আসসালামু আলাইকুম ।
সবাই কেমন আছেন ।
আল্লাহ্র রহমতেআশা করি ভালো আছেন ।
আজ আলোচনার বিষয় —–
জিপি এর ১ জিবি ১২ টাকায় ৪ ঘন্টা এই অফারটি সম্পর্কিত ।
আগেই বলে রাখি এই অফারটি শতকরা ৮০ % লোক পাবেন ।
অফারটি নেওয়ার জন্য আপনার মোবাইলে ১২ টাকা বা তার বেশি রেখে ডায়েল করুন *121*3235# । অনেকেই প্রথম বার ডায়েল করে পাবেন না —
@ তাই একই সময়ে লাগাতার ২ থেকে ৩ বার কোডটি ডায়েল করুন তাহলে পেতে পারেন ।
@ যদি না পান তাহলে একদিন ওয়েট করুন তারপর আবার একবারে ২ থেকে ৩ বার কোডটি ডায়েল করুন । এক্ষেত্রেই ৬০% লোক পেয়ে যাবেন ।
@ তাউ যদি না পান তাহলে ৩ থেকে ৪ দিন পর ডায়েল করুন ইনশাআল্লাহ্ পেয়ে যাবেন । এরপর না পেলে আপনার কপাল খারপই বলা ভালো হবে । আজ এখানেই শেষ করলাম
শেষ কথাঃ
=পোষ্টটিতে কোনো নেগেটিভ কমেন্ট করার আগে পোষ্টি পুরো ভালো করে পড়বেন এবং যথা নিয়মে চেষ্টা করে কমেন্ট করেবেন । মনে রাখবেন আমি কোনো সার্থে পোষ্টি করিনি আমি নিজে পেয়েছি তাই পোষ্টি করেছি ।
দেখুন আমি লাষ্ট ২১ তারিখ শুক্রবার নিয়েছি —
= আমি Trickbd তে নতুন তাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
= কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ।
আর Trickbd সাথেই থাকবেন ।
সবাই কিভাবে পাবে আমি তা দেখিয়েছি ।
আর একটা কথা এখন এই অফার এর SMS বন্ধ আছে তাই বেশির ভাগ লোকই জানা না যে অফারটি এখনও পাওয়া যায়।
ধন্যবাদ। ।।।
কিন্তু আপনি যে বললেন, আপনি ট্রিকবিডিতে নতুন?
এটা কি ঠিক হল?
করলেই কি পুরাতন ট্রেইনার হওয়া যায় আগে ট্রেইনার হন তারপর এই রকম কমেন্ট করেন ।।।।।
ধন্যবাদ। ।।
মন’ডা এ্যাহনও শিশুর মত ইই রইয়া গিছে ।
পোষ্ট টা অনেক প্রয়োজনীয় দেখে ভালো লাগলো।
কিন্তু আপনি কোন মিজানুর চিনতে পারলাম না।