ঈদ এর ৪র্থ দিনের একক নাটক ও টেলিফিল্মসমূহ-

১) গল্লির মাস্টার মিঞা ভাই (লাভলু, তানজিন তিশা), পরিচালনা- গোলাম সোহরাব দোদুল, দুপুর ২.১০ মিনিট, বাংলা ভিশন।

২) বেলী অতঃপর (মিলন, মম), পরিচালনা- নজরুল ইসলাম রাজু, দুপুর ২.২০ মিনিট, এনটিভি।

৩) কেমন আছো (মনোজ, প্রভা), পরিচালনা- হাবিব শাকিল, দুপুর ২.৩০ মিনিট, এস.এ টিভি।

৪) প্রেম নয় তার চেয়েও একটু বেশি, পরিঃ- রাজিবুল ইসলাম রাজীব, দুপুর ২.৩০ মিনিট, চ্যানেল আই।

৫) বৃষ্টি ভেজা ঘর (মিলন, মানতাশা), পরিঃ- মাহমুদ দিদার, ৪.৩০ মিনিট, চ্যানেল আই।

৬) অমানিশার অন্ধকার (শ্যামল মাওলা, নাদিয়া), পরিঃ- দেবাশীষ দ্বীপ, সন্ধ্যা ৬টা, বাংলা টিভি।

৭) ব্যা-আক্কেল (আজাদ আবুল কালাম, মৌসুমি নাগ), সন্ধ্যা ৬.৩০ মিনিট, দীপ্ত টিভি।

৮) ব্ল্যাক লাইট (মোশারফ করিম), পরিঃ- আলম আশরাফ, সন্ধ্যা ৭.০৫ মিনিট, আরটিভি।

৯) আমার নাম মানুষ (জন, অপর্ণা), পরিঃ- শাফায়েত মনসুর রানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট, জিটিভি।

১০) মোটর সাইকেল (সেলিম, জোভান), পরিঃ- চয়নিকা চৌধুরী, সন্ধ্যা ৭.৩৫ মিনিট, দেশ টিভি।

১১) সবুজ দরজা, পরিঃ- ফেরদৌস হাসান, সন্ধ্যা ৭.৩৫ মিনিট, চ্যানেল আই।

১২) কানামাছি ভোঁ ভোঁ (জন, অপি করিম), পরিঃ- আশফাক নিপুণ, সন্ধ্যা ৭.৫০ মিনিট, বাংলা ভিশন।

১৩) ছলনা (নিশো, তিশা), পরিঃ- আশফাক নিপুণ, রাত ৮.০৫ মিনিট, এনটিভি।

১৪) লাগ ভেলকি লাগ (চঞ্চল, তিশা), পরিঃ- গোলাম সোহরাব দোদুল, রাত ৮.৩০ মিনিট, আরটিভি।

১৫) পার্টনার (আবির মির্জা, সাবিলা), রাত ৯টা, দীপ্ত টিভি।

১৬) সাদা ফুল (নিশো, মম), পরিঃ- সুমন আনোয়ার, রাত ৯.০৫ মিনিট, বাংলা ভিশন।

১৭) ভিন্ন কাহন (ভাবনা, মুরাদ), পরিঃ- গোলাম সোহরাব দোদুল, রাত ৯.৩০ মিনিট, জিটিভি।

১৮) ভাইব্রাদার এক্সপ্রেসঃ
পাতা ঝরার দিন (ঈশিতা, হাসান ইমাম), পরিঃ- রেদোয়ান রনি, রাত ৯.৩৫ মিনিট, চ্যানেল আই।

১৯) প্রথম কবিতা (ইরেশ জাকের, অপর্ণা), পরিঃ- আব্দুল্লাহ আল মুক্তাদির, রাত ১০টা, আরটিভি।

