আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এ প্রত্যাশাই করি সবসময়।
এর আগে আমি আর একটি পোষ্ট করেছিলাম যে কিভাবে MX Player এর ব্যাগ্রাউন্ডে আপনার নিজের ছবি লাগাবেন। যদি সেই পোষ্ট না দেখে থাকেন তাহলে নিচের লিংক এ ক্লিক করে দেখে নিন।
MX Player এর ব্যাকগ্রাউন্ড এ আপনার ছবি লাগিয়ে বন্ধুদের অবাক করে দিন।
তো বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি প্রসেস দেখাব যে প্রসেসের মাধ্যমে আপনারা play store এর যেকোনো অ্যাপ কে আপনার মেমোরি কার্ডে ডাউনলোড করে রাখতে পারবেন।
তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করিঃ
তো এর জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। নিচের লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করুন >> তারপর ওপেন করুন। ওপেন করে আপনারা দেখতে পারবেন play store এর মত interface। তো এখানে বলে দেই আপনারা প্লে স্টোরে যত অ্যাপ পাবেন এখানেও ঠিক ততো app পাবেন। এমনকি প্লে স্টোরের পেইড অ্যাপ গুলো আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে তো যে অ্যাপটি ডাউনলোড করবেন সেই অ্যাপ টি সার্চ করিণ ও অ্যাপ টির উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পারবেন install লেখা একটি অপশন আসবে। অ্যাপ ডাউনলোড করার জন্য install এ ক্লিক করুন।
প্রথমে ব্যবহার করলে হয়ত আপনার কাছে ফেসবুক অথবা গুগল এর মাধ্যমে রেজিস্টেশন করতে বলবে। আপনার চাইলে করতে পারেন।
তো দেখুন আমার ডাউনলোড হচ্ছে
আর এখান থেকে আপনারা যত অ্যাপ ডাউনলোড করবেন সব অ্যাপ আপনার মেমরি কার্ডে থাকবে। তার মানে বুঝিতেই পাচ্ছেন এর ফলে আপনারা কত অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ও আপনার ফোনের RAM শেষ হবে না।
তো আশাকরি সবাই বুঝেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে নিচে কমেন্ট করুন।
তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Paid app Download dauar jonno Blackmark app Best,,,
Paid app Download dauar jonno Blackmark app Bes
NICE…..?