আশা করি সবাই ভালই আছেন। হ্যাঁ ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকে। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম অসাধারণ একটি ওয়েবসাইট priyo.com এর ব্যাসিক ধারনা নিয়ে। হ্যাঁ টাইটেলে টিকই দেখেছেন প্রিয়.কমে লিখুন আয় করুন ও পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিন। নিচে এই ওয়েব সাইটের বিস্তারিত বর্ণনা দেয়া হল।
প্রিয়তে লিখুন এবং আয় করুনঃ
আপনি যদি একজন সৃজনশীল লেখক হন, প্রিয়.কম আপনার জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। আপনার সময় এবং শ্রমের বিনিময়ে লেখা কনটেন্ট পড়বে দেশ এবং দেশের বাইরের লক্ষাধীক পাঠক। শুধুমাত্র আপনার লেখা প্রকাশিত করাই এর লক্ষ্য নয়, আপনার সৃষ্টিশীল লেখাটি পাঠক সমাজে কতটা জননন্দিত তার উপর ভিত্তি করে আপনি অর্থও উপার্জন করতে পারবেন এখান থেকে। দেশজুড়ে থাকা সৃষ্টিশীল লেখকরা তাদের লেখার মাধ্যমে পাঠক মনের খোরাক যোগাবেন এই প্ল্যাটফর্মে, আর সেই সেতুবন্ধন দৃঢ় করতে সঙ্গে থেকে প্রেরণা যোগাবে সকলের কাছে সমাদৃত প্রিয়.কম।
লেখা পোস্ট করার নিয়মঃ
- সবার প্রথমে লেখক হিসেবে প্রিয়তে সাইন আপকরুন । সাইন আপ করুন আপনার ইমেইল ব্যাবহার করে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যাবহার করে । আপনার মোবাইল ফোন নাম্বার প্রদান করে সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করুন।
- প্রোফাইল পেজে গিয়ে আপনার নাম,পেশা,লিঙ্গ ইত্যাদি তথ্য দিয়ে প্রোফাইল আপডেট করুন । অনুরূপ ভাবে লেখক প্রোফাইল পেজে গিয়ে ছবি,পদবি, বৃত্তান্ত দিয়ে লেখক প্রোফাইল আপডেট করুন ।
- পূর্বে থেকেই প্রিয়তে অ্যাকাউন্ট থাকলে লগইনকরুন।
- মেনুবার থেকে পোস্ট ট্যাব এ ক্লিক করুন।
- নতুন লেখা পোস্ট করার জন্য নতুন পোস্ট এ গিয়ে আপনার লেখাটির একটি টাইটেল, বর্ণনা, ছবি (প্রতীকিও হতে পারে)এবং অন্যান্য তথ্যাদি ঠিকমতো দিয়ে “Submit to Publish” বাটনটিতে ক্লিক করুন।
- আপনার প্রেরিত লেখাটি পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সম্পাদক কর্তৃক সম্পাদিত হবে এবং প্রকাশ উপযোগী হলে প্রয়োজনীয় ছবি, ভিডিও অথবা অলঙ্করণের সমন্বয়ে প্রকাশ করা হবে।
- প্রকাশিত হওয়া মাত্রই আপনার লেখাটি আপনারপ্রকাশিত পোস্ট সেকশন এ যুক্ত হবে।
- আপনার লেখাটি যতটা সম্ভব আপনার পরিচিত মহলে ছড়িয়ে দেয়ার। কারণ আপনার উপার্জনের শুরু এখান থেকেই।
প্রতিবেদনের বিষয়ঃ
প্রধান যে বিভাগগুলিতে লেখাগুলো তারা খুজে তা হলঃ
নিউজ, সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা, (বাংলাদেশ এবং আন্তর্জাতিক,বিনোদন, ব্যবসা, খেলা, লাইফ, প্রযুক্তি) সংক্রান্ত যেকোন বিষয়ে আপনার লেখাটি উপযুক্ত তথ্যসূত্র এবং ছবি সংযুক্ত করে পোস্ট করতে পারবেন। ফলে এখান থেকেই আপমার সাংবাদিকতা পেশা সবচেয়ে সহজ উপায়ে শুরু।
তাছাড়া সাহিত্যেও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এবং আপনার সাহিত্য প্রতিভার বিকাশ এখান থেকেই শুরু করতে পারেন।
