মূলত google sheet নিয়ে পোস্ট আমি করতাম না। তবে করলাম কারন এর পর (saved password copy / copy না করেই password show করার নিয়ম নিয়ে ) যে পোস্ট করব তাতে এটা লাগবে। তখন হয়ত বুঝবেন না তাই আগে এটাই করি।
যেভাবে গুগল sheet ব্যবহার করতে হয়
১/ play store থেকে sheets লিখে download করে open করেন
২/ লাল রং এর যোগ স্থানে চাপ দিন
৩/template নিয়ে কাজ করলে ওদের template বানানো আছে ওটা edit করে সুন্দর design করা যাবে
৫/যেকোনো লেখায় চাপ দিলেই ওটা edit করা যাবে
৬/ এখন spredsheet বানানো দেখি
spedsheet এ click করুন
৭/তারপর ইচ্ছামতো সাজান
আমি simple একটা কিছু লিখে দেখালাম
একটা পোস্ট এ এই app এর পুরো details & কাজের নিয়ম দেয়া সম্ভব না।
তাই কিছুটা ধারনা দিলাম।
কারন পরের পোস্ট এ যে password বের করার system নিয়ে পোস্ট দেব সেটাতে যেন সমস্যা না হয়
কোনো কিছু বুঝতে অসুবিধা হলে comment এ জানাবেন। খুব দ্রুতই সমাধান দেবার চেস্টা করব
trickbd থেকে আমরা এত কিছু শিখি, আমাদের কিন্তু উচিত trickbd কে দেশের প্রতিটি কোনায় পৌছে দেয়া। তাই পোস্টটি সবাই share করি please
7 thoughts on "Google sheet এর কাজ কি? এটার প্রয়োজনীয়তা কি তা জানতে পোস্টটি দেখুন"