আশা নয় বিশ্বাস, ভালোই আছেন আপনারা। আমিও ভালোই আছি।আর সম্মানিত এডিমন, ইডিটর, সাপোর্ট টিম কে ধন্যবাদ কারণ : আমাকে লেখক বানানোর জন্য।
আজকের বিষয়:
প্রত্যেক নতুন ইউটিউবার দের প্রশ্ন : কপিরাইট ফ্রি ইমেজ কোথায় পাবো?। আর প্রশ্ন থাকবেই না বা কেনো! ইউটিউব যে নতুন নিয়ম করেছে। গুগল থেকে কোন ইমেজ ডাউনলোড করে ভিডিওতে ব্যবহার করলেই কপিরাইট ধরিয়ে দেয়।আর আপনারা হয়তবা জানেন ৩টা কপিরাইট হলে চ্যানেল সাস্পেন্ড!।তাই আমি আজকে পোস্ট করেছি ” কোন ওয়েবসাইট এ কপিরাইট ফ্রি ইমেজ পাবেন “। আর হ্যাঁ আরেকটি কথা ট্রিকবিডির এক টিউনার এই ওয়েপসাইটের এপ নিয়ে পোস্ট করেছেন। আমি ট্রিকবিডির কতৃপক্ষর কাছে ক্ষমা চাই। আর আমি মনে করি এপ এর চেয়ে ওয়েপসাইট অনেক ভালো। ডাউনলোড এর অনেক সুবিধা!।
স্ক্রিনশট
Wapsite এর লিংক নিচে দেওয়া আছে।
Link- PIXABAY.COM ( PAST ON YOUR BROWSER SEARCH BOX )
প্রথমেই ওয়েপসাইটে প্রবেশ করে সার্চ বক্স দেখতে পারবেন। এখানে আপনি আপনার প্রয়োজনীয় ইমেজ সার্চ করে নিতে পারবেন।
এখানে পাবেন অনেক Category’র ছবি।
ডাউনলোড করাও অনেক সহজ।আপনি যে ইমেজ ডাউনলোড করবেন সেটায় ক্লিক করে ধরে রাখুন।আর ” Save Image ” এ ক্লিক করে আপনার ইমেজ ডাউনলোড করুন।
পোস্টটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন আর কমেন্ট করে আমাকে উৎসাহ দিন।পরের পোস্টে আপনারা কোন পোস্ট চান সেটা জানান।আর আমি তো নতুন লেখক তাই ভূল হলে ক্ষমা করবেন।
13 thoughts on "[Youtube] সকল নতুন ইউটিউবার-দের প্রশ্ন – কপিরাইট ফ্রি ইমেজ কোথাই পাবো?।"