জনপ্রিয় ক্রিকেট খেলার লাইভ স্কোর এখন একদম ফ্রিতে দেখতে পারবেন একটি সফটওয়্যার ব্যবহার করে। এখন এশিয়া কাপ চলতেছে। এশিয়া কাপে এই পর্যন্ত আমাদের বাংলাদেশেরও অবস্থান মোটামুটি ভালো। সামনে পাকিস্তানের সাথে আর মাত্র একটি ম্যাচ রয়েছে। ঐ ম্যাচটির উপরই নির্ভর করবে বাংলাদেশের এশিয়া কাপ ফাইনাল খেলার। তো এই খেলার স্কোর যদি অনলাইনে ফ্রিতে দেখা যায়। তাহলে তো তা মন্দ না কি বলেন? যদি আপনার এমবি না থাকে তাহলে এই অ্যাপটি ব্যবহার করে একদম ফ্রিতে কোনো ডাটা বা এমবি খরচ ছাড়াই ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ফ্রিতে ক্রিকেটের লাইভ স্কোর দেখতে পারবেন। বেশি কথা না বলে নিচে থেকে অ্যাপটি সম্পর্কে কিছু তথ্য ও স্ক্রিনশট দেখে নেই।
মূল কথা হলো অ্যাপটি তৈরি করা হয়েছে ফ্রিব্যাসিক্স এবং ক্রিকবাজ এর সাহায্যে। আপনারা হয়তো সকলেই জানেন যে, ফ্রি ব্রাউজিং সাইট ফ্রিব্যাসিক্সে অনলাইন ক্রিকেট লাইভ স্কোর সাইট যুক্ত করা আছে। মূলত ঐ সিস্টেমকে কাজে লাগিয়ে এই অ্যাপ তৈরি করা হয়েছে। তো ঐ অ্যাপটির নাম হচ্ছে – “Free Cricket Live Score” অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর ওপেন করলে ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে “Accept” বাটনে ক্লিক করুন।
তারপর উপরের স্ক্রিনশটের মত আসলে “পরবর্তী/Next” বাটনে ক্লিক করুন।
তারপর দেখুন উপরের স্ক্রিনশটের মত এসে গেছে কোনো এমবি ছাড়াই।
ও হ্যাঁ, সফটওয়্যারটিতে “Refresh” বাটনও রয়েছে। এমনিতে অটো রিফ্রেশ নিবে। তারপরও আপনি যদি চান রিফ্রেশ দিতে পারবেন। এরজন্য আপনাকে বামদিক থেকে ডানদিকে স্লাইড করতে হবে। স্লাইড করলে উপরের স্ক্রিনশটের মত “Refersh” বাটন আসবে।
তো আরকি এখন থেকে একদম ফ্রিতে ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখতে থাকুন অ্যাপটির মাধ্যমে। অনেকে হয়তো বলতে পারেন, এটার দরকার কী? ফ্রিব্যাসিক্স সাইটে ভিজিট করেই তো লাইভ স্কোর দেখা যায়। হুম তা ঠিকাছে। কিন্তু ঐভাবে করতে গেলে কয়েক ধাপ পেরুতে হবে আপনাকে। আর এই অ্যাপটিতে মাত্র একবার ক্লিক করলেই ফ্রি লাইভ ক্রিকেট স্কোর ফ্রিতে দেখতে পারবেন।
বিঃদ্রঃ এই অ্যাপটি শুধু গ্রামীণফোন, রবি ও এয়ারটেল সিমের নেট কানেকশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
সৌজন্যে – আমার তৈরি করা সকল পোস্ট ও অন্যান্য দরকারি পোস্ট পেতে আমার ব্লগ সাইটে – www.OwnTips.ml ভিজিট করতে পারেন এবং বাংলাদেশি ডেভেলপারদের তৈরি করা সফটওয়্যার ও গেমস সম্পর্কে জানতে এই www.BanglarApps.ml সাইটে ভিজিট করতে পারেন।
17 thoughts on "ফ্রিতে ক্রিকেটের লাইভ স্কোর দেখতে সফটওয়্যার নামিয়ে নিন!"