২০) মিরর (সাজ্জাদ, তিশা), পরিঃ- ইমেল হক, রাত ১০টা, একুশে টিভি।

২১) একদিন প্রতিদিন (শবনম ফারিয়া), রাত ১০.৩০ মিনিট, মাছরাঙা ।

২২) ঘুম স্বপ্ন সময় (মিলন, মেহজাবিন), পরিঃ- শাহ রাকিব, রাত ১১টা, দীপ্ত টিভি।

২৩) একদিন বৃষ্টিতে বিকেলে (নাঈম), পরিঃ- সাজ্জাদ সনি, রাত ১১.০৫ মিনিট, আরটিভি।

২৪) মেয়ে (সাজ্জাদ, মম), পরিঃ- কাজল আরেফিন অমি, রাত ১১.১০ মিনিট, এনটিভি।

২৫) নেগেটিভ পজেটিভ (নিশো, মেহজাবিন, শার্লিন), পরিঃ- মেহেদী হাসান জনি, রাত ১১.৩০ মিনিট, মাছরাঙা ।

২৬) উচিৎ কথা ( সাজু, তানজিকা), পরিঃ- আকাশ রঞ্জন, রাত ১১.৩০ মিনিট, এশিয়ান টিভি।

২৭) মকবুল এখন (মীর সাব্বির, শবনম ফারিয়া), পরিঃ- মীর সাব্বির, রাত ১১.৪৫ মিনিট, আরটিভি।

Join Our Group : Tech Master’s BD

Follow Me On FB Shoyeb Islam

ধন্যবাদ 🙂

23 thoughts on "ঈদ এর ৪র্থ দিনের একক নাটক ও টেলিফিল্মসমূহ-"

  1. Sahariaj Author says:
    এটা নিয়ে পোষ্ট না করলোও পারেন
    1. Shoyeb Islam Author Post Creator says:
      Vaia Others Members Der Sara Paisi Tai Dilam
      Assa Kal Amake Tahole List diyen Ntok er
      Ami Natok Pagol so kal ke ki ki natok ase amar dorkar ami phna download kore dekbo

      apni bolen akon ami kivabe bukbo Kon natok ta kon somoy and kar?

  2. Uzzal Mahamud Pro Author says:
    কোনো দরকার ছিলো এটা নিয়ে পোষ্ট করার
  3. mdajijulislam Contributor says:
    কোনো দরকার ছিলো এটা নিয়ে পোষ্ট করার
  4. sourav2002 Contributor says:
    এই নাটক গুলো download দেওয়ার কোন সাইট আছে কি….থাকলে plz বলেন
  5. arafattt Contributor says:
    Kaj na thakle ja hoy ar ki
  6. Billa Contributor says:
    চালিয়ে যান এই কালকেউ আপডেট চাই
  7. Shawon24 Contributor says:
    ভালো কালেকশন।
    ভালো লাগল। ?
  8. MHT.Tonmoy Contributor says:
    পোষ্টা ভালো লাগলো
  9. Shawon24 Contributor says:
    ভালো কালেকশন।
    ভালো লাগল। ?
    তবে আর ও আগে পোষ্ট দিলে ভালো হত।
  10. Shariar Sajib Contributor says:
    nice..
    post ar nis dia ay eid a apnr vlo laga kisu natok ar suggestion dila vlo hobay…

    r parlay download link add korien♥

  11. Shariar Sajib Contributor says:
    nice..
    post ar nis dia ay eid a apnr vlo laga kisu natok ar suggestion dila vlo hobay…

    r parlay download link add korien♥

    1. Shadin Contributor says:
      r8
  12. Shadhin Author says:
    ধন্যবাদ, তবে সবার কাজে লাগবে এমন কোন বিষয় নয়ে পোস্ট দেওয়ার চেষ্টা করবেন
    1. Mojahid Author says:
      স্বাধীন ভাই আপনি না এডিটর ছিলেন?? মডারেটর কেন এখন??
      ???
    2. Shadhin Author says:
      2tai Same Vaiya…☺
    3. Shadin Contributor says:
      ☺☺ একই কেন?
      নতুন কোন ফিচার পেলেন না?
      ঐ মডারেটর কোথায়?
      আর আমার পোস্ট রিভিউ করেন।
      আপনারা ট্রিকবিডি টিম দেখি এখন রিভিউ করে না।
    4. Shadhin Author says:
      অপেক্ষা করুন রিভিও হলে নোটিফিকেশন পাবেন।
    5. Shadin Contributor says:
      জাতি
      জলদি রিভিউ চাই।
  13. OnuRag_Vai Contributor says:
    ইউটিউব এ পাব???
    1. Shoyeb Islam Author Post Creator says:
      Hmm Sob Youtube a paben vai

Leave a Reply