আসছালামু আলাইকুম। আসা করি
আল্লাহর অশেষ রহমতে সবাই ভালই
আছেন। আজকে আপনাদের কি শেখাব
তা হয়ত শিরোনাম দেখেই বুঝতে পেরে
ছেন! হ্যাঁ আজ আপনাদের দেখাব
কীভাবে মাত্র এক ক্লিকেই আপনের
অ্যানড্রয়েড ফোনকে রুট করবেন।
সম্পুর্ণ প্রক্রিয়াটি সমাপ্ত হতে
মাত্র ১ সেকেন্ড সময় লাগবে। তাই আর
দেরি না করে আপনের অ্যানড্রয়েড
ফোনটি হাতে নিয়ে এবার টিউনটি
পড়া শুরু করুন। অনেকেই হয়ত
ভাবছেন রুট আবার কি? এটা করলে
কি হবে আর না করলে কি হবে?
উত্তরঃ সহজ কথায় রুট হল আপনের
ফোনটিকে আপনের ইচ্ছামত কাস্ট
মাইজ বা নিয়ন্ত্রন করার একটি প্রক্রিয়া।
দেখুন রুট করলে কি কি সুবিধা পাবেন;

@ অনাকাঙ্খিত.প্রিইন্সটলেড অ্যাপ রিমুভ
করা ফোনের পারফর্মেন্স বাড়ানো, অ্যানড্র
য়েড ভার্সন আপগ্রেড করা, যেমন জেলি
বিন হলে কিটক্যাট বা ললিপপ করে নেয়া

@ ওয়াইফাই ও ইউএসবি টিথারের নিয়
ন্ত্রন নেয়া (ফোনের ইন্টারনেট পিসিতে
শেয়ার)….

@ কাস্টম থিম ব্যবহার আনড্রয়েড ওএস
আপডেট করা আইওএস এর ব্যবহার
ইত্যাদি আরো অনেক আছে।

@ ও আরেকটি কথা, এমন অনেক অ্যাপ
আছে যেগুলা ব্যবহার করতে হলে আপ
নাকে অবশ্যই ফোনটিকে রুট করে নিতে
হবে। যেমন স্ক্রিন রেকর্ডার প্রো। রুট না
করে এটা ওপেন করলে নিচের মত দেখাবে,

এর মানে হল আপনি ফোনের স্ক্রিন
রেকর্ড করে টিউটোরিয়াল তৈরি
করতে চাইলে অবশ্যই ফোনটিকে
রুট করে নিতে হবে। এবার আপনের

ফোনটিকে রুট করতে চাইলে নিচের
ডাউনলোড বাটনে ক্লিক করে “রুট
মাস্টার” নামক অ্যাপটি ডাউনলোড
করে নিন। মাত্র ৪ মেগাবাইট।

Download Link:::::- ● Click Here

ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল
করে অ্যাপটি ওপেন করুন। নিচের
মত স্ক্রিন আসবে,…

একটু পরই অটোম্যাটিক্যলি নিচের
স্ক্রিনেরমত আসবে,…..

উপরের স্টার্ট বাটনে ক্লিক করুন।
আপনের কাজ শেষ। এবার কয়েক সেকেন্ড
অপেক্ষা করুন, তারপর নিচের স্ক্রিনের মত
সাক্সেসফুল ওয়ার্নিং দেখাবে,…

এর অর্থ হল আপনের ফোনটি সাক্সেস
ফুলি রুট হয়ে গেছে। এবার আপনের
ফোনটি অটোম্যাটিক্যালি রিস্টার্ট
হবে, তাইলেই কাজ শেষ।

আসলেই কি ফোন রুট হয়েছে? সেটা
অ্যাকুরেটভাবে চেক করতে হলে
আপনাকে আরেকটি অ্যাপ ডাউন
লোড করতে হবে যার নাম হল Root
Checker Basic, এটি দিয়ে আপনি
চেক করতে পারবে আসলেই ফোন
রুট হয়েছে কিনা! Root Checker
Basic অ্যাপটি ডাউনলোড করার
জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক
করুন, মাত্র ১ মেগাবাইট।….

Download Link:::::- ● Click Here

ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল
করে অ্যাপটি ওপেন…

আপনের ফোন রুট হয়েছে কিনা তা
জানতে উপরের ভেরিফাই রুট লেখা
তে ক্লিক করুন।

তারপর যদি নিচের স্ক্রিনের মত লেখা
দেখতে পান,….

তাহলে বুঝবেন যে আপনের ফোনটি

সাকসেস্ফুলি রুট হয়েছে।

এবার যদি কোনো রুট নিডেড অ্যাপ
ইউজ করতে চান তাহলে তা রুট
অথরাইজ করে নিতে হবে। যেমন
আপনাদেরকে টিউনের প্রথমে যে স্ক্রিন
রেকর্ডার প্রো অ্যাপের কথা বলেছিলাম,
চলুন সেটা ওপেন করি।

ওপেন করলে নিচের মত একটা পপ
আপ স্ক্রিন আসবে।

আপনের কাজ হল ডোন্ট আক্স এগেইন
এ চেক করে দিয়ে অথরাইজ এ ক্লিক
করা। ব্যাস, এবার উপভোগ করুন
রুটের সকল সুবিধা।

রুট মাস্টার অ্যাপটি ইন্সটল করা হয়ে
গেলে King user নামে একটি অ্যাপ
আপনের ফোনে চলে আসবে। খুঁজে
খুঁজে সেটি বের করে অপেন করুন।
এবার সেটিং এ যান। তারপর
নিচের মত সেটিং করে নিন।

আপনি যদি চান যে, আপনের আপনের
ফোনটিকে রুট থেকে পূর্বের অবস্থায়
ফিরিয়ে নিবেন বা রুট পার্মিশন রিমুভ
করবেন তাহলে উপরের Remove Root
Permission লেখাতে ক্লিক করুন।
তাহলে আপনের ফোনটি পূর্বের
অবস্থায় ফিরে যাবে।

সৌজন্যেঃ- ■ গরিবের সাইট

সবাইকে অসংখ্য ধন্যবাদ……

Leave a Reply