এবার যে কোন দরকারি কাগজ স্ক্যান করুন ঘরে বসে।তাও আবার নিজের হাতের মুঠোয় থাকা ভালোবাসার স্মার্টফোন টি দিয়ে। তৈরি করুন পিডিএফ ফাইল মেইল করুন সহজেই।আরো কতো ফিচার। যাদের প্রায় প্রতিদিন বা মাঝে মাঝেই স্ক্যানার এর দরকার হয় তাদের জন্য সবচেয়ে সহজলভ্য এই স্ক্যানার। অনেক কথা বলে ফেললাম কাজে ফেরার পালা এবার। প্লে ষ্টোর লিংক …………………..
গুগল লিংক ……………….
ইনষ্টল হলে ওপেন করুন। এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। [ স্ক্রিনশট এ দেখানো হল ] এখান থেকে রেজিস্ট্রেশন করে নিন যদি আগে করা না থাকে। ভয় পাবেন না এটি গুগল এর একটি প্রডাক্ট আর তাই নির্ভাবনায় কাজ করতে পারেন।জিমেইল কিংবা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে এপ এ প্রবেশ করুন। রেজিস্ট্রেশন না করেও আপনি এটি ব্যাবহার করতে পারবেন।কিন্তু অনলাইন এ সেভ হবে না। [ স্ক্রিনশট এ দেখানো হলো ] এরপর স্ক্রিনশট দেখে কাজ করুন [ স্ক্রিনশট এ দেখানো হল ] সবাই ভালো থাকুন;সুস্থ থাকুন;থাকুন ট্রিক বিডির সাথেই।
বিঃদ্র….
মানুষ মাত্র ই ভুল হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।কোন কিছু জানার বা জানাবার থাকলে ভদ্র ও রুচিশীল ভাষায় কমেন্টে জানাবেন। সকলেই ভদ্রতা বজায় রাখুন।
-আমিন
Valoi……