কিভাবে আয় করবেনঃ
- লেখা প্রকাশিত হবার পর বামদিকের মেনু লিস্ট থেকে প্রকাশিত পোস্ট সেকশন এ আপনি আপনার লেখার হালনাগাদ সব তথ্য ও অবস্থান জানতে পারবেন।
- আপনার প্রতিবেদনটি কি পরিমানে পঠিত হচ্ছে অথবা শেয়ার হচ্ছে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন উপার্জন সেকশনে ।
- লেখাটি সর্বনিম্ন ১০০০ বার পঠিত হলে আপনার আপনার একাউন্টে পয়েন্ট জমা হতে থাকবে।
- প্রকাশিত হবার পর থেকে পরবর্তী তিরিশ দিনের মাঝে আপনার লেখাটি যতবার পঠিত হবে তার উপর ভিত্তি করে আপনার একাউন্টে একটি নির্দিষ্ট পরিমান পয়েন্ট যোগ হবে । পয়েন্টের পরিমান নির্ধারিত হবে মূলত আপনার লেখাটির হিট কাউন্ট এবং priyo.com কর্তৃক নির্ধারিত CPM (Cost Per Thousand) রেট এর উপর।
- আর্টিকেলের বয়স ৩০দিন পার হয়ে গেলে ওই আর্টিকেলের নতুন হিট কাউন্টের জন্য আর নতুন কোন পয়েন্ট যোগ হবে না ।
- ৩০ দিন পরে আপনার আর্টিকেলের উপার্জিত পয়েন্ট যাচাই সাপেক্ষে আপনার প্রিয় একাউন্টে হস্তান্তর করা হবে ।
- এবার উপার্জিত পয়েন্ট দিয়ে আপনি প্রিয়র বিভিন্ন সেবা নিতে পারবেন । অথবা আপনার আইপে একাউন্টে পয়েন্ট উত্তোলন করতে পারবেন ।
- আপনার আইপে থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
লেখা প্রকাশ হবার শর্তাবলীঃ
প্রিয়তে লেখা পাঠাতে হলে আপনাকে নির্দিস্ট কিছু নিয়মাবলি মেনে চলতে হবে।
- প্রিয়.কমে লেখক হিসেবে আপনার তৈরি প্রোফাইলটির সকল তথ্য যথাযথ ভাবে পূরণ করতে হবে। প্রোফাইলে আপনার ছবি,ইমেইল,ফোন নম্বর কিংবা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য প্রদান অসম্পূর্ণ থাকলে,আপনার লেখা সাইটে প্রকাশিত হতে বিলম্বিত হবে।
- প্রতিবেদন লিখুন আপনার পছন্দের যেকোনো বিষয়ে। প্রতিবেদনের বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে লেখা আছে। এছাড়াও তাদের পোর্টালের মেন্যুবারে উল্লেখিত ট্যাবগুলোর প্রতিটিতে চোখ বুলালেও এ সম্পর্কে ধারণা পেতে পারবেন।
- কপিরাইট সংক্রান্ত ঝামেলা এড়াতে এখানে শুধুমাত্র আপনার মৌলিক লেখাগুলোই পোস্ট করার অনুরোধ করে থাকে। তৃতীয় কোনো ব্যক্তির লেখা,অনুমতি ছাড়া কারো তোলা ছবি,ব্যক্তিগত কোন গবেষণাপত্র এখানে প্রকাশের উদ্দেশে পাঠানো যাবে না।
- এই সাইটে প্রকাশিত আপনার লেখাটি সম্পূর্ণ রূপে প্রিয়.কমের নিজস্ব সম্পত্তি বলে গণ্য হবে। সাইটে প্রকাশিত লেখাটির কোনো অংশ কপি করে,ব্যবহারকৃত ছবি ডাউনলোড করে তৃতীয় কোন ওয়েবসাইটে, কিংবা ব্যক্তিগত প্রচার প্রচারণায় ব্যবহার করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।
- একই বিষয়ে একাধিক আর্টিক্যাল না লিখে,প্রতিবার নিত্য নতুন বিষয় নিয়ে লেখা দিতে পারেন।
- আর্টিক্যালটি অনুবাদ হলে,মূল লিঙ্কটি তথ্যসূত্র হিসেবে উল্লেখ করতে হবে।
- আমাদের লক্ষ্য থাকবে পাঠককে মানস্মমত লেখার সঙ্গে পরিচয় ঘটাতে। সুতরাং আর্টিক্যালের ভাষা যথাযথ রূপে শুদ্ধ হতে হবে। দুর্বল ভাষাজ্ঞান কিংবা অতিরিক্ত বানান ভুল, লেখাটিকে অযোগ্য বলে বিবেচিত করতে পারে।
- লেখকের প্রোফাইলে তার নিজের মুখচ্ছবি থাকতে হবে।
- কোনো রকম উগ্র, নাশকতামূলক, যৌনবিকৃত কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা পাওয়া গেলে আপনার লেখক প্রোফাইলটি জব্দ করে নেওয়া হবে।
- প্রিয়.কমের সাইটে প্রকাশিত প্রতিটি লেখার দায়িত্ব সাইটের কর্তৃপক্ষের। লেখকের প্রকাশিত কোনো লেখায় কপিরাইট আইন কিংবা তৃতীয় কোন ব্যক্তির অধিকার লংঘিত হয় এমন কোন বিষয় পেলে,কর্তৃপক্ষ যে কোন সময় সেই লেখাটি সাইট থেকে সরিয়ে নিতে পারেন।
সম্পাদকীয় বিধিনিষেধঃ
এই সাইটের একজন সক্রিয় এবং মৌলিক ধারার লেখক হিসেবে যে সকল বিষয়গুলো আপনি এড়িয়ে চলবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন তা হল:
- কোন রকম উগ্র,নাশকতামূলক, যৌনবিকৃত, বর্ণবাদী কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা।
- প্রিয়.কম সাইট কিংবা সফটওয়্যার হ্যাক করার চেষ্টা করা।
- কোনো রকম ধ্বংসাত্মক ভাইরাস কিংবা কোড সাইটে প্রবেশ করানো।
- আর্টিক্যালের সঙ্গে সম্পর্কিত না এমন কোন লিঙ্ক সংযুক্ত করা।
- নিজের নাম এবং পরিচয় গোপন করে প্রোফাইল খোলা।
- কোনরকম আইনবিরোধী কাজে লিপ্ত হওয়া।
- লেখা কিংবা উক্তির মাধ্যমে অন্যকে উত্তক্ত করা,ব্যক্তিস্বার্থে আঘাত করে এমন কাজ করা।
- বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষায় আর্টিক্যাল পোস্ট করা।
- অন্য কোনো সাইটের কনটেন্ট চুরি করা,সরাসরি অনুবাদ করা,কিংবা কপি করা।
- উভয় পক্ষের কপিরাইট আইন লঙ্ঘিত হয় এমন কিছু করা।
- প্রতারণা, হ্যাকিং কিংবা এই সংক্রান্ত কোনো রকম অবৈধ কর্মকাণ্ড অবলম্বন করা।
- কোন আর্টিফিশিয়াল বা অটোমেটিক পন্থা অবলম্বন করে পেজের কিংবা লেখার ইম্প্রেসন বাড়ানো।
- এখানে প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ব তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে বিবেচিত। যদি কোনো নকল লেখা দেখে থাকেন অথবা কোনো বিষয় আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়ে থাকে, অনুগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করুন।
- বন্ধুরা প্রিয়.কমে আমার একটি লেখা দেখে আসলে খুবি কৃতজ্ঞভাজন হতাম। একদম ফ্রি-ব্যাসিক লিংক। কোনো ডাটা চার্জ প্রযোজ্য নয়।
আর হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা priyo.com ফ্রি ব্যাসিক্সে যুক্ত করতে ’প্রিয়.কম’ লিখে সার্চ করুন।
Ami porosh tv ar jugantor e lekhi….
Poroshtv te now sangbadik neua hobe keu hote caile
Free.Facebook.com/jg.jgmga
Facebook e ashen….
Mashe beton deua hobe…
01758195324
Amar number
Facebook name: justin shirajul islam
Ami porosh tv ar jugantor e lekhi….
Poroshtv te now sangbadik neua hobe keu hote caile
Facebook e ashen….
Mashe beton deua hobe…
01758195324
Amar number
Facebook name: justin shirajul islam