সবাইকে আমার আজকের পোস্ট এ স্বাগতম ।আশা করি সবাই ভালো আছেন ।আপনাদের দোয়াই আমি ভালো আছি ।
আজকের টপিক
সামনে Jsc পরিক্ষা আসতেছে ।আজকে আমি Jsc পরিক্ষার্থীর জন্য গণিতের পাটিগণিতের সাজেশন দিতে চায় ।আসলে তাদের সাজেশন দেওয়ার দরকার নাই কারণ তারা বিভিন্ন কোম্পানির মোডেল গাইড কিনেছে ।সেখানে তারা প্রচুর অংক করেছে ।আমি যেগুলা দিব সেগুলো কোনো বই বা গাইড এ নাই ।আমি নিচে লিখেছে ।আমি পাটিগণিতের তিনটা অধ্যায় থেকে মাত্র তিনটা সৃজনশীল দিব ।এবং কিছু বহুনিবাচনী ।আমি কম দিচ্ছি এ কারণে যে শিক্ষার্থীরা প্রচুর অংক করেছে ।এ তিনটা একটু কঠিন হবে এবং ওগুলো থেকে আলাদা ।
সৃজনশীল
৭, ১২ , ১৭,_ _ _ _ _
ক.৩১৩ কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ কর ।
খ .প্রদত্ত প্যাটার্ন থেকে বীজগণিত রাশি তৈরি করে ১ম ৩০ টি পদের সমষ্টি নির্ণয় কর ।
গ.খ থেকে প্রাপ্ত বীজগণিত রাশির ৪ র্থ ও ৫ ম পদের জ্যামিতিক প্যাটার্ন আকঁ ।
2.আমি মুনাফা থেকে অংক দিতে চাইছিলাম বাট এখানে তেমন কঠিন অংক নাই ।এ অধ্যায় যে ৫ টি সূত্র আছে সেগুলো মকস্ত করতে থাকলে যে কোনো প্রশ্ন হোক না কেন উত্তর করা যাবে ।তাই দিলাম না ।
3.
বর্গাকার বাগানের দৈঘ্য ৮৯ মিটার ।এর চার পাশে ৬ মিটার চওড়া একটি রাস্তা আছে ।
ক. উপরের তথ্যটি চিত্রের সাহায্যে প্রকাশ কর এবং সংক্ষিত বর্ননা দাও ।
খ.রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর ।
বহুনির্বাচনী
১।১ থেকে ২৯ এর মধ্যে জোড় সংখাগুলোর গড় কত ?
২ ।১০ ক্রমের ম্যাজিক সংখ্যা কোনটি ?
৩ ।দুটি সংখ্যার ঘন আকারে কোনটি পাওয়া যায় ?
ক।৮ খ।২৭ গ।১৭ ঘ ।৯১
৪ ।-১,৪ ,১১ ,২০ ,৩১ এর পরের সংখ্যা কোনটি ।
ক ।৪১ খ।৪৪ গ।৪৭ ঘ। ৫৭
৫ ।১ ,৩ , ৯ ,২৭ ,__,১৬২ ,২৪৩ ফাকা স্থানে কত হবে ।
৬।শতকরা ১৭ /২ টাকা মুনাফায় ৫০০০ টাকার কত বছরের মুনাফা ২৫৫০ টাকা ।
৭।কোনো স্কুলের ৮ ম শ্রেণির শিক্ষার্থী সংখ্যা ১০০ জন ।শিক্ষার্থী বৃদ্ধির হার দশ হাজারে ৫০ জন হলে ২ বছর পর শিক্ষার্থী কত হবে ?
৮ ।s বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের (1 r) এর সূচক কোনটি ?
৯ ।১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ?
১০ ।কিসের একক থেকে মেট্রিক পদ্ধতির নাম করণ করা হয় ।
১১ ।একক এর নামের পূর্বে অংশবোধক শব্দ কি হিসেবে যুক্ত হয়েছে ?
১২ ।এক কুইন্টাল চাল ৪৮ জনকে সমান ভাবে ভাগ করলে ১ জনে কত গ্রাম করে চাল পাবে ?
১৩ ।১ কিলোলিটার বিশুদ্ধ পানির ওজন কত কেজি ?
১৪ ।পরিমাধ অধ্যায়ের যে গননার ছক গুলো আছে ও গুলো ভালো মত পরতে হবে কারণ ওখান থেকে ২ তিনটা বহুনির্বাচনী হয়ে থাকে ।
attention Plz
আমি জাভার জন্য ফেসবুকে একটা প্লাটফর্ম তৈরি করতে চাই ।এবং এন্ড্রোয়েড ইউজারদের কে বলতে চাই যে এখোনো জাভা ইউজার আছে ।
তাই প্রতেক জাবা ইউজার এখানে জয়ইন দিন ।
ভাইয়া এটা কোনো সাজেশন হয় নাই।
যাইহোক, কিন্তু সাজেশন দিলেন এর উত্তর কোথায়?
এজন্যই তো বলি এটা সাজেশন হয় নাই।
উত্তর যোগ করে দেন।