear যে, কিছুই বোঝা যায়না !!
    আর title এ বানান ভুল।
    ভুল >> নিয়োম
    শুদ্ধ >> নিয়ম
    1. Tuhin Author Post Creator says:
      ভুল টা দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
      আর স্ক্রিন শট গুলো ভিডিও থেকে দেওয়া ভাইজান। দয়া করে একটু বুঝে নিবেন।
      আমার মনে হয় ছবি গুলো ঘোলাটে লাগলেউ তা বোঝা যাচ্ছে।
    2. Tuhin Author Post Creator says:
      আপনাকে আবারো ধন্যবাদ দিচ্ছি ভাই। ভুল দেখিয়ে দেওয়ার জন্যে। আসলে পোস্ট লিখতে গেলে একটু ভুল হওয়াটা স্বাভাবিক।
      আপনার মত সকলেই যদি ভুল গুলো একটু গুরুত্ব সহকারে দেখিয়ে দেন, তাহলে পরবর্তী পোস্টে ভুল হওয়ার সম্ভাবনা অনেক টাই কমে যেতে পারে।
      তাই ধন্যবাদ আপনাকে ভাই।
  2. Fahad Contributor says:
    windows 10 e eto sohoj na
    1. Tuhin Author Post Creator says:
      Same,
      You may try.
  3. Reian Contributor says:
    amr ta windows 10…ata update korte koto MB lagbe plzzz akto bolben?
    1. Tuhin Author Post Creator says:
      eta sothik vabe bola jabe na. sobar pc te sob programe update lage na.
      asole koto mb lagbe eta depend korce kon file gulo update cacce tar upor. apnar chacking update option theke dekhte parben koto gulo ebong kon file gulo update dewa lagbe.
  4. Harun Molla Contributor says:
    “Media Foundation Protected Pipeline EXE has Stopped Working” ei message ta disse usb cable diye phone e file share korte gele..ki korbo plz help me
    1. Tuhin Author Post Creator says:
      change your Data Cable
  5. gsm sohan Author says:
    very simple and good post

Leave a Reply