আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
হ্যালো বন্ধুরা,, আপনারা অনেক সময় ওয়াইফাই কানেক্ট করতে গিয়ে সাধারণত Obtain ip address এর সমস্যায় পড়েন,,, ফলে কানেক্ট করতে সমস্যা হয় কিংবা কিছুটা দূরে থাকলেও এই সমস্যা হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনার ফোনে wifi কানেক্ট করবেন। তো আসলে দেখে নি obtain ip address টা কি?এটা হলো যখন আপনি কোনো Wifi লাইনের সাথে যুক্ত হতে চান,,তখন আপনার ডিভাইসের সাথে,,রাউটারের সংযোগ করে থাকে।কিন্তু IP Adress টা ঠিকমতো আপনার ফোনের কানেকশনের সাথে খাপ খাওয়াতে পারে না।ফলে এই সমস্যায় পড়তে হয়।,,,আপনার ফোনে কিছু সেটিংস্ করলে এই সমস্যা গুলো থেকে মুক্তি পেতে পারেন।
তো,,, কিভাবে কি করবেন দেখে নিন।
প্রথমে আপনার ফোনে Wifi অন করে নিবেন তারপর ফোনের সেটিংস এ Wifi এ ক্লিক করুন।
তারপর যে নেটওর্য়াকটিতে সমস্যা সেটা চেপে ধরুন।
Manage Network Setting এ ক্লিক করুন।
তারপর DHCP তে ক্লিক করুন।
তারপর Static সিলেক্ট করুন।
এবার আপনার কাজ হল যখন আপনি অনেক ছিলেন তখন আপনার ফোনের ip address টা কোথাও লিখে রেখে এই জায়গায় পেস্ট করুন। তারপর save লেখায় ক্লিক করুন তাহলে দেখবেন যে কিছুটা দূরে থাকলেও কিংবা connecting সমস্যাটা আর হচ্ছে না।
আপনার ফোনের ip address বিভিন্নভাবে বের করতে পারেন,,, যেমন — প্লে স্টোরে আইপি এড্রেস লিখে সার্চ দিলে আপনি অনেক গুলো অ্যাপ পেয়ে যাবেন সেখান থেকে একটি অ্যাপ নামিয় নিলে app টির ভিতরে আপনি আপনার ফোনের connecting এ অবস্থায় আইপি এড্রেস টা পেয়ে যাবেন।
এভাবে আপনি Obtaining IP Adress এবং কানেক্টিং সমস্যা থেকে মুক্তি পাবেন।
আবার আপনার ফোনের সেটিংস এ একটি অপশন চালু করে রাখলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
তো এটা কিভাবে করবেন চলুন দেখি নি প্রথমে আপনি আপনার settings এ যান। তারপর Devloper options এ ক্লিক করুন নিচের দিকে স্ক্রল করে গেলে গেলে,,Aaggressive Wifi to hand…..Options পাবেন।,,,তা Mark করে দিন।
তো দেখবেন আর সেরকম সমস্যা হচ্ছে না।
আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।
আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।
আল্লাহ হাফেজ
যেকোন প্রয়োজনেঃ
MTK Nam এর একতা প্লে স্টোর আপ আছে
অইতা দিয়ে Mac address change kore unlimited চালান