হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। TrickBD তে এটি আমার প্রথম পোস্ট। অনেক আগে থেকেই TrickBD নিয়মিত ভিজিট করি। কিন্তু কখনো পোষ্ট লেখার কথা মাথায় আসে নি। আজকে চিন্তা করলাম যে একটা পোস্ট লিখলে কেমন হয়। তাছাড়া পোস্ট করার মতো ভালো একটি ভিপিএন অ্যাপস ও পেয়ে গেলাম। তাই পোস্ট লিখতে বসে গেলাম। কেমন হবে জানি না। আপনাদের কমেন্ট দেখেই বুঝা যাবে যে পোস্টটি কেমন হয়েছে। যাই হোক আর বকবক করব না। সরাসরি পোস্টে চলে যাই।
আমরা অনেকেই অনলাইনে এনোনিমাস থাকার জন্য বা নিজের পরিচয় গোপন রাখার জন্য অথবা সিকিউরড থাকার জন্য বিভিন্ন ধরনের ভিপিএন ব্যবহার করি।
কিন্তু বর্তমানে বেশিরভাগ ভিপিএনই পেইড অ্যাপস অর্থাৎ টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। লাকি প্যাচার এর মতো বিভিন্ন ক্র্যাকার দিয়ে ক্র্যাক করেও এসব অ্যাপস ফ্রিতে ব্যবহার করা যায়না। আর যেসব অ্যাপস ফ্রিতে ডাউনলোড করা যায় তাদের মধ্যে বেশিরভাগই কাংখিত ফিচার প্রোভাইড করতে পারে না।
তাই আজকে আপনাদের জন্য অনেক খুজে সেরা একটি ভিপিএন অ্যাপ নিয়ে এসেছি।
★App Name: Thunder VPN
★Size: 6.0 MB
★Ratings: 4.8
চলুন প্লে স্টোরে অ্যাপটির কিছু রিভিউ দেখে নেওয়া যাক।
স্ক্রিনশটটি দেখে নিশ্চই বুঝে ফেলেছেন যে অ্যাপটি কেমন জনপ্রিয়।
অ্যাপটি কেন ব্যবহার করবেন?
✓ এতে রয়েছে হাই-স্পিড ব্যান্ডউইথসহ সর্বোচ্চ সংখ্যক সার্ভার
✓ কোন কোন অ্যাপ ভিপিএন ব্যবহার করবে তা সিলেক্ট করে দেওয়ার সুবিধা
✓ ৩জি, ৪জি, ওয়াইফাই সহ যেকোনো নেটওয়ার্কে ব্যবহার করতে পারবেন।
✓ কোনো ধরনের রেজিস্ট্রেশন এর প্রয়োজন নেই
✓ মাত্র এক ক্লিকেই কানেক্ট এর সুবিধা
✓ দারুন ইউজার ইন্টারফেসসহ স্বল্প সংখ্যক অ্যাড
✓ কোনো ধরনের লিমিটেশন নেই।
অর্থাৎ এটি একটি পূর্ণাঙ্গ ভিপিএন অ্যাপ।
অ্যাপটির কিছু স্ক্রিনশটঃ
ডাউনলোডঃ
নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
Play Store Link
Apkpure Link
তাহলে অ্যাপটি ডাউনলোড করে সবাই ফ্রিতেই প্রিমিয়াম ভিপিএনের মজা নিন। আর পোস্টটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।
আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
8 thoughts on "[Apps Review] Thunder VPN – অ্যানড্রয়েডের জন্য সেরা একটি ভিপিএন (রিভিউ +ডাউনলোড লিংক